ID
stringlengths
32
32
Text
stringlengths
10
618
Polarity
stringclasses
5 values
Domain
stringclasses
6 values
6aa7df34fbf068264614da1c64b699c5
শনিবার সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
NU
newspaper
69548068ac4e393ec13ee61f15126151
পরে দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশ হবে বলেও জানান শাহাদাত হোসেন।
NU
newspaper
bd45e0cd62134ee30b66b92fd2c90c46
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিএ এ এ-কানাডা কনভেনিং কমিটির কনভেনর কামরুল ইসলাম।
NU
newspaper
ef63672f19854c844aa02db1034034af
সোহরাওয়ার্দী ছাপিয়ে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও মানুষের ভিড় দেখা গেছে।
NU
newspaper
57b7016c81fd31a0a248daca68a3013a
অনেকেই আবার মিছিল নিয়ে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন।
NU
newspaper
dfa338065bb3bb96c9cd13adab637514
লাল-সবুজের এই বৃহৎ ম্যুরালের বাম পাশের নিচের অংশে সবুজ চা বাগান।
NU
newspaper
3e7c18f5aac11dad81c7cfa1a381c08a
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সন্দীপন ও হৈমন্তী রক্ষিত মান।
NU
newspaper
c45dee908bcf8d78b2f50847cacc4348
আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াই ৫০ থেকে ৬০ জন ছাত্র আমার সামনে থাকে।
NU
newspaper
2b1350fc89b9e744a34b021206411d33
এর আগে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধন করা হয় দিনব্যাপী বৈসাবি উৎসবের।
NU
newspaper
0e20211a330c43a0fd612ab4a7a725f6
২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যানিলার একটি অভিজাত হোটেলের বলরুমে নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন তারা।
NU
newspaper
bfe8adee2c6ff43a9416e9abaf170667
মেলা কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অতিথি ছিলেন ইউএনও মোস্তফা মনোয়ার।
NU
newspaper
e29b6abbd49caabf08cc1250e86067b9
এখানে দু'য়েকদিন অবস্থানের পর জাতিসংঘের বিমানে ডি আর কঙ্গো যাওয়ার সুযোগ মেলে।
NU
newspaper
fb9b202fd503234746097f821042dd99
অনুষ্ঠানে আইইবির সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুর মোর্শেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
NU
newspaper
37cb1755ddc773f5fc9cdf161d9e0c23
যেমন- কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হয়, কতক্ষণ সময় লাগে ইত্যাদি।
NU
newspaper
60956a9d1fc3a17dd5a727cfee3d2153
এ সময় দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
NU
newspaper
b5816967f8782115312f6dcebcf15ba1
পৃথিবীর দীর্ঘতম ও প্রাচীনতম গাছ সমৃদ্ধ মনুমেন্টের জায়গায় জায়গায় বিধৃত করা আছে।
NU
newspaper
0407a638fb291c586889eac2e173a87b
পুলিশ সরকারি ভবন রক্ষায় মরিয়া, আন্দোলনকারীরাও মরিয়া।
NU
newspaper
07780fcae0e5478ba5e93eaf48c4d0a8
ইতিহাসের পাতায় যা ইফকের ঘটনা নামে প্রসিদ্ধ।
NU
newspaper
e79562860476515fb6ff635a57a1cb15
সে তার মোবাইলে তার সহপাঠী সজীবকে দেখাল।
NU
newspaper
3d3ca9809a8aec829347d62663323399
তিনি ও তাঁর অংশীদার ইশতিয়াক দুজনেই অবাঙালি।
NU
newspaper
923a5d7f5800955cebfe2b51391a5e72
অবশিষ্ট সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টন করা হতো।
NU
newspaper
1e4ec1ed04a2ce60e343c367f30795c2
চলুন জেনে আসি প্রতিযোগিতাটির বাংলাদেশ পর্বের কথা।
NU
newspaper
03eb1bc94b6e979838c5890629724fb2
দিনের প্রথম অ্যাপয়েন্টমেন্টটা ছিল পিটার উস্তিনভের সঙ্গে।
NU
newspaper
8b885d75c938d0fa8ec4a92254021ed2
অথচ ‘বিসমিল্লাহ শব্দটি পবিত্র কোরআনের আয়াতের অংশ।
NU
newspaper
16951807284f6cbc95510408827ec1fe
এর কারণ বাঘ সংরক্ষণে নেয়া নানা পদক্ষেপ।
NU
newspaper
d5a9e1fe7248cfcf790087c347ec8456
এখানে প্রশাসনিক থানা গঠিত হয় ১৯৭০ সালে।
NU
newspaper
b36a1398b48c1f71adaec6a314d0d2cb
ঠিক এই জায়গায়টিতে এসেই আমরা থেমে যাই।
NU
newspaper
4913361ad05e675114029e2e5bb7bec1
যেটি ২৪ জানুযারি রাষ্ট্রপতির উদ্বোধন করার কথা।
NU
newspaper
126896c53589d3a6701423d479a287bf
ওই মোবাইলে ছবি তুলে কোথায় যেন পাঠায়।
NU
newspaper
71216fd3cbaa5125cd6a615ceb131195
এত কিছুর পরেও আমার একটাই কথা বলার।
NU
newspaper
6d8ffccda2b6320f21665def785762af
পরিবারের সদস্য এবং সমাজকেও এটা বুঝতে হবে।
NU
newspaper
53d24d9e6e30a37934bd751e6cf197e6
আমি নিজেও ফেলো ছিলাম বিগত দুই বছর।
NU
newspaper
cdb0251f0133f7b33678f558a37c6b7f
এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন ঘটনা ঘটছে?
NU
newspaper
b50dd75d79e8f01efb8952745bd71fa8
পুলিশ-মিডিয়া রিলেশনশিপ বিশ্বব্যাপী সব সময়ই আলোচিত হয়।
NU
newspaper
08f01e88dcc903742e61ee15686a1cb9
কিছুদূর যাওয়ার পর পূজা আবার দাঁড়িয়ে পড়ে।
NU
newspaper
2b6a9cf97cb9f3fbef492880aca9b966
তারা সবাই মিলে খুঁজে বেড়াচ্ছেন এক বাঘিনীকে।
NU
newspaper
27f80459aeffe0cf30bdf5c4dce96a87
পরবর্তীকালে রাজনৈতিক দল-ভিত্তিক সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
NU
newspaper
386bf2b05d99931480730de4ef357f63
মিনিট বিশেক পর মোবাইলে ফোন করলেন বাবা।
NU
newspaper
b17254b67aaab1121283331ca3e73392
আমি বলি, ‘আমার ধারণা, তারও আগে হবে।
NU
newspaper
ec22e0aff98cee90d504d21e2f17e177
তিনি বাসার সবার সঙ্গেই টুকটাক কথা বললেন।
NU
newspaper
ef04a19f2e6ea5f4b180b8a89cbbd3a6
তারপর শুরু হতো একে অন্যের সঙ্গে আলাপচারিতা।
NU
newspaper
f08eb865ea0023622f567db26d9e94a6
বলেছেন, জনবল কাঠামোর অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে।
NU
newspaper
7065bca2a50838b7ab8ab782782b7b81
মেমোরি থেকে লিখতে থাকলেন এক এক করে।
NU
newspaper
5f11dbb71f0beb450299ad8d8dec3a9a
যার মধ্যে ২০ হাজারেরও বেশি কবর আছে।
NU
newspaper
4fc34a36e93ab2937d838e7df8362777
অনেক ডকাডাকি করে ছেলেদের কাছে আনতে হয়।
NU
newspaper
55a6d1df03254be2e87f180295377ad7
বৃদ্ধ-বৃদ্ধারা প্রতিদিন সকাল-সন্ধ্যা দুই বেলা থিয়াও-য়ু করে।
NU
newspaper
d3a71072252e07e82810637ada8bad17
ধীরে ধীরে তা সিপিয়া রং ধারণ করে।
NU
newspaper
f42d3fc6d37f1c669fde0b13491866ac
আর কামিনী বেশ আধুনিক আর কঠিন ধরনের।
NU
newspaper
dba730036fb0faf033209e599a272ab0
মিডিয়ার জন্য চালু করেছেন ‘আইজিপি অ্যাওয়ার্ড ।
NU
newspaper
1842fbedab01f0246019dadf5dba1288
নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কিনা?
NU
newspaper
1ea3c9cdd2a721b83d80577bea76b8ac
পেয়াজের ব্যবসা শুরু কর এইবার,গান্ডু! :/ :/
NU
facebook
913703f9b962e0540f728d9d167bfc56
কর্পোরেশনের থেকে দ্বিতীয় বন্ধক অনুমোদন দেয়ার নিয়ম প্রচলন নেই।
NU
newspaper
e1565699dedbed4648ec3ab67ed05bee
২৯ মে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ১৯০ টাকা।
NU
newspaper
bc266f5dca053a0e9c684c919e67e70b
আইজি প্রিজনকে বললে তিনি বলেন মন্ত্রীকে বলতে।
NU
newspaper
b5335da7d403a9d7a45f6d26e91cfd51
তার পর থেকেই তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।
NU
newspaper
71deb1180fed034957965b6d92c01886
আগামী মধ্য ফেব্রুয়ারীতে বর্তমান কমিশন বিদায় নেবে।
NU
newspaper
cc3dd0e867cd5c752a7cd96608f85481
এক কেজি জৈব সারের বাজারমূল্য ৭ থেকে ৮ টাকা।
NU
newspaper
a214b894d635ee77494caaeef23ee408
ছবিটি স্ক্যান করে ছাপানো হবে পোস্টাল স্ট্যাম্পে।
NU
newspaper
e44313e94676deb8814157609c8ddb88
তিনি আরও জানান, বর্তমানে প্রায় ১১ মিলিয়ন বাংলাদেশি ১৬৫টি দেশে বসবাস করছেন।
NU
newspaper
dd4c8c940a20889ea258306a66ad23db
অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করেন সিবিসি কোম্পানির হিতোশি টয়োটা।
NU
newspaper
28cb70459b110390e5aab36f1b859c57
দুই দলেরই একটি করে ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।
NU
newspaper
d68526e4f89be050cffcecd8efc473a8
এজন্য ব্যয় হবে ৩৭৬ কোটি ৯১ লাখ টাকা।
NU
newspaper
72c10b708f9ec3547f1bbad0d6d2b199
সতেরো শ শতকে পর্তুগিজরা এই দেশে প্রথম খ্রিস্টান ধর্ম নিয়ে আসে।
NU
newspaper
558d7f05eb78fc9cbb8303e4b2077c8a
নামাজে সিজদা দিয়ে তা পরিস্কার করতে চেস্টা করছি?
NU
newspaper
c5852158e5be4177ec90b9c84380a915
রান্না-বান্না, খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব নৌকাতেই হতো।
NU
newspaper
c44278250a87f339b79fe0dd71de7143
আদালত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
NU
newspaper
e7bff60578b421c78acc6d032c6703e1
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে।
NU
newspaper
dcc38c36bfafc11724c44adc411f1ed7
আর কোম্পানির বিও রয়েছে ১০ হাজার ৭৩৭টি।
NU
newspaper
2c7e9f5caada48b1cafe813ec899ea7c
ত্রিশোর্ধ্ব শাহরিয়ার হোসেন বলেন, ‘সিনেমা হলে খেলা।
NU
newspaper
5b48718317104e2e64101f56522d496a
বাকি ১৫ থকে ২০টি শরিকদের জন্য।
NU
newspaper
c8662340db10b4562346f825e00de2fc
টুর্নামেন্টের বাজেট নির্ধারণ হয়েছে ২৬ লাখ টাকা।
NU
newspaper
8caa78cc0e83f042f58494df30abc64f
এই বাস্তবতার মুখোমুখি এখন কমবেশি সবাই।
NU
newspaper
620082090ba3e158b127a5b271b975d8
কাশেম চাচা তাকিয়ে ফুলির মার খাওন দেখছে।
NU
newspaper
f26fc8cdc8dc0525b731e32c4a7615a3
স্বাগত ভাষন দেন সদস্য সচিব মহিদুল ইসলাম মহিদ।
NU
newspaper
d43005e0f0124adc92117295cc9b1446
৯টি পদের বিপরীতে নির্বাচনে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
NU
newspaper
c1765f707a9c0f193e9bcfb16779878f
তিনি মঙ্গলবার এবার যোগ দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তাবুতে।
NU
newspaper
3bf4bc67b1c8c126105957fd4d922b2e
আলু মণ বিক্রি হচ্ছে ৭০০ টাকা ধরে।
NU
newspaper
fc767a00c2286a191b1ce73953711473
অন্যদিকে শর্টফিল্মটির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ।
NU
newspaper
40ef167e19634f3f807b956ee8ea0e2d
অস্ত্রোপচার, ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়েছেন তিনি।
NU
newspaper
83dc2d35fafdd0050c4a40ac4d6b596c
আমরা বেলা ১১টা থেকে নাটক মঞ্চস্থ করতাম।
NU
newspaper
d625441681422a5c36c08d98615e5fac
তারপর খালুকে বললাম কি মনে করে আসলেন?
NU
newspaper
29dcee65fad6b4f08a28baed103239d8
শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন তিনজন বিচারক।
NU
newspaper
41cf674871f5c45a5d2ec0f76fa6a7fb
দায়িত্ব নেওয়ার সময় দলটি র৵াঙ্কিংয়ে ৫২ নম্বরে ছিল।
NU
newspaper
d340cac7fe5ad07e1345842b91062b6a
এক সপ্তাহের মধ্যেই দেশে সামরিক শাসন জারি হলো।
NU
newspaper
324e6403b85d711d47a71409dec8267b
জাপানে আনুমানিক প্রায় বারো হাজার বাংলাদেশির বাস।
NU
newspaper
05aa82b498dcfbea5599abfd390e02bd
এ প্রক্রিয়া চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
NU
newspaper
a1f3d550f8cb9b6f3819fc3fa7ee9bd9
সেগুলো আমাদের আদি উৎসের গল্পের ভান্ডার।
NU
newspaper
5bf78fac6f5a19a27357cf6fa59cbce4
তিনি রংপুরের ভোটারদের সঙ্গে কথা বলেছেন।
NU
newspaper
1c69fc69b2fad29ccf4dcdd8dbf40793
অন্যথায় ২৯ অক্টোবর রায় ঘোষণা করা হবে।
NU
newspaper
c67b78c538c7eec7722aa5ecee3dd5fb
এতে টিকিটপ্রত্যাশীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।
NU
newspaper
5790433364c4038b48dbec892c3d3f7f
বিকেলে শ্বশুর ও জামাই নদীর ধাওে হাঁটতে বেড়িয়েছে।
NU
newspaper
fe60d22f286134189e1d773ac7677f4f
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
NU
newspaper
8e718b5b0a84920274192da305f4d0ce
অভিনয়ে মোশাররফ করিম, জুঁই করিম, ঈশানা, কচি খন্দকার।
NU
newspaper
8dc17e379ea09e9500dfd731f6a6d7d0
এই মর্মে একটি ইমেলও যায় কলসেন্টারে।
NU
newspaper
a656e40f9f769c54fa6ba9d027da7d36
এবার থেকে অন্যের মনের কথা শুনতে পাবেন আপনিও?
NU
newspaper
3e6634eede468ff6beb16ffae3548c02
আপনার বন্ধুর চেয়ে আপনাকে বয়সে বড় মনে হয়?
NU
newspaper
0f3963a3aed10583d360ca6bc3a4d1d5
এ সময় জামিল জেগে উঠে বসে পড়েন।
NU
newspaper
b966372e954ede9e2d8169246c53fcb6
বাংলাদেশে তাবলিগের ১১ শূরা সদস্যেরও কেউ ছিলেন না সেখানে।
NU
newspaper
84a22b21498c595c6ea09db6b22858e9
মাথার ওপর দিয়ে এলিভেটেড নেটওয়ার্ক সিস্টেমে চলবে গাড়ি।
NU
newspaper
3d3f71943aa2cbdaa7fafd14eff9b570
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানানো হয়।
NU
newspaper