Unnamed: 0
int64 0
999
| input_text
stringlengths 11
315
| target_text
stringlengths 16
277
| prefix
stringclasses 1
value |
|---|---|---|---|
0
|
কিছুদিন আগে প্যারিস থেকে ঘুরে এসেছি।
|
কয়েকদিন আগে আমি প্যারিসে ছিলাম।
|
paraphrase
|
1
|
ভাড়া করে ফেললেন কার্নেগি হলের মতো অত্যন্ত অভিজাত অডিটোরিয়াম, যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসে পারফর্মেন্স দেখতে পারে।
|
তিনি কার্নেগী হলের মতো একটি অভিজাত মিলনায়তন ভাড়া করেছিলেন, যেখানে হাজার হাজার লোক বসতে এবং অনুষ্ঠান দেখতে পারত।
|
paraphrase
|
2
|
সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ পড়লো ঘোর সমুদ্রে।
|
জাহাজটি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ডুবে যায়।
|
paraphrase
|
3
|
সান্ত্বনার জন্য তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ওয়ারফেইজ থেকে সাময়িক বিরতি নেন।
|
সান্ত্বনা পাওয়ার জন্য তিনি আধ্যাত্মিকতার ওপর নির্ভর করেছিলেন এবং যুদ্ধ থেকে বিরতি নিয়েছিলেন।
|
paraphrase
|
4
|
এভাবেই পরিসমাপ্তি ঘটে বিদ্রোহী এক নারীর ঘটনাবহুল জীবনের।
|
এভাবে একজন বিদ্রোহী নারীর ঘটনাবহুল জীবন শেষ হয়ে গিয়েছিল।
|
paraphrase
|
5
|
যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে নামার পরেও কি অপারেশন বারবারোসার জয় প্রভাব রাখতো?
|
মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার পরও কি অপারেশন বার্বারোসার বিজয় প্রভাব বিস্তার করতে পারত?
|
paraphrase
|
6
|
ইংলিশ ক্রিকেটের সমস্ত প্রস্তুতিও হয়তো সেদিন ঐ দু'জন ঘিরে ছিল।
|
ঐ দিন ইংরেজ ক্রিকেটের সকল প্রস্তুতি ওই দু'জন ঘিরে থাকতে পারে।
|
paraphrase
|
7
|
তবে সেসব কঠিন সময় ফেলে ওয়েস্ট এখন অন্যতম ধনী র্যাপার।
|
কিন্তু সেই কঠিন সময়ের পর ওয়েস্ট এখন বিশ্বের অন্যতম ধনী র্যাপার।
|
paraphrase
|
8
|
সকাল নয়টার সময় প্রকাশ্য ময়দানে জনসমক্ষে তার ফাঁসি কার্যকর করা হয়।
|
সকাল নয়টায় জনসাধারণের সামনে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
|
paraphrase
|
9
|
নিজের জীবনসঙ্গী বেছে নেবার ব্যাপারে এই ধরনের ভালোবাসা এবং সাহসিকতার খোঁজই করেছিলেন তিনি।
|
তিনি তার নিজের বিবাহসাথি বাছাই করার জন্য এই ধরনের প্রেম ও সাহস খুঁজেছিলেন।
|
paraphrase
|
10
|
মজার ব্যাপার হচ্ছে স্বাগতিক হওয়া সত্ত্বেও সেবার ইতালিকে বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হয়েছিলো!
|
আগ্রহের বিষয় হল, আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ইতালিকে বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে হয়েছিল!
|
paraphrase
|
11
|
যাত্রী ধারণক্ষমতা কমিয়ে নিয়ে আসা হয় দুইয়ে।
|
যাত্রী ধারণ ক্ষমতা হ্রাস করে দুই করা হয়।
|
paraphrase
|
12
|
সেক্ষেত্রে দেখতে হবে যে কার কোন খাবারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
|
সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে, কিছু খাবার নিয়ে কার সমস্যা রয়েছে।
|
paraphrase
|
13
|
এই আসনগুলোতে বিএনপির যে কোন প্রার্থী আছে, সেটাই বোঝার কোন উপায় নাই।
|
এ আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী আছে কি না, তা বোঝার কোনো উপায় নেই।
|
paraphrase
|
14
|
এদের ছবিগুলো আঁকতে গিয়ে বাস্তববাদী রেখার ঢঙ ভেঙে তিনি নতুন রেখাভঙ্গি বেছে নিলেন।
|
তাদের ছবি আঁকার সময় তিনি বাস্তবসম্মত রেখার ধরন পরিবর্তন করে একটি নতুন রেখা বেছে নেন।
|
paraphrase
|
15
|
একঘেয়েমি জীবন, মানসিক দুশ্চিন্তা, কর্মক্ষেত্রের চাপ ইত্যাদি নানা কারনে মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
|
জীবনধারণ, মানসিক উদ্বেগ, কাজের চাপ ইত্যাদি মানুষকে হতাশাগ্রস্ত করে তোলে।
|
paraphrase
|
16
|
পরবর্তীতে ইগুয়াইন ও কার্লোস তেভেজের দ্বিতীয় গোলে এক ঘণ্টার মধ্যেই তিন গোলের লিড পেয়ে যায় আর্জেন্টিনা।
|
ইগুয়াইন এবং কার্লোস তেভেজের করা গোলে আর্জেন্টিনা ৩ গোলের ব্যবধানে জয় লাভ করে।
|
paraphrase
|
17
|
এতে মিয়ানমারে জাতিসংঘ দফতরের কাজের কঠোর সমালোচনা আছে।
|
মিয়ানমারে জাতিসংঘের ডিপার্টমেন্টের কাজ নিয়ে এর কঠোর সমালোচনা রয়েছে।
|
paraphrase
|
18
|
যা-ই হোক, নিজের হিন্দু প্রজাদের সন্তুষ্টির জন্য আকবর দ্বীন-ই-ইলাহির প্রচলন করলেন, যেন সাম্রাজ্য থেকে মুসলিম প্রভাব কিছুটা হলেও খর্ব হয়।
|
কিন্তু হিন্দু প্রজাদের সন্তুষ্ট করার জন্য আকবর দিন-ই-ইলাহী প্রবর্তন করেন, যেন সাম্রাজ্যের মুসলিম প্রভাব কোনো না কোনোভাবে হ্রাস পায়।
|
paraphrase
|
19
|
সবচেয়ে বড় কথা, এই দীর্ঘসময়ে দারুণ ধারাবাহিক ছিলেন তিনি।
|
আসলে, এই দীর্ঘ সময় ধরে তিনি এক উত্তম ধারাবাহিক ছিলেন।
|
paraphrase
|
20
|
মাহমুদা রহমান তার একটি তিক্ত অভিজ্ঞতা জানালেন।
|
মাহমুদা রহমান তাঁর সাথে তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেন।
|
paraphrase
|
21
|
যদিও এসব ধাঁধাঁ আদৌ কালিদাস পণ্ডিতের কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ আছে, তবে এতটুকু অস্বীকার করার উপায় নেই যে, তিনি প্রতিভাধর ছিলেন বিধায়ই তার নামে এসব ধাঁধাঁ প্রচলিত হয়ে আসছে।
|
এসব ধাঁধা আদৌ কালিদাস পন্ডিতের কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও তাঁর নামে প্রচলিত ধাঁধার কথা অস্বীকার করার উপায় নেই, কারণ তিনি ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তি।
|
paraphrase
|
22
|
তাই বিয়ের পর তিনি পরিবার পরিকল্পনাকে আমলে না নিয়ে একে একে ৭ ছেলে ও ৫ মেয়ের জন্ম দেন।
|
তাই বিয়ের পর পরিবারের পরিকল্পনা বিবেচনা করার পরিবর্তে তিনি সাত ছেলে ও পাঁচ মেয়ের জন্ম দিয়েছিলেন।
|
paraphrase
|
23
|
দর্শক কখনো তার সাথে একমত হবেন।
|
শ্রোতারা কখনো তার সঙ্গে একমত হবে না।
|
paraphrase
|
24
|
তারপর আগের ভুক্তভোগীদের মতো তাকে র্যাঞ্চেই পুঁতে ফেলা হয়।
|
তারপর, আগের শিকারদের মতো তাকেও খামারের মধ্যে কবর দেওয়া হয়েছিল।
|
paraphrase
|
25
|
প্রয়োজন অনুসারে তারা তাপমাত্রার নিয়ন্ত্রণও করে।
|
প্রয়োজন অনুযায়ী তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে।
|
paraphrase
|
26
|
তিনি দেখতে চেয়েছিলেন একেবারে স্বাভাবিক অবস্থায় কোনো হাইড্রা মারা যায় কিনা।
|
তিনি দেখতে চেয়েছিলেন যে, কোনো হায়ডা স্বাভাবিক অবস্থায় মারা গিয়েছে কি না।
|
paraphrase
|
27
|
তিনি চার্নককে দেরি না করে কাশিমবাজার কুঠিতে তার লোকজন নিয়ে যত শীঘ্র সম্ভব হাজিরা দিতে বলেন।
|
তিনি চার্নককে বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব তাঁর লোকদের কাশিমবাজার কারখানায় নিয়ে আসতে বলেন।
|
paraphrase
|
28
|
কারণ দোষ প্রমাণিত হলে তার ছয় মাসের জেল হবে।
|
যদি তাকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।
|
paraphrase
|
29
|
প্রায় ৫০,০০০ মানুষের বসবাসের পূর্ব রাজাবাজার এলাকাকে দুই সপ্তাহ আগে যখন লকডাউন করা হয়, তখন সেখানে শনাক্ত হওয়া কভিড-১৯ রোগী ছিল ২৯ জন।
|
দুই সপ্তাহ আগে লকডাউনের সময় প্রায় ৫০,০০০ লোকের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করার সময় কোভিড-১৯ হিসাবে চিহ্নিত ২৯ জন রোগী ছিলেন।
|
paraphrase
|
30
|
জিতলো মিলানই, কিন্তু বড় কথা সেটা ছিল না।
|
মিলান জিতল, কিন্তু সেটা আসল কথা ছিল না।
|
paraphrase
|
31
|
এরা ছিলো সম্পূর্ণ একটি কাল্পনিক বাহিনী!
|
তারা ছিল একটা পুরো কাল্পনিক শক্তি!
|
paraphrase
|
32
|
তার কলোনিতে প্রচুর সংক্রমণ ধরা পরেছে।
|
তার উপনিবেশে অনেক সংক্রমণের খবর পাওয়া গেছে।
|
paraphrase
|
33
|
তাদের নিয়ে বিলাপ করার সময়ও আমার হাতে নেই, তবে যে গুলি খেতে হবে!
|
এমনকি তাদের জন্য আমার কাঁদার সময়ও নেই, কিন্তু আমাকে গুলি করতে হবে!
|
paraphrase
|
34
|
কেন এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না?
|
এই ভবনগুলো কেন তোলা হচ্ছে না?
|
paraphrase
|
35
|
ধারণা করা হচ্ছে, বোতলটি জার্মানির একটি জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিলো ভারত মহাসাগরে।
|
বোতলটি একটি জার্মান জাহাজ থেকে ভারত মহাসাগরে নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হয়।
|
paraphrase
|
36
|
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বর্ণিল ব্যক্তিত্বের একজনকে নিয়েই আলোচনা করা যাক।
|
চলুন ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় ব্যক্তিত্বের কথা বলি।
|
paraphrase
|
37
|
আর যেন পৃথিবীর বুকে নতুন করে স্রেব্রেনিৎসার অভিশাপ ফিরে না আসে, সেদিকে লক্ষ্য রেখে বিশ্বনেতাদের একসাথে কাজ করতে হবে।
|
আর স্রেব্রেনিৎসার অভিশাপ যেন পৃথিবীতে না ফিরে আসে, সেইজন্য জগতের নেতাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।
|
paraphrase
|
38
|
এই দৃশ্যে গাঙ্গা তার আগের বসের সাথে দেখা করতে যায় বসের বাংলো ধাঁচের বাড়িতে।
|
এ দৃশ্যে গঙ্গা তাঁর পূর্ববর্তী বসের সঙ্গে বাংলো শৈলীতে দেখা করতে যান।
|
paraphrase
|
39
|
অনেক বাচ্চাই আবার হাত-পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করে দেয় পুতুল কেনার বায়নায়।
|
অনেক শিশু আবার তাদের হাত-পা ছুঁড়ে ফেলে পুতুল কেনার চিন্তায় কাঁদতে শুরু করে।
|
paraphrase
|
40
|
ফলে প্রাসাদ ষড়যন্ত্রে ১৫২৮ সালের ৩০ জানুয়ারি তাকে জীবন দিতে হলো।
|
ফলে ১৫২৮ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি তাঁকে প্রাসাদ ষড়যন্ত্রে প্রাণ দিতে হয়।
|
paraphrase
|
41
|
যখনই সুযোগ পেতেন, বেরিয়ে পড়তেন তার সাইকেল নিয়ে।
|
যখনই সুযোগ পেত, সে বাইক নিয়ে বের হতো।
|
paraphrase
|
42
|
কিছু কিছু ওষুধ, যেমন টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি, দীর্ঘকাল ধরে এ্যানাবোলিক স্টেরয়েড ব্যবহার, কেমোথেরাপির মত ক্যান্সারের ওষুধ, কিছু কিছু এ্যান্টিবায়োটিক বা বিষণ্ণতা কাটানোর ওষুধও শুক্রাণুর মান ও সংখ্যা কমিয়ে দিতে পারে।
|
কিছু ওষুধ, যেমন টেস্টোস্টেরন প্রতিস্থাপন থেরাপি, অ্যানাবলিক স্টেরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহার, কেমোথেরাপি, কিছু অ্যান্টিবায়োটিক, বা এন্টিডিপ্রেসেন্টের মতো ক্যান্সার ঔষধও শুক্রাণুর মান এবং সংখ্যা কমাতে পারে।
|
paraphrase
|
43
|
ওয়াল স্ট্রির্ট জার্নাল জানিয়েছে, নিরাপত্তা রক্ষীরা মুখোশ ও কালো পোশাক পড়ে রাজপরিবারের এই সদস্যদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।
|
ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, মুখোশ ও কালো পোশাক পরিহিত নিরাপত্তা বাহিনী রাজ পরিবারের সদস্যদের ঘরগুলোতে তল্লাশি চালিয়েছে।
|
paraphrase
|
44
|
"অন্য দেশের ওপর অতি নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের উচিত হবে অর্থনৈতিক নীতিমালা শক্তিশালী করা, দেশের অভ্যন্তরে সমর্থনের যে ঘাঁটি রয়েছে সেটা গড়ে তোলা।
|
"অন্যান্য দেশের ওপর নির্ভরতা কমাতে হলে বাংলাদেশের উচিত অর্থনৈতিক নীতি জোরদার করা, দেশের মধ্যে সমর্থনের ভিত্তি গড়ে তোলা।
|
paraphrase
|
45
|
বাড়িগুলো সেখান থেকে গাড়িতে তুলে আনার সময়ে কাঠামো ভেঙে ফেলা হয়েছিল।
|
যখন গাড়িতে ঘরগুলো তুলে নেওয়া হয়েছিল, তখন কাঠামোটা ভেঙে গিয়েছিল।
|
paraphrase
|
46
|
সে কাজ হয়ে গেছে, এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় আমেরিকার আর কোন কাজ নেই।
|
এটা শেষ, আর উত্তর-পশ্চিম সিরিয়ায় কোন আমেরিকান কাজ নেই।
|
paraphrase
|
47
|
তিনি বহুদিন থেকেই খ্রিস্টধর্ম সম্পর্কে দারুণ আগ্রহী ছিলেন।
|
তিনি দীর্ঘদিন ধরে খ্রিস্ট ধর্মের প্রতি আগ্রহী ছিলেন।
|
paraphrase
|
48
|
ক্যারিয়ার এবং জীবন যখন ডানা মেলতে শুরু করেছে, ঠিক তখনই এইডসের মহামারীতে ছেয়ে যায় তার চারপাশ।
|
ঠিক যেমন কেরিয়ার ও জীবন জয়ী হতে শুরু করেছিল, ঠিক তেমনই এইডসের মহামারী তাকে গ্রাস করেছিল।
|
paraphrase
|
49
|
ফলাফলে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান সবার নিচে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় অবস্থানে।
|
ফলাফলে শীর্ষের নিচে রাষ্ট্রপতি ট্রাম্পের অবস্থান এবং দ্বিতীয় অবস্থানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে দেখা যায়।
|
paraphrase
|
50
|
পরে নিজের টাকা খরচ করে আমি দেশে চলে আসি।
|
পরে, আমি আমার টাকা নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম।
|
paraphrase
|
51
|
তিনি বলেছিলেন যে, বিভিন্ন সময় পরীক্ষার ফলে আসে যে তিনি সংক্রমিত নন।
|
তিনি বলেছিলেন যে, মাঝে মাঝে পরীক্ষাগুলোর ফলে তার শরীরে কোনো সংক্রমণ হয়নি।
|
paraphrase
|
52
|
বিপরীতে ২৪টি চার মেরেছিলেন তিনি।
|
অন্যদিকে, তিনি ২৪ জনকে হত্যা করেছিলেন।
|
paraphrase
|
53
|
যার ফলে যুক্তরাষ্ট্রের সিংহভাগ অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি বন্ধ হয়ে যায়।
|
ফলস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অস্ত্র উত্পাদনকারী সংস্থা বন্ধ হয়ে যায়।
|
paraphrase
|
54
|
ডেভিড অ্যাটেনবরো ১৯৭৯ সালে অভূতপূর্ব ক্যামেরা কৌশল আর অভিনব ছবির মাধ্যমে প্রাণীজগতের অকৃত্রিম বিবরণ সমৃদ্ধ প্রামাণ্যচিত্র 'লাইফ অন আর্থ' নির্মাণ করেন।
|
ডেভিড অ্যাটেনবরো ১৯৭৯ সালে একটি নজিরবিহীন ক্যামেরা কৌশল এবং প্রাণী রাজ্যগুলির একটি অনন্য চিত্রসহ 'পৃথিবীতে জীবন' প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন।
|
paraphrase
|
55
|
তারপর অভিশাপ থেকে মুক্তি লাভ করে অস্ট্রেলিয়া দল।
|
এরপর অস্ট্রেলিয়া দল অভিশাপ থেকে মুক্ত হয়।
|
paraphrase
|
56
|
যেমন- দুশ্চিন্তা, অনিদ্রা, অবসাদ ও মেজাজের তারতম্য দেখা দেয়া।
|
উদাহরণস্বরূপ, চিন্তা, অনিদ্রা, বিষণ্ণতা এবং মেজাজের সমস্যা।
|
paraphrase
|
57
|
নিরাপত্তা পরিষদে মতদ্বৈধতা স্বত্বেও, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পক্ষ থেকে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন-ধর্ষণের জন্য অভিযুক্তদের তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
|
নিরাপত্তা পরিষদের সাথে মতানৈক্য সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের তদন্ত করার চেষ্টা করা হয়েছে।
|
paraphrase
|
58
|
সবশেষে যখন প্রকৃত অংশগ্রহণকারীকে একই প্রশ্ন করা হল তখন দেখা গেল সেই একজন বাকি সবার উত্তরে বিভ্রান্ত হয়ে গেল।
|
পরিশেষে, যখন আসল অংশগ্রহণকারীকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তখন দেখা যায় যে অন্য একজন বিভ্রান্ত।
|
paraphrase
|
59
|
পরে, দেশে ফিরে তারা নিজেরাই রকেট গবেষণায় মেতে ওঠে।
|
পরে, তারা যখন বাড়ি ফিরে এসেছিল, তখন তারা নিজেদের রকেট গবেষণা চালিয়েছিল।
|
paraphrase
|
60
|
বড় বড় ম্যাচে পারফর্ম করার এক অসাধারণ ক্ষমতা ছিল ক্যাসিয়াসের।
|
বড় বড় খেলাগুলোতে ক্যাসিয়াসের অসাধারণ দক্ষতা ছিল।
|
paraphrase
|
61
|
ভারত এই চুক্তিতে বোফর্স কোম্পানির থেকে ৪১০টি হাউইৎজার কামান ক্রয় করে।
|
চুক্তিতে ভারত বোফরস কোম্পানির কাছ থেকে ৪১০টি হোয়েটজার বন্দুক ক্রয় করে।
|
paraphrase
|
62
|
হ্যাঁ, ঠিক পড়েছেন।
|
হ্যাঁ, তুমি ঠিক বলেছ।
|
paraphrase
|
63
|
কিন্তু শত্রুপক্ষের টর্পেডোর আঘাতে মাঝ দরিয়ায় ডুবে যায় তাদের জাহাজটি।
|
কিন্তু শত্রুপক্ষের টর্পেডো আক্রমণের ফলে তাদের জাহাজটি নদীর মাঝখানে ডুবে যায়।
|
paraphrase
|
64
|
মনে হতে পারে, ব্ল্যাক মিররের অন্য সব এপিসোড বাস্তবে রূপান্তরিত হলেও এই এপিসোডটি কখনোই বাস্তবায়িত হবে না।
|
মনে হতে পারে যে, ব্ল্যাক মিররের অন্যান্য পর্বগুলো বাস্তবে পরিণত হয়েছে, কিন্তু এই পর্বটি কখনোই বাস্তব হবে না।
|
paraphrase
|
65
|
সংসার চালানোর জন্য তিনি একটি প্রতিষ্ঠানে টাইপ-রাইটার হিসেবে যোগদান করেন।
|
পরিবার পরিচালনার জন্য একটি প্রতিষ্ঠানে তিনি টাইপরাইটার হিসেবে যোগ দেন।
|
paraphrase
|
66
|
এতে থাকা অণুজীবগুলোকেই মূলত তিনি দায়ী করেন।
|
তিনি মূলত এর মধ্যে যে-অণুজীবগুলো রয়েছে, সেগুলোকে দোষ দেন।
|
paraphrase
|
67
|
মেলবোর্নে সেই সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেছিলেন ডেক্সটার।
|
মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম টেস্টের উভয় ইনিংসেই ডেক্সটার চমৎকার ব্যাটিং করেন।
|
paraphrase
|
68
|
তবে, ইউরোপীয়দের আগমনের আগেই আমেরিকার আদিবাসীদের মধ্যে পেঁয়াজের ব্যবহার চালু ছিল।
|
কিন্তু, ইউরোপীয়দের আসার আগে থেকেই আমেরিকার আদিবাসীদের মধ্যে পিঁয়াজের ব্যবহার ছিল।
|
paraphrase
|
69
|
এ সময়কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, ভারতের মিসাইলম্যান খ্যাত প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম মিসাইল নিয়ে তার কার্যক্রম শুরু করেন।
|
সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।
|
paraphrase
|
70
|
প্রথমে পিকাড লুপিয়ানের মেয়েকে প্ররোচিত করলেন এক লম্পটকে বিয়ে করতে।
|
প্রথমে, পিকাদ লুপিয়ের মেয়েকে একজন পলাতককে বিয়ে করার জন্য প্ররোচিত করেছিলেন।
|
paraphrase
|
71
|
তবে জীবদ্দশায় নিজের কাজের যোগ্য স্বীকৃতি তিনি পাননি।
|
তবে তাঁর জীবদ্দশায় তিনি তাঁর কাজের স্বীকৃতি পাননি।
|
paraphrase
|
72
|
যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিল পাশ করে।
|
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রায় সর্বসম্মতিক্রমে রাশিয়ার উপর নতুন অবরোধ আরোপের একটি বিল পাস করে।
|
paraphrase
|
73
|
কেন একেকটি যুগের নামকরণ?
|
প্রতিটা যুগের নাম কেন?
|
paraphrase
|
74
|
এবারও প্রায় নীরব থেকে খেলোয়াড় কিনেছে দলটি।
|
এ সময় দলটি প্রায় নীরবে খেলোয়াড়দের ক্রয় করে।
|
paraphrase
|
75
|
খোঁজ খবর রাখতেন বিজ্ঞানের অগ্রগতি নিয়ে।
|
বিজ্ঞানের অগ্রগতির দিকে তিনি নজর রেখেছিলেন।
|
paraphrase
|
76
|
ব্রিটিশ সরকারের সে ঘোষণার মাধ্যমে ভারতবর্ষ অখণ্ড রাখার সব আশা শেষ হয়ে গেল।
|
ব্রিটিশ সরকারের ঘোষণার সঙ্গে সঙ্গে ভারতের ঐক্যের সকল আশা শেষ হয়ে যায়।
|
paraphrase
|
77
|
নন্তু-নপান্তু সাহায্য প্রার্থনা করলেন পরম দেবতা তাতারা-রাবুগার কাছে।
|
নান্তু-নপন্তু মহান দেবতা তারা-রাবুগার কাছে সাহায্য চেয়েছিলেন।
|
paraphrase
|
78
|
পরের বছরেই জ্যাকুলিন বোভিয়ারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কেনেডি।
|
পরের বছর কেনেডি জ্যাকুলিন বোভিয়েরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
|
paraphrase
|
79
|
এই অবস্থা কী করে?
|
এই পরিস্থিতি কীভাবে হয়?
|
paraphrase
|
80
|
অথচ, ২০১৫ সালের পর বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল একবারও পার করতে পারেনি।
|
তবে, ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লীগের সেমি-ফাইনালের খেলা একবারও সম্পন্ন হয়নি।
|
paraphrase
|
81
|
সিএএফ সভাপতি আহমাদ চারজন নারী সহকর্মীকে হয়রানি করেছেন বলেও নথিতে অভিযোগ করা হয়।
|
এই নথি আরো অভিযোগ করেছে যে সিএএফ-এর সভাপতি আহমেদ, চারজন মহিলা সহকর্মীকে হয়রানি করেছে।
|
paraphrase
|
82
|
হিন্দিতে ওই ব্যক্তি জানতে চাইলেন।
|
হিন্দিতে, লোকটি জিজ্ঞাসা করল।
|
paraphrase
|
83
|
১৮৯২ সালে ১৬ বছর বয়সে তার জীবনে সাহিত্যচর্চার শুরু হয়।
|
১৮৯২ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি তাঁর সাহিত্য জীবন শুরু করেন।
|
paraphrase
|
84
|
এরপর ২৩শে মার্চ কলম্বিয়ার কর্তৃপক্ষ একটা লরিভর্তি সামরিক সরঞ্জাম আটক করলো।
|
২৩শে মার্চ কলম্বিয়ান কর্তৃপক্ষ প্রচুর সামরিক সরঞ্জাম জব্দ করে।
|
paraphrase
|
85
|
প্লেনটির আনুমানিক মূল্য ২৭০ মিলিয়ন ডলার।
|
বিমানটির আনুমানিক খরচ ২৭০ মিলিয়ন মার্কিন ডলার।
|
paraphrase
|
86
|
এর মাধ্যমে 'টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি' সৃষ্টি হতে পারে।
|
এটি "প্রযুক্তিগত অদ্বৈত অবস্থান" তৈরি করতে পারে।
|
paraphrase
|
87
|
তিনি বর্ণনা করেছেন আটক কেন্দ্রের ভেতরে মেঝেতে মানুষকে কীভাবে ফেলে রাখা হয়েছে একজনের ওপর আরেকজনকে স্তুপাকার করে - তারা পড়ে আছেন রক্ত ও মূত্রের মধ্যে।
|
সে বর্ণনা করছে কি ভাবে বন্দীশালার ভেতরে লোকজনকে মেঝেতে ফেলে রাখা হয়, একে অন্যকে মাটিতে স্তুপ করে রাখা হয়- তারা রক্ত এবং মূত্রের মধ্যে শুয়ে আছে।
|
paraphrase
|
88
|
কিন্তু অবৈধ হোক আর না হোক, বসতি আছে ও বাড়ছে।
|
কিন্তু অবৈধ হোক বা না হোক, সেখানে একটা বসতি রয়েছে এবং সেখানে বাড়ছে।
|
paraphrase
|
89
|
ডেভিড ভ্যাটারকে হয়তো বাঁচাতে পারেনি চিকিৎসাবিজ্ঞান, কিন্তু ডেভিডকে দিয়েই শুরু হয়েছে এ রোগে জন্মানো শিশুদের চিকিৎসা।
|
চিকিৎসা বিজ্ঞান হয়ত ডেভিড ভ্যাটারকে রক্ষা করেনি, কিন্তু এই রোগ নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসা দায়ূদের মাধ্যমে শুরু হয়েছিল।
|
paraphrase
|
90
|
কিন্তু এত শক্তিশালী দলের সামনেও মানসিকভাবে হার মানলো না স্পেনের ক্লাবটি।
|
কিন্তু এই শক্তিশালী দলের সামনে স্পেনীয় ক্লাব হাল ছেড়ে দেয়নি।
|
paraphrase
|
91
|
প্রথমেই বলা ভালো, ব্ল্যাক বক্স নামে ডাকা হলেও এর আসল নাম হলো ফ্লাইট রেকর্ডার।
|
প্রথমত, এটা বলা ভালো যে, ব্ল্যাক বক্সকে ডাকা হয় কিন্তু এটার আসল নাম ফ্লাইট রেকর্ডার।
|
paraphrase
|
92
|
বাকিদের ধরা গেল না কেন?
|
বাকি সবাই ধরা পড়ল না কেন?
|
paraphrase
|
93
|
পানি ও প্লাবন বৃষ্টি আর জোয়ারের সময় পানির ছন্দময়তা প্রকাশিত হয়।
|
পানি ও বন্যা বৃষ্টি ও জোয়ারের সময় পানির ছন্দ প্রকাশ পায়।
|
paraphrase
|
94
|
হাই স্কুল শেষ করার পর ম্যাকেনজি ভর্তি হন প্রিন্সটন ইউনিভার্সিটিতে।
|
হাই স্কুল থেকে পাস করার পর ম্যাকেঞ্জি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
|
paraphrase
|
95
|
বর্ষা আর শীতে এখানের রূপ থাকে সম্পূর্ণ ভিন্ন।
|
বর্ষা ও শীত মৌসুমে এ জায়গার রূপ সম্পূর্ণ ভিন্ন হয়।
|
paraphrase
|
96
|
কিন্তু এর চাইতেও বাজে কিছু অপেক্ষা করছিল টাইবুর জন্য।
|
কিন্তু এর চেয়েও খারাপ কিছু টিবুর জন্য অপেক্ষা করছিল।
|
paraphrase
|
97
|
প্যারিসে আইফেল টাওয়ার খোলা রয়েছে তবে টিকিট বিক্রি হচ্ছে শুধু ব্যাংক কার্ড দিয়ে বা অনলাইনে।
|
আইফেল টাওয়ার প্যারিসে খোলা আছে, কিন্তু টিকেট শুধুমাত্র ব্যাংক কার্ড বা অনলাইন দ্বারা বিক্রি হচ্ছে।
|
paraphrase
|
98
|
এছাড়া টেক্সটাইল খাতেও তারা ব্যাপক পরিবর্তন আনেন।
|
তাছাড়া বস্ত্রখাতেও তারা বিরাট পরিবর্তন সাধন করে।
|
paraphrase
|
99
|
অপর প্রান্ত থেকে তাঁর ব্যাটিং দেখতে খুব ভালো লাগছিল।
|
অন্য দিক থেকে তাঁর ব্যাটিং খুব সুন্দর ছিল।
|
paraphrase
|
End of preview. Expand
in Data Studio
No dataset card yet
- Downloads last month
- 7