audio
audioduration (s) 4.88
15.9
| sentence
stringlengths 34
242
|
|---|---|
মিত্রবাহিনী প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে এক হাজার নয় শো একাত্তর সালের ষোল ই ডিসেম্বর পাকিস্তান বাহিনীর প্রধান জেনারেল নিয়াজী আত্মসমর্পণ করেন
|
|
নিয়াজ পড়তে শুরু করে বুদ্ধিমান প্রাণীর প্রথম চেষ্টাটাই হল তার বুদ্ধিমত্তাকে ছড়িয়ে দেওয়া
|
|
দ্বিতীয় ইশারা হল সে যেবেবিট্যাক্সি নিয়ে রওনা হল মাঝপথে সেটার স্টার্ট বন্ধ হয়ে গেল
|
|
এই আলোটুকুই ভরসা কারণ ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেনের সব বাতি নিভিয়ে দেয়া হয়েছে
|
|
বিমানগুলো উপর্যুপরি বোমাবর্ষণ করে পলাশের ইঞ্জিনরুম ধ্বংস করে দেয়
|
|
প্রেম সহজে আপনাকে অসহ্য হতে দেবে না ধৈর্যের জোগান দেবে নতুন নতুন প্রেম করার বাসনা দেখবেন কোন মুলুকে উধাও হয়ে গেছে
|
|
শ্রাবণী ভয়পাওয়া গলায় বলল তার মানে আমাদের পিছুপিছু যে বেজিটা আসছিল সেটা মানুষের মতো বুদ্ধিমান
|
|
তবে আপনি যখন কাজের ভারে একেবারেই কিংবা পড়তে পড়তে টায়ার্ড তখন ফ্রেশ এক কাপ কফি অথবা চায়ের বিকল্প আর কিছুই হতে পারে না
|
|
তাই কেউ পথের নকশা নিয়ে সংলাপে ডাকলে সনাতনপন্থীদের মন ভাবে কোনো পথ ভুলানো পথিকের পথের কাঁটা দূর করতে বুঝি সনদ লেখার পাঁয়তারা
|
|
আর তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন মোবাইলকে কম্পিউটারের সাথে তুলনাপযোগী করে তুলল
|
|
এরা হলো সেলিম ঊনিশ আকাশ ওরফে উজ্জ্বল ঊনিশ হৃদয় হোসেন ওরফে শিমুল আঠার লিটন ওরফে স্বপন আঠার ও ইকবাল আঠার
|
|
প্রাকৃতিকভাবেই সে সব ফল এ সময়ে চলে আসে আমাদের সামনে
|
|
তারা ঘটনা তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান
|
|
স্থায়ী থাকলে সে ছুটি পেত বিভিন্ন ভাতা পেত প্রতি বছর চাকরির জন্য গ্রাচুয়িটি পেত প্রভিডেন্ট ফান্ড পেত এর সব কিছু থেকে তাকে বঞ্চিত করা হলো
|
|
অবশ্য জেলা পুলিশ এর সঙ্গে জড়িত কি না তা তিনি জানেন না
|
|
পঁচিশ সরকারের প্রত্যয়নপত্র প্রত্যাহারে ক্ষমতা
|
|
দেশে ছানা ও অন্যান্য প্রকারের মিষ্টান্নযেমন রসগোল্লা চমচম বেশ জনপ্রিয়
|
|
দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছেকিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসবেতখন কি হবে কে জানে
|
|
মাহবুব আনামের চোখে ছিল বাফুফে ভবনের পাশে খালি পড়ে থাকা আড়াই বিঘারও বেশি জমিখণ্ড
|
|
মোহাম্মদ হামিদুর রহমান এক হাজার নয় শো তিপ্পান্ন সালের দুই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাপড়া থানার অন্তর্গত ডূমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন
|
|
তাদের অত্যাচার আর দুর্নীতির কারণে সমগ্র দেশ দেশের মানুষ পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছিল
|
|
রাজনীতিতে ওপর থেকে সংস্কার চাপিয়ে দেয়ার চেষ্টা এই উপমহাদেশে কখনো সফল হয়নি
|
|
এভাবে এগুতে থাকার সময় জয় যখন প্রায় সুনিশ্চিত তখন ঘটে বিপর্যয়
|
|
অপর এক অভিযানে লালবাগ থানা পুলিশ ইমামগঞ্জ বেড়িবাঁধ এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে
|
|
এ ধরনের প্রতিবেদন যাতে আর না আসে সে লক্ষ্যে এখন থেকে আমাদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে
|
|
কিন্তু পরিস্থিতি নাটকীয় পরিবর্তন ঘটে যখন কিছু ছাত্র সিদ্ধান্ত নেয় তারা আইন সভায় গিয়ে তাদের দাবি উত্থাপন করবেন
|
|
আগেই ধারণা ছিলএ সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে
|
|
এই সময় নিয়ে সরকারের কোনো পরিকল্পনা থাকে না বলেই সুযোগটা নেয় একশ্রেণীর ব্যবসায়ী
|
|
বদরুদ্দোজা চৌধুরী বলেন এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেউ নিহত হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়
|
|
এই সেশনটির সভাপতি সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের বৃদ্ধ অধ্যাপক বব রিকার্ডো প্রথমে করতালি দিতে শুরু করলেন এবং গ্যালারীর প্রায় দুই হাজার শ্রোতা হঠাৎ করে চেতনা ফিরে পেয়ে করতালিতে যোগ দিল
|
|
দুই কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না
|
|
ভ্রাম্যমাণ আদালত পিছু হটতে থাকলে তারা ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন
|
|
সম্প্রতি যে কয়টি পণ্যের দাম কিছু কমেছে তা হচ্ছে আলু শুকনা মরিচ ডিম ইত্যাদি
|
|
এমনকি তাঁর বিরুদ্ধে ঝুলে থাকা মামলাগুলো এখন অনেকটাই মীমাংসার পথে
|
|
হাসিনাখালেদাকে মুক্তি বা প্যারোলে মুক্তি দিয়ে আলোচনার টেবিলে আনবে কি সরকার
|
|
শরীফ আকন্দ আর নজীবউল্লাহ এক সাথে চমকে উঠল নজীবউল্লাহ হতচকিত ভাবটা কাটিয়ে উঠে বলল তোমরা কীভাবে দরজা বন্ধ করলে
|
|
জব্বার মিয়া আস্তে আস্তে বলল তবে আপনারা যদি তখন না আসতেন তাহলে কেউ আমাকে বাঁচাতে পারত না
|
|
পরে বিমানসচিব বিষয়টি নিয়ে জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং বকেয়া টাকা পরিশোধের জন্য দুদিনের সময় চেয়ে নেন
|
|
আমার বয়স প্রায় দুই হাজার বৎসর হয়ে গেছে কিন্তু এখনো মনে হয় নিজেকে বুঝতে পারি না
|
|
তাদের কাজ করার দৃশ্যটি অদ্ভুতঅনেকটা পরাবাস্তব দৃশ্যের মতোমনে হয় কোনো পচে যাওয়া মাংসের টুকরোর মাঝে কিছু পোকা কিলবিল করছে
|
|
মনে হলো আমরা অনেকেই যে মূর্তিগুলোকে আমাদের অতীত ঐতিহ্য ও অমূল্য সম্পদ বলে ভাবছি দাবি করছি সেই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন এমন লোকের সংখ্যাও খুব কম নয়
|
|
র্যাব কর্মকর্তারা জানান তারা বাংলাভাই ও আবদুর রহমানকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন
|
|
রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মী কিংবা সাধারণ মানুষ নির্বিশেষে আমরা সকলেই নির্বাচন চাই
|
|
শরীফ আকন্দ আড়চোখে বারোজন বিকলাঙ্গ শিশুর দিকে তাকালতারা তাদের দুজনকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজেদের কাজ করে যাচ্ছেকী কুৎসিত একটি দৃশ্য
|
|
তিনি জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান
|
|
এই সময় খেতে ভালো লাগবে এমন তিন দেশের তিনটি রেসিপি থাকলো আপনাদের জন্য
|
|
জিপটি মেরামত না করা হলে রাতেই ঘটনার ব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়
|
|
দলকে সুসংগঠিত করার দিকেই মনোনিবেশ করার পরিকল্পনা নিয়েছেন এসব অবহেলিত নেতা
|
|
প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় টর্নেডো ও জলোচ্ছ্বাস প্রায় প্রতিবছরই বাংলাদেশে আঘাত হানে
|
|
আবার শ্রীলঙ্কা থেকে ফেরার পথে পারভেজ মোশাররফের বিমান পাকিস্তানে নামতে না দিয়ে নওয়াজ অপহরণ ও হত্যাচেষ্টা করেছিলেন বলে একটি মামলা রয়েছে আদালতে
|
|
বলেছে সাইক্লোনটা সোজা এদিকে আসছিল এখানকার এক পীর সাহেব ধমক দিয়ে পুবদিকে সরিয়ে নিয়েছেন
|
|
সত্যি বলতে প্যারিসে গিয়ে তসলিমা নাসরিনের আতিথ্য গ্রহণের বিষয়টি নিয়েও আমার মনে তখন কিছুটা সংকোচ ও কিছুটা ভয় কাজ করছিলো
|
|
কিন্তু উত্থাপিত অভিযোগ সত্য কি না তা জানা না গেলে কোনো মূল্যায়নই সম্ভব নয়
|
|
প্রসঙ্গত বিএনপির আটাত্তর টি সাংগঠনিক জেলার প্রায় চল্লিশ টিতে বিরোধ আছে
|
|
ঝোপঝাড়ে ঢেকে আছে জানালা খোলা দরজা ভাঙা এবং রঙ উঠে বিবর্ণ হয়ে আছে
|
|
সাতক্ষীরা জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধের কারণে
|
|
সে ক্ষেত্রে আশীর্বাদ নিয়ে অনুগামীদের একটা বড় অংশ এসব দলের মাধ্যমে সংসদে প্রবেশ করবেন
|
|
দর্শকশ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন পৃথিবীর অনেক দেশের অনেক শহরেই অনুষ্ঠান করেছি
|
|
মূল যে কাজের জন্য তারা এলেন সে কাজটি না করে অন্য কাজের জন্য এভাবে উঠেপড়ে লাগার তো কোনো প্রয়োজন ছিল বলে মনে করি না
|
|
মানুষ মনে করছে যে অনির্বাচিত সরকার যতই দক্ষ হোক না কেন আর যাই করতে পারুক তারা কিন্তু মানুষের দুঃখদুর্দশা দূর করতে পারে না
|
|
শ্রাবণী নিয়াজ আর জয়ন্তর কাছে ফিরে এসে বলল এই দ্বীপটা দেখেছিস কী সুন্দর
|
|
বাঙ্গি হচ্ছে এমন একটা খাবার যা যেকোনো রোগী নির্দ্বিধায় খেতে পারেন
|
|
গ্রামাঞ্চলের এই লোকসঙ্গীতের সাথে বাদ্যযন্ত্র হিসাবে মূলত একতারা দোতারা ঢোল বাঁশি ইত্যাদি ব্যবহার করা হয়
|
|
পরবর্তীতে এই অঞ্চলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয় এবং স্থানীয় ও বিদেশী শাসকদের দ্বারা শাসিত হতে থাকে
|
|
আজকের কনফারেন্সে সে যে পেপারটি উপস্হাপন করেছে আপাতদৃষ্টিতে মনে হবে সেটি অত্যন্ত সাদামাটা একটি টেকনিক্যাল পেপার কোষবিভাজনের সময় মানবক্রমোজমের টেলোমিয়ারকে অক্ষত রাখার প্রক্রিয়া
|
|
জানা গেছে পাওনা আদায়ের জন্য বেঁধে দেওয়া বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত হলে বিপিসি রাত বার টা থেকে তেল সরবরাহ বন্ধ করে দেয়
|
|
এর আগে দুই হাজার এক সালে মার্কিন নাগরিক ডেনিস টিটো এবং দুই হাজার দুই সালে দক্ষিণ আফ্রিকার মার্ক শাটেলওয়ার্থ মহাকাশে ছুটি কাটাতে যান
|
|
দুই রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবেন
|
|
নিয়াজ প্রায় বেপরোয়া হয়ে বলল চল মশাল জ্বালিয়ে বের হয়ে যাই
|
|
দেখা গেছে দুই গ্রামে সবমিলে এক শো পঞ্চাশ টির বেশি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়নি
|
|
এর ঠিক পরেই শশাঙ্ক নামের একজন স্থানীয় রাজা স্বল্প সময়ের জন্য এ এলাকার ক্ষমতা দখল করতে সক্ষম হন
|
|
ক্যাটরিনাপরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতার উপর্যুপরি সমালোচনার মুখে কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এফইএমএ প্রধান মাইকেল ডি ব্রাউনকে অপসারণ করা হয়েছে
|
|
দেশকে বদলে দেয়ার জন্য নতুন স্বপ্নে দেশ গড়ার জন্যই এসব সংস্কার
|
|
এ মৌসুমের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে এগার টি ম্যাচ পরিচালনা করেছেন কারভালহো
|
|
তপু এমনভাবে মাথা নীচু করল যে দেখে শিরীনের মনে হল সে একটাকিছু লুকানোর চেষ্টা করছে
|
|
পাওয়ার প্লেগুলোতে চেন্নাই দল প্রথম বার ম্যাচে মাত্র ষোল টি উইকেট নিয়েছে এবং মধ্যবর্তী ওভারগুলোতেও তাদের সংগৃহীত উইকেট সংখ্যা ষোল টি
|
|
তিনি সতর্ক করে দিয়ে বলেন জনগণের মধ্যে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তারা কখনোই ক্ষমা পাবে না
|
|
আবার মূল্যস্ফীতির সার্বিক চাপে কৃষকের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে অনেক
|
|
আর মূল দলের প্রতিটি জেলা থানায় কেন্দ্রীয় নেতারা যাবেন সাংগঠনিক তত্পরতা চালাবেন
|
|
এর পরই কর্মস্থলে ফিরে গিয়ে একটি জঙ্গি বিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন
|
|
সর্বশেষ দুই হাজার সাত সালের শুরুতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি আরমান আলী আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে অভিকে দায়ী করে তিন শো ছয় ধারায় চার্জশিট প্রস্তুত করেন
|
|
ওরা অবাক হয়ে দেখল সত্যি সত্যি কী একটা প্রাণী দুদ্দাড় করে পেছনে ছুটে গিয়ে নিরাপদ দূরত্ব থেকে তাদের দিকে তাকিয়ে রইল
|
|
কমবয়সী মেয়েটি কিছুএকটা বলতে চাইছিল কিন্তু প্রবীন সাংবাদিকটি তাকে বাধা দিয়ে বলল এটি একটি নতুন পৃথিবী এখানে অপরাধীরা মৃত্যুবরণ করেও পালিয়ে যেতে পারবে না
|
|
তাই সিএনএন বিবিসিতে বিশেষজ্ঞদের কথায় ওদের দেশে চিঁড়া ভিজলেও আমাদের টকশোর কথায় কেউ পাত্তা দেয় না
|
|
কাজেই যেসব মানুষ পরে প্রতিবন্ধী হন তাদের জন্যে ঐ প্রতিবন্ধীত্ব জীবনধারণের ক্ষেত্রে যেসব বাধার সৃষ্টি করেছে তা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার শেখাটা খুবই জরুরি হয়ে পড়ে
|
|
উনারা দিনরাত অপরাধীর পেছনে ছোটেন তাদের চোখে ঠিকই ধরা পড়ে কে অপরাধী
|
|
আমাকে যিনি তেজগাঁ নিয়ে যাচ্ছিলেন উনি সান্তনা দিয়ে বললেন যে তার ধারণা আমি পরিস্থিতির শিকার
|
|
খুচরা বাজারে সেই পেঁপে আট থেকে দশ টাকা ঝিঙ্গা ঊনিশ থেকে বিশ টাকা দরে বিক্রি হয়েছে
|
|
তবুও সরেজমিনে এই গানগুলো ব্যক্তিগত পর্যায়ে চর্চা করে এসেছি বলে সঠিক শৈলীতে উপস্থাপন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি
|
|
যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির
|
|
বাংলাদেশের স্থল সীমান্তরেখার দৈর্ঘ্য চার হাজার দুই শো ছেচল্লিশ কিলোমিটার যার চুরানব্বই শতাংশ চুরানব্বই শতাংশ ভারতের সাথে এবং বাকী ছয় শতাংশ মিয়ানমারের সাথে
|
|
এ সময় ডাকাতদের কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি জার্মানির তৈরি একটি রিভলবার দুই রাউন্ড গুলিভর্তি পয়েন্ট বত্রিশ বোরের একটি রিভলবার দুটি বোমা ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়
|
|
আমাদের দেশে গণতন্ত্রকে পরিমার্জিত পরিশীলিত হওয়ার যথাযথ সময়টাই দেয়া হয়নি
|
|
মজিদকে স্টেশনে পাঠানো হয়েছিল দূর থেকে দেখার জন্যে শুভ্র ঠিকমত ট্রেনে উঠতে পারলো কি না
|
|
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আলিয়ঁস ফ্রাঁসেজের সংস্কৃতি বিষয়ক ডেপুটি ডিরেক্টর জ্যাক বুনা
|
|
প্রাথমিক উত্তেজনাটুকু কেটে যাবার পর শ্রাবণী কাঁদোগলায় বলল দেখলি
|
|
এর ফলে ঢাকা শহরে বিদেশী বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি শিল্পের দ্রুত উন্নয়ন ঘটেছে
|
|
যেসব দেশ জাহাজ নির্মাণ শিল্পে এগিয়েছে তারাই ধনী দেশে পরিণত হয়েছে
|
|
কিন্তু আয়তনের হিসেবে বাংলাদেশ বিশ্বে তিরানব্বই তম ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি
|
|
অথচ আইপিএলে পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে রয়েছে শেন ওয়ার্নের সেই রাজস্থান রয়েলস্ দলটি
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.