Unnamed: 0
int64 1
9.62k
| text
stringlengths 7
420
| label
int64 0
1
|
|---|---|---|
4,282
|
ষাটের/ষেটের বাছা ষষ্টীদাস
| 1
|
9,339
|
এই অভূতপূর্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কথাসাহিত্যেও ব্যাপক পরিবর্তন এসেছে।
| 0
|
8,800
|
তাতারা-রাবুগার কাছ থেকে তাদের হাতে কয়েক মুঠো বালি ছিল।
| 0
|
6,287
|
সেই একই মানুষ কোজেতকে ভালোবেসে পাগল হয়ে তাকে পাওয়ার জন্য সবকিছু করেছে।
| 0
|
1,930
|
চুটকি দিয়ে ডাকা
| 1
|
7,125
|
দৃশ্যমান কীট-পতঙ্গ থেকে রক্ষা করা সম্ভব হলেও কাঠের তৈরি আসবাবপত্রে একটি নির্দিষ্ট সময় পর বিভিন্ন অনুজীবের আক্রমণে পচন ধরতে শুরু করে।
| 0
|
197
|
কোন ব্যক্তির মধ্যে যে দোষ বা ত্রুটি নেই তাকে সে জন্য দোষী সাব্যস্ত করাকেই অপবাদ বলা হয়।
| 1
|
7,777
|
ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ভবিষ্যতে সুযোগ আসলে ইভাঙ্কা প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াবেন।
| 0
|
2,931
|
তোমার ধরণধারণ ভাল ঠেকছে না
| 1
|
8,004
|
মার্গট ওয়ল্কের জীবনকাহিনী যুদ্ধের প্রকৃত বীভৎসতার একদম বাস্তব উদাহরণ।
| 0
|
2,327
|
বুড়োটা টেঁশেছে
| 1
|
4,389
|
হতচ্ছাড়া মরে না কেন
| 1
|
8,958
|
চেকোস্লোভাকিয়া স্বাধীনতা হারায়।
| 0
|
4,218
|
লেবু কচলালে তিতো হয়- প্রবাদ
| 1
|
202
|
অপসংস্কৃতি সর্ম্পকে আলোচনা করার পূর্বে আমাদের জানা প্রয়োজন সংস্কৃতি কি?
| 1
|
3,510
|
হাতে কোন কাজ নেই তাই বসে বসে লেজ নাড়ছি
| 1
|
4,931
|
কিন্তু ততদিনে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় প্রায় ৮০,০০০ রাশিয়ান সেনা।
| 0
|
5,535
|
প্রতারণার মামলায় এর আগে আরো ১০ জনকে আটক করা হয়েছে।
| 0
|
5,791
|
তার পরিকল্পনা ছিল যুদ্ধটি আরাবল্লির পাহাড়ি এলাকায় সংঘটিত করার।
| 0
|
1,707
|
বেশি গ্যাস ছেড়ো না তোমাকে সবাই চেনে।
| 1
|
5,172
|
বিশেষ করে লকডাউন শিথিল হবার পর বেশিরভাগ জায়গায় মানুষের যাতায়াত আবার শুরু হচ্ছে।
| 0
|
5,249
|
এই রোগে আক্রান্ত ব্যাক্তি প্রথমে তীব্র জ্বর, মাথাব্যথা, দৃষ্টির ত্রুটি ইত্যাদিতে ভুগলেও ধীরে ধীরে খিঁচুনি, কোনো কিছু অনুভব না করা, দেরিতে সায় জানানো, আচরণগত পরিবর্তন, এমনকি প্রকট অবস্থায় 'কোমা' বা 'লকড-ইন' অবস্থায় চলে যেত।
| 0
|
6,528
|
তিনি বুঝতে পারলেন, এটি তার দায়িত্ব।
| 0
|
9,479
|
বাংলাদেশ পর্যটন বোর্ডের মতে, এ খাতের সঙ্গে জড়িত ৪ মিলিয়ন লোক বেকার হয়ে পড়েছে।
| 0
|
5,855
|
ইংরেজিতে অনুবাদ করলে নামটি এরূপ হয়, 'দ্য বুক অব অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যাকরডিং টু দ্য হিন্দু ক্যালকুলেশন'।
| 0
|
8,164
|
কিন্তু এক্ষেত্রে নারীদের অবদানের বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে।
| 0
|
854
|
মেয়েটির একুল ওকুল দুকুল গেছে
| 1
|
4,737
|
এক্ষেত্রে তারা জুভেন্টাসের থেকে বেশি পরিমাণ অর্থ দেবার জন্য প্রস্তুত।
| 0
|
698
|
লোকটা ভারি উপর চড়া।
| 1
|
3,696
|
বেটাচ্ছেলেকে একবার বাগে পেলে হয় দুরমুশ করে ছাড়বো
| 1
|
1,636
|
সভায় লোক গিজগিজ করছে।
| 1
|
7,280
|
আর সোশ্যাল মিডিয়ায় মেয়েদের অনেকেই এর ব্যাপক প্রশংসা করেছেন।
| 0
|
7,554
|
ডেভিড অ্যাটেনবরো ১৯৭৯ সালে অভূতপূর্ব ক্যামেরা কৌশল আর অভিনব ছবির মাধ্যমে প্রাণীজগতের অকৃত্রিম বিবরণ সমৃদ্ধ প্রামাণ্যচিত্র 'লাইফ অন আর্থ' নির্মাণ করেন।
| 0
|
3,581
|
ছেলেটার বাতাস লেগেছে
| 1
|
1,291
|
এখান থেকে কেটে পড়।
| 1
|
6,585
|
মিকেলেঞ্জেলো এই শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, এটি হচ্ছে স্বর্গের দুয়ার।
| 0
|
1,853
|
চর্ব্যচোষ্য রান্না করা হয়েছে।
| 1
|
5,232
|
ডেনিস ডিডেরো ছিলেন ১৮ শতকের বিখ্যাত ফরাসি দার্শনিক।
| 0
|
3,763
|
ভাঙাকাঁচ জোড়া লাগে
| 1
|
3,304
|
পুরানো কাসুন্দি না ঘাটাই ভাল
| 1
|
1,495
|
বিয়েবাড়িতে খ্যাঁট কেমন হল?
| 1
|
7,994
|
গোলাম মাওলা ও নাজমা শাহীন দুজনই বলছেন ধীরে ভালো করে চিবিয়ে খেতে হবে।
| 0
|
1,998
|
চোরাগোপ্তা আক্রমণ
| 1
|
663
|
উচিত কথায় বন্ধু বেজার।
| 1
|
3,748
|
আমার ভূতের ভয়-ডর নেই
| 1
|
4,413
|
হলদে চোখে সব মন্দ দেখে
| 1
|
5,530
|
এসব SDK গুলোর মাত্র কয়েকটি লাইন যেকোনো অ্যাপের কোডে যুক্ত করে দিলেই সেগুলো ইমেইল সংগ্রহ করার কাজে সক্রিয় হয়ে যায়।
| 0
|
5,575
|
১৯৯৩ সালে টুপ্যাকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসে।
| 0
|
8,901
|
অবশেষে, বিংশ শতাব্দীতে একজন বিজ্ঞানী আবির্ভূত হন, তিনি পদার্থবিজ্ঞানী ছিলেন না, বরং একজন অফিস ক্লার্ক
| 0
|
7,526
|
এভাবে উনি বিভিন্ন জায়গায় সংযুক্ত হয়ে বক্তৃতা দেবেন, মতবিনিময় করবেন।
| 0
|
9,474
|
১৪ বছর বয়সী রামেসিসের সেই ক্ষমতা নেই।
| 0
|
5,864
|
আশিন উইরাথু তার বক্তব্য বিবৃতিতে বৌদ্ধদের শৌর্য বীর্যের কাহিনী তুলে ধরেন, তার সাথে মিশিয়ে দেন জাতীয়তাবাদের নেশাও।
| 0
|
6,776
|
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব ছিল না।
| 0
|
1,306
|
সে এক মজার কেস।
| 1
|
7,392
|
তার মানে টি-সেল হয়তো কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধক্ষমতার এক গোপন উৎস - যা এতদিন অজানা ছিল।
| 0
|
5,592
|
যদিও তা সম্ভব হয়নি।
| 0
|
1,663
|
নরক গুলজার
| 1
|
5,450
|
টাকার বিনিময়ে তদন্ত রিপোর্ট সাজানো এবং চাপা দেওয়ার উদ্দেশ্যে কেস বন্ধ করে দেওয়া হয়- এই ধারণাও নিছক অমূলক ছিল না তখন।
| 0
|
3,627
|
বালবাচ্চা নিয়ে সুখের সংসার
| 1
|
2,693
|
ওকে অত তেলাচ্ছ কেন?
| 1
|
5,915
|
এমনকি কোনো কোনো দেশে ডায়রিয়া জনিত রোগেই সর্বোচ্চ পরিমাণ মানুষ মারা যায়।
| 0
|
3,157
|
শিবের বাহন পথ জুড়ে দাঁড়িয়ে আছে
| 1
|
6,668
|
সিলেট-জাফলং সড়ক থেকে ডানদিকে দরবেশ বাজারে প্রবেশ করে কানাইঘাট পৌঁছাতে হবে।
| 0
|
1,059
|
খোদার কসম আমি কিছু জানি না।
| 1
|
4,636
|
তার পর হিশাম লিবিয়া গিয়েছিলেন, তার পিতাকে খুঁজে বের করতে।
| 0
|
3,242
|
বৃদ্ধ বয়সে সবারই পা ভারি হয়
| 1
|
1,678
|
আঁচলে গেরো
| 1
|
6,892
|
ফলে, তার ব্যবসার সুনাম এবং নির্ভরযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
| 0
|
6,374
|
আর রেলে বিভিন্ন বিভাগে কাজ করেন ১০ লাখের বেশি।
| 0
|
7,574
|
যা-ই হোক, ভর্তি হলেন স্ট্যানফোর্ডে।
| 0
|
1,757
|
অপরের বিষয়ে বেশি ঘাটাঘাটি করো না।
| 1
|
6,019
|
এ তো পানির মতোই সহজ।
| 0
|
5,116
|
ম্যাক্স হেইম্যান নামের এক জার্মান ভদ্রলোক তখন বেশ নামডাকওয়ালা সার্কাসের অধিকারী ছিলেন।
| 0
|
8,755
|
পূর্ণা মালাওয়াত, তেলেঙ্গানার নিজামাবাদ জেলার একটি অজানা গ্রাম পাকালার বাসিন্দা।
| 0
|
7,408
|
উপন্যাসের শুরুতেই একটা চাপা আগ্রহ ছড়িয়ে পড়ে পাঠকের মাঝেও।
| 0
|
2,790
|
গৃহিণী আমার দশভুজা, একাই সবদিক সামলান
| 1
|
863
|
এখনকার মত কাজ শেষ।
| 1
|
7,858
|
ওদিকে, রেয়মন্ড চরিত্রে হানামের অভিনয় শ্লাঘনীয়।
| 0
|
1,484
|
কথাটা খোলসা করে বল; দিল খোলসা
| 1
|
7,035
|
পরে চেন্নাইয়ের হাইকোর্ট ২০০৯ সালে তার শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
| 0
|
7,721
|
যখন ফিরলেন, সেখানে জিয়া জিয়া নেই।
| 0
|
5,977
|
এই এক্সপেরিমেন্টের অংশ হিসেবে দৈবচয়নের ভিত্তিতে বোস্টন এবং নেব্রাস্কা শহরের তিনশো মানুষকে বেছে নেয়া হয়।
| 0
|
5,134
|
প্রতি শুক্রবার বিকেল কাজ শেষ করে তিনি ট্রেনে চেপে চলে যেতেন আশে-পাশের বিভিন্ন প্রদেশে।
| 0
|
206
|
ঘৃতচী হিন্দু পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপ্সরাদের মধ্যে একটি
| 1
|
4,488
|
হাতে গড়া রুটি
| 1
|
6,938
|
অন্য পিতার সন্তানকেই সাধারণত খেয়ে থাকে অপেক্ষাকৃত বড় সন্তান।
| 0
|
9,062
|
মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করার সময় তিনি কারাগারে থাকার সময় তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।
| 0
|
6,910
|
জ্যাকের মতো সিঙ্গাপুরের এমন হাজার হাজার শিক্ষার্থী তাদের প্রাথমিক স্কুলের ফাইনাল পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য এরকম কড়া রুটিন অনুযায়ী চলে।
| 0
|
502
|
আড়চোখে দেখা
| 1
|
7,385
|
ডিম আর পাউরুটি ছাড়া কিছুই পেলাম না!
| 0
|
1,028
|
ছেলেটা যাহোক করেকর্মে খাচ্ছে।
| 1
|
3,840
|
সকলে মিলে মড়াকান্না জুড়ে দিয়েছে
| 1
|
8,110
|
এরাটোস্থেনিস সেগুলো মনোযোগ দিয়ে পড়তেন, তারপর লাইব্রেরিতে সাজিয়ে রাখবার জন্য পাঠাতেন।
| 0
|
5,056
|
ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শাসক ধরা হয় তাকে।
| 0
|
8,154
|
ড. ব্লুমফিল্ড বলেন, এর মধ্যে অধিকাংশ উপসর্গ মানসিক হলেও গাঁজার টিএইচসি যে কিছু মানুষের মধ্যে শারীরিকভাবেও আসক্তি তৈরি করতে পারে তার যথেষ্ট প্রমাণ রয়েছে।
| 0
|
2,731
|
ভয়ে থির-থিরানি শুরু হয়েছে
| 1
|
8,996
|
তবে ধনুস্কোদির জেলেদের জীবনের নিরাপত্তা নিয়ে কেউ কোন প্রস্তাব করেনি।
| 0
|
2,454
|
ও তোমার সাথে ঠাণ্ডা কথা'র জাল বুনছে
| 1
|
7,215
|
আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আমরা পড়ন্ত বিকেলের পুরো সময়টা মুগ্ধ হয়ে লেকের সৌন্দর্য উপভোগ করলাম।
| 0
|
3,104
|
পরীক্ষা সামনে তাই নিদানকালে হরিনাম হচ্ছে
| 1
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.