text
stringlengths
7
172
label
int64
0
2
একটা-না-একটা অজুহাত খাড়া।
0
'হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী'...'- ক্ষুদিরাম
1
আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে?
2
একে একে সবাইকে হারালাম
0
পুলিশ দেখেই হামলাকারীরা পৃষ্ঠপ্রদর্শন করলো
2
তোমার জন্য আকাশের চাঁদ পেড়ে আনবো
1
চাকরী যাওয়াতে তার অন্ন উঠেছে।
2
আনোখা লোকের সঙ্গে যেও না।
2
আজকের সুসংবাদ মন্ত্রীসাহেব টাকা তছরূপের দায়ে জেলে গেছেন
2
লগবগে চেহারা / লগবগে লাঠি
1
তোমাকে ঢিট করতে সময় লাগবে না
2
কানাচি মেরে কি শুনছো?
2
যান, খাতিরজমা থাকুন কিছুই হবে না।
1
ধাঁ করে কাজটা করে ফেলো
0
পুলিশের সঙ্গে গা চাটাচাটি করা ভালো নয়।
1
মেরে ছাতু করে দেবো।
0
জমিটা হস্তগত হয়েছে
0
পক্ষাঘাতে শয্যাশায়ী
0
হিন্দু বিয়ের আচারে এই জলের প্রয়োজন হয়।
0
নাক-কান মুলছি আর ভুল হবে না
0
আমার ভূতের ভয়-ডর নেই
2
বোলে চালে দিন গেল
0
মহুয়ার গন্ধে জঙ্গলটা ম ম করছে
1
ঘরজোড়া পালঙ্ক কিনেছে।
1
আক্রার বাজারে সবাই চোখে সরষে ফুল দেখছি।
2
রবি গুরু, মঙ্গলে ঊষা, আর সব ফাসাফুসা- খনা
2
মাঝে মাঝে ডুমুরফুল হয়ে যাও কেন?
0
কাঁচামিঠা আম
1
পুলিশ দেখে দুস্কৃতিরা চম্পট দিল।
2
আঁটুলবাঁটুল শ্যামলা শাঁটুল
0
দিন দিন কলেবর বৃদ্ধি পাচ্ছে।
0
তোমার ডুবে ডুবে জল খাওয়ার সবকথা আমরা জানি
2
পীরের সাথে মামদোবাজী
0
দেহে কাঠ ছাড়া আর আছে কী?
0
কর্ণ কুন্তীর কানীন পুত্র
0
ইত্যবসরে দুস্কৃতিটা পালিয়ে গেল।
0
এ কি রাম-শ্যামের কথা নাকি যে নাই বা শুনলে; এ রাজার আদেশ শুনতেই হবে
1
ওকে ঠিক বুঝে উঠতে পারিনা, ওর আঁত পাওয়া ভার
2
আমি কাউকে তোয়াক্কা করি না
1
এলোপাথাড়ি লাথিঘুসি চালাচ্ছে।
0
ঘর জ্বালানে পর ভুলানে
2
পাহাড় আমায় হাতছানি দেয়
1
দুইয়ে মিলে সড় করছে
2
তিনি আমার উপর বেজায় খাপ্পা।
2
পিরিতি কাঁঠালের আঠা।
0
এখানে চাকরি পাবে, খোয়াব দেখছো নাকি?
2
'বেটা বুদ্ধির ঢেঁকি'-রবীন্দ্রনাথ
2
ইঁদুর ধরতে বিড়ালটা গুড়ি মেরে বসে আছে।
0
ছোটখাটো গল্প/বাড়ী/ব্যবসা/সহর
0
লোকটা হাড়ে হাড়ে বদমাইশ
2
তার অপদার্থতার জন্য পুরো কাজটাই বরবাদ হয়ে গেল
2
সরেজমিনে তদন্ত
0
একপেশে সিদ্ধান্ত
2
কথায় কথায় ঝগড়া।
0
গতস্য শোচনা নাস্তি।
0
টনটনে কপাল
0
আলু নিয়ে কারসাজির সময় হাতেনাতে ধরা !
2
জলপানের নিমন্ত্রণ রইলো।
1
ইজ্জত রাখার জন্য জান কবুল।
1
চিন্তায় চিন্তায় মাথার ঘিলু শুকিয়ে গেল।
2
ফাঁকা ময়দানে গোল করা- প্রবাদ
0
ধুত্তোরি কি যে হচ্চে কিছু বুঝছি না
0
১৯২৪ সাল থেকে শুরু হয় মদনমোহন অন্নছত্র ট্রাস্টের বিনামূল্যে দুপুরে খাবার খাওয়ানোর কার্যক্রম ।
0
ছেলেটা চুলোয় গেছে।
2
খরচের বহর দেখে মনে হয় ঘরে টাকা গড়াগড়ি যাচ্ছে।
1
ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া
0
বিধবা বোন আমার ঘারে চেপেছে।
2
আমার করার কিছু নেই,আমি অবস্থার দাস
0
অপুর সংসার / শশীবাবুর সংসার
0
নির্জলা মিথ্যা
1
উদয়াস্ত পরিশ্রম করে উদরান্ন জোগাড় করি।
0
আমার হয়েছে জ্বালা কইতেও পারি না সইতেও পারি না।
2
বারোমেসে বেগুন
0
বাজারে মাছের টান পড়েছে
2
দুঃখের ঢোলসমুদ্রে ডুবে মরি
0
মফিজ হেসে কুটিকুটি হয়ে গেলো
1
দূর হোক নিরানন্দ এসো পান করি কারণসলিল
0
আমার সোনা, চাঁদের কণা তুলনা তার নাই
1
আমি কারও দাসাকনুদাস নই
1
ছড়ছড় করে বৃষ্টিপাত শুরু হল।
0
বিনা আয়াসে সিদ্ধি নাই।
1
ছেলেটা আমার কথায় গা দিল না।
1
রাতারাতি বাড়ীটা তুলে ফেললো
0
রাস্তার এমুড়ো-ওমুড়ো খুঁজে বেড়াচ্ছি।
0
সন্ধ্যা হবহব করছে
1
টেনে টেনে পথ চলা
0
কতো দিন পরে ওকে ঝোলভাত খাওয়ানো হবে
0
চিন্তায় চিন্তার সে একেবারে ম্রিয়মাণ।
1
বাজে মার্কা জিনিস গচাচ্ছো
2
তুমি এক অবতার
2
কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ,কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ
0
রুইকাতলার পেছনে কখনো লেগো না
1
গুরুজনদের কথা শুনবে।
1
ছেলের গর্বে বাপের বুক দশ হাত
1
মাসকাবারে মাইনে পাবে; আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবাড়
0
আকণ্ঠপানে ব্যাটা একেবারে আউট।
2
ছোটছেলেদের জামাকাপড়
0
তল্পিতল্পা নিয়ে সরে পড়েছে
0
উভয়ের মধ্যে তাল কেটেছে
0
আমাকে তোমার তাঁবেদার পাওনি
1