title
stringlengths 9
92
| content
stringlengths 65
4.06k
|
|---|---|
পরকীয়ার জেরে গৃহবধূ খুন, স্বামী পলাতক
|
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামে নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নাজমার স্বামী পলাতক রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ বছর আগে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামের সরোয়ারদী বেপারীর ছেলে সুজাত আলি বেপারীর সাথে একই এলাকা বেল্লাল কাজীর মেয়ে নাজমার সাথে বিয়ে হয়। সম্প্রতি সুজাত একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে
|
পরকীয়ার জেরে গৃহবধূ খুন, স্বামী পলাতক
|
এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ ঘটনার জের ধরেই বুধবার রাতে নাজমাকে হত্যা করা হয়েছে।নাজমার মা আকলিমা বেগম বলেন, আমার মেয়েকে খাবারের সাথে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
|
মধুখালীতে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
|
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত একটি টয়োটা এলিয়েন প্রাইভেট কার উদ্ধার করা হয়। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওয়ান শুটার গান ও তিনটি কার্তুজসহ গ্রেপ্তার ছিনতাইকারী হলেন মাগুরা জেলা সদরের বুজরুক নিখুন্দি এলাকার শরীফুল ইসলামের ছেলে আলী আশরাফ নান্নু (২৮)
|
মধুখালীতে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
|
তার নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় গাড়ি ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।মধুখালী থানার ওসি রুহুল আমীন জানান, গত বুধবার বিকেলে রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে ফরিদপুরের মধুখালী যাওয়ার কথা বলে চার ছিনতাইকারী একটি প্রাইভেট কার ভাড়া করেন। রাত সাড়ে ১১টার দিকে মধুখালীর উপজেলার পরীক্ষিতপুর এলাকায় পৌঁছালে চার ছিনতাইকারী প্রাইভেট কারের চালক জসিম উদ্দিনকে (৩৫) অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে প্রাইভেট কারটি নিয়ে মাগুরার দিকে যাওয়ার চেষ্টা করে। চালক জসিম উদ্দিন সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান
|
মধুখালীতে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার
|
খবর পেয়ে ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুর রহমানের নেতৃত্ব পুলিশের একটি দল গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে মধুখালী উপজেলার বাগাট এলাকা থেকে আলী আশরাফ নামে এক ছিনতাইকারীকে আটক করে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি কার্তুজ এবং প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। তবে পালিয়ে যায় অপর তিন ছিনতাইকারী।ওসি আরো বলেন, "এ ব্যাপারে থানায় দস্যুতা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আলী আশরাফ নান্নুকে আদালতে সোপর্দ করা হয়। "
|
কক্সবাজারে পরোয়ানাভুক্ত ছয় আসামি গ্রেপ্তার
|
সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ছয়জন হলেন শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার জয়নাল আহমদের ছেলে মো. মুবিন (৪৫), উত্তর কলাতলীর মৃত দীল মোহাম্মদের ছেলে ইয়াসির আরাফাত (৩১), সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার মৃত সোলতানের ছেলে লিটন, পিএমখালী ইউনিয়নের মহশিনীয়াপাড়ার মৃত কবির আহমদের ছেলে মো. রিদুওয়ান (২১), লিংকরোড ঘোনাপাড়ার মমতাজ মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫), পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়ার আব্দুর রশিদের ছেলে মো. শাহাজাহান।
|
বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু 'সাগর বাহিনী'র আত্মসমর্পণ
|
দস্যুতার মতো ঘৃণ্য অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু দল 'সাগর বাহিনী'। আজ বৃহস্পতিবার বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন সাগর বাহিনীর ১৩ সদস্য। আত্মসমর্পণকালে দস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫৯৬ রাউন্ড গুলি জমা দেন।জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি বিদেশি একনলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি দোনলা বন্দুক, দুটি ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, চারটি এলজি এবং দুটি বিদেশি কাটা রাইফেল
|
বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু 'সাগর বাহিনী'র আত্মসমর্পণ
|
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে মন্ত্রী বেলা সাড়ে ১১টায় র্যাবের একটি হেলিকপ্টারে বরগুনা পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।আত্মসমর্পণকারী দস্যুরা হলেন সাগর বাহিনীর প্রধান মো, আলমগীর শেখ ওরফে সাগর (৩৫), বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. কামরুল ফকির (২৭), বাহিনীর সদস্য আবদুল মালেক (৩৮), মো. কাদের শেখ (৩৮), মো. হাফিজুর রহমান শেখ (৪৬), মো. কাবীর শেখ (৩৪), মো. দেলোয়ার শেখ (৩৮), মো. হাসান সরদার (২২), মো. নান্না ফকির (২৯), মো. তৌহিদুল ইসলাম (৪৩), মো. রাজু শেখ (২৮), মো. লিটন হাওলাদার (৩৪) এবং মো. তরিকুল গাজী (৩২)
|
বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু 'সাগর বাহিনী'র আত্মসমর্পণ
|
আত্মসমর্পণকারী সব দস্যুর বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে র্যাব জানিয়েছে।আত্মসমর্পণ অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএমসহ র্যাব ৮ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারী দস্যুদের স্বাভাবিক জীবনে স্বাগত জানান ও তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া তিনি অন্যান্য দস্যুদের অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান
|
বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জলদস্যু 'সাগর বাহিনী'র আত্মসমর্পণ
|
মন্ত্রী বলেন, "বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সুন্দরবন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ও ইকনমিক জোন। এ এলাকাকে বিপদমুক্ত রাখতে সরকারও দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য এ এলাকায় র্যাব, পুলিশ এবং কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। "এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের গহীনে দরজার খালে সাগর বাহিনীর সদস্যরা র্যাব ৮ এর কাছে আত্মসমর্পণ করেন।
|
বিশেষ অভিযানে মদ-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬৯
|
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩০০ পিস ইয়াবা, ১০০ লিটার মদ ও সাড়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ২৪ ঘণ্টার এ অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একটি সিএনজি ও বিভিন্ন কম্পানির সিগারেট উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। অভিযানে তিনটি মোবাইল, একটি সিপিও, একটি ল্যাপটপ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ
|
বিশেষ অভিযানে মদ-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬৯
|
বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ৬৯ জনের মধ্যে জিআর মূলে তিনজন, সিআর মূলে ১৫ জন ও সাজাপ্রাপ্ত ৬ আসামি রয়েছে।নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত ২৪ ঘণ্টায় ৫৯৬টি মামলা দায়ের করা হয়েছে
|
বিশেষ অভিযানে মদ-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬৯
|
এর মধ্যে সিএনজি-সংক্রান্ত মামলা ১৩৪টি। এ ছাড়া কাগজপত্র না থাকায় ১০টি ট্রাকসহ ৪৭টি গাড়ি আটক করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগ কর্তৃক ৩ লাখ ১২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
|
ফরিদপুরে বিপুল পরিমাণ জাল ও ইলিশসহ ৯ জেলে আটক
|
ফরিদপুরের পদ্মা নদীতে পৃথক অভিযান চালিয়ে মাছ ধরার দায়ে ৯ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাড়ে তিন মণ ইলিশ ও ১২ লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আটক জেলেদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ জানান, বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ফরিদপুর জেলার সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়
|
ফরিদপুরে বিপুল পরিমাণ জাল ও ইলিশসহ ৯ জেলে আটক
|
অভিযানকালে মাছ ধরার দায়ে ৯ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই মণ ইলিশ ও দুই লক্ষাধিক টাকা মূল্যের জাল। তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ ও কারেন্টজাল পুড়িয়ে ফেলা হয়
|
ফরিদপুরে বিপুল পরিমাণ জাল ও ইলিশসহ ৯ জেলে আটক
|
এদিকে, ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাইয়ের নেতৃত্বে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কলাবাগানসংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় দেড় মণ ইলিশ এবং দশ লক্ষাধিক টাকা মূল্যের জাল জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াই জানান, অভিযানকালে ৯০ হাজার মিটার কারেন্ট জালসহ দেড় মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হবে।
|
সীমান্তে নারী ও শিশুসহ ৪৯ জন আটক
|
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৪৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বাড়ি বাগেরহাট, খুলনা, নড়াইল এবং গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করা হয়।বেনাপোল ২৬ বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ ওয়াফি জানান, কাজের সন্ধানে অবৈধপথে ভারতে গিয়ে দীর্ঘদিন তারা সেদেশে অবস্থান শেষে আজ ভোরে গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন
|
সীমান্তে নারী ও শিশুসহ ৪৯ জন আটক
|
এ সময় বিজিবি সদস্যরা ৪৯ জনকে আটক করে। আটককৃতরা ৩১ জন নারী, সাতজন শিশু এবং ১১ জন পুরুষ। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে বিকেলে তাদেরকে যশোর আদালতে পাঠান হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হযেছে।
|
নবাব আব্দুল লতিফ হলের ড্রেনে শিক্ষার্থীর লাশ
|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ডাইনিংসংলগ্ন ড্রেন থেকে মোতালেব হোসেন লিপু নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।লিপুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ
|
নবাব আব্দুল লতিফ হলের ড্রেনে শিক্ষার্থীর লাশ
|
তিনি হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, "হলের এক কর্মচারী সকালে ঝাড়ু দিতে গিয়ে ডাইনিংয়ের পাশে ওই শিক্ষার্থীর লাশ দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে
|
নবাব আব্দুল লতিফ হলের ড্রেনে শিক্ষার্থীর লাশ
|
ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। "হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, লিপু কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। তবে অর্থনৈতিক সংকটজনিত মানসিক দুশ্চিন্তায় থাকতেন। ঘটনাস্থলের পাশের কক্ষের শিক্ষার্থীরা জানান, রাত ৩টার দিকে তারা ছাদ থেকে নিচে কিছু পড়ার শব্দ পেয়েছিলেন। তবে কী পড়েছে- তা তারা না দেখে আবার ঘুমিয়ে পড়েন। পরে সকালে হল কর্মচারীর মুখে লাশের খবর পান।
|
আইসিটি সেবায় সেরা জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল
|
নাগরিকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা দেওয়ায় দেশের সেরা জেলা প্রশাসক মনোনীত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। আর সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলান হোসেন এবং ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওসমান গনি।মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেল থেকে পুরস্কারের জন্য মনোনীত কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ আছে, আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই তিন কর্মকর্তাকে ডিজিটাল ওয়ার্ল্ড পুরস্কার ২০১৬ তে মনোনীত করা হয়েছে।
|
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
|
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ফাতেমা আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নারী ও শিশু কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাতেমা আক্তার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বরজোর পাথিলা গ্রামের মৃত শহীদুল ইসলামের মেয়ে। তিনি জামগড়া এলাকার পলমল কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন
|
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
|
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোরশেদ আলী মোল্লা জানান, আজ বৃহস্পতিবার ভোরে জামগড়া এলাকার মীর বাবুল হোসেনের বাড়ির একটি কক্ষে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে ফাতেমার স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
|
বেগমগঞ্জে অটোরিকশা চাপা পড়ে চালক নিহত
|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে জসিম উদ্দিন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের মুকবুল মিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জসিম উদ্দিন একলাশপুর গ্রামের বকশী বাড়ির সাবের মিয়ার ছেলে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করেছেন
|
বেগমগঞ্জে অটোরিকশা চাপা পড়ে চালক নিহত
|
স্থানীয়রা জানান, সকালে জসিম তার অটোরিকশা নিয়ে পুল মুকবুল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ এক সাইকেল আরোহী তার অটোরিকশার সামনে এসে পড়েন। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে জসিম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় অটোরিকশাটি উল্টে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জসিম উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
|
জাপান মহাকাশ সংস্থার পুরস্কার পাচ্ছে মৌনতা
|
জাপান মহাকাশ সংস্থার (জাস্কা) উদ্যোগে আগামী নভেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশিয়া প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরামের ২৩তম অধিবেশনে যোগ দিচ্ছেন নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিকের ছাত্রী শারমিলা আদিবা হক (মৌনতা)। সংস্থাটি বিশ্বব্যাপী ছাত্রছাত্রীদের জন্য মহাকাশ বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলার খোর্দ্দ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মৌনতা বাংলাদেশ থেকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে এবং পুরস্কারের বিষয়টি ই-মেইলের এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতায় ছবির বিষয় ছিল আমার স্বপ্নের গ্রহ (My Dream planet) মৌনতার বাবা শামছুল হক সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক, মা শাহিনা পারভীন খোর্দ্দ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
|
জাপান মহাকাশ সংস্থার পুরস্কার পাচ্ছে মৌনতা
|
ছোটবেলা থেকেই আদিবা আঁকাআকির সাথে জড়িত বলে বাবা ও মা জানায়। উল্লেখ্য যে, শারমিলা আদিবা হক (মৌনতা) আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে খ গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে। সে সকলের নিকট দোয়া কামনা করেছে।
|
পাহাড়তলীতে ৪০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
|
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ডিটি রোড থেকে ৪০ কেজি গাঁজাসহ মো. সেলিম উদ্দিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ডিটি রোডের হাজী ফজর আলী মুন্সি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম উদ্দিন একই এলাকার মৃত হাজী আবু জাফরের ছেলে।মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাঁজাগুলো কুমিল্লা থেকে পাইকারি দরে কিনে বেশি দামে বিক্রি করার জন্য চট্টগ্রাম নগরীতে নিয়ে এসেছিল সেলিম। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
|
গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
|
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর
|
গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
|
পরনে ছাই রংয়ের গ্যাবার্ডিন প্যান্ট এবং সাদা-লাল ও কালো রংয়ের প্রিন্টের শার্ট রয়েছে।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
|
চট্টগ্রামে গাড়ির গ্যারেজে আগুন
|
চট্টগ্রামের চান্দগাঁও থানার বালুরটালের সিএনবি এলাকায় অগ্নিকাণ্ডে একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লাগা এ অগ্নিকাণ্ডে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার রূপন কান্তি বিশ্বাস জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
|
গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু
|
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মামার হামলায় আহত ভাগ্নে মো. সবুর উদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামা কুদ্দুস (৫০) ও পাশান (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় সবুর উদ্দিনের। এর আগে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডির চর এলাকায় বুধবার বিকেলে হামলার ঘটনা ঘটে
|
গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু
|
সবুর উদ্দিন হরিচন্ডির চরের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান জানান, সবুরের সঙ্গে তার মামা কেশমত মন্ডলের ছেলে মহিবার ও কুদ্দুসের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিকেলে সবুর ওই জমিতে ভূট্টা লাগানোর জন্য যায়। এ সময় তার মামা মহিবার ও কুদ্দুস সবুরকে বাধা দেয়
|
গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু
|
তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা মহিবার ও কুদ্দুস সবুরের ওপর হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এতে সবুর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় সবুরের
|
গাইবান্ধায় মামার হামলায় আহত ভাগ্নের মৃত্যু
|
ফুলছড়ি থানা পুলিশের ওসি আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত জামালপুর মেডিক্যাল হাসপাতালে সম্পন্ন হবে। এ ঘটনায় নিহত সবুরের পরিবারের পক্ষ থেকে ফুলছড়ি থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
|
জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
|
জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামে ট্রাকচাপায় নাজমুল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট থানার এএসআই শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।নাজমুল নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা ও জয়পুরহাট নূরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান, সকালে তিনি জয়পুরহাট থেকে মোটরসাইকেলে মহাদেবপুর যাচ্ছিলেন এমন সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়েছে।মৃত ছাত্র আব্দুল মোত্তালিব লিটু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তবে মৃত্যু কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।
|
ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ শুরু
|
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশনের কাছে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগির লাইনচ্যুতির ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে। টাঙ্গাইলের মহেড়া স্টেশন মাস্টার মাসুম মল্লিক জানান, মূল লাইনে বগিটি আটকে যাওয়ায় রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী দ্বিতীয় লাইন দিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হয়ে যায়। এর মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়েছে।তিনি আরও জানান, লাইনচ্যুত বগিটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের লালমনির হাট থেকে ছেড়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
|
আত্মসমর্পণ করছে সুন্দরবনের দস্যু সাগর বাহিনী
|
সুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা র্যাবের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা সার্কিট হাউজ ময়দানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮ এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত থাকবেন।র্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সাগর বাহিনীর প্রধান আলমগীর হোসেন খোকনসহ ১৩ জলদস্যু আত্মসমর্পণ করতে যাচ্ছে
|
আত্মসমর্পণ করছে সুন্দরবনের দস্যু সাগর বাহিনী
|
তারা আগ্নেয়াস্ত্র ও গুলি জমা দেবে। বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়।
|
চাঁপাইনবাবগঞ্জে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার
|
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রুমন (১৭) নামে এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাচোল-গোমস্তাপুর সড়কের কাজলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত রুমন নাচোল উপজেলার কালইর রেললাইন পাড়ার গুড় ব্যবসায়ী আনারুল হকের ছেলে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
|
স্কুলছাত্র হত্যার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত
|
চুয়াডাঙ্গার দামুড়হুদার স্কুলছাত্র সজিব অপহরণ, হত্যা ও গুম মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরশহরের পরানপুর বেলেমাঠ পাড়ার পাকা রাস্তার পুকুরের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সবুজ (২৮) চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার খবিরের ছেলে এবং শাকিল (২৪) দামুড়হুদা উপজেলার দশমী পাড়ার আব্দুল কাদেরের ছেলে
|
স্কুলছাত্র হত্যার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত
|
ঘটনাস্থল থেকে একটি দেশি শাটারগান, একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।ঝিনাইদহ র্যাব ৬ এর উপ-অধিনায়ক মেজর মনির আহমেদ জানান, নিহত দুজনই দামুড়হুদায় চাঞ্চল্যকর সজিব অপহরণ খুন গুমের এজাহারভুক্ত আসামি। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও দুটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।র্যাব জানায়, বুধবার মধ্যরাতে র্যাবের একটি টহল দল চুয়াডাঙ্গা দামুড়হুদা এলাকায় টহলে বের হয়
|
স্কুলছাত্র হত্যার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত
|
বৃহস্পতিবার ভোর পৌনে ৩টার দিকে র্যাবের ওই দলটি দামুড়হুদার দর্শনা পৌরসভার পরানপুর বেলেমাঠ পাড়ার পাকা রাস্তার পুকুরের পাড় এলাকায় অবস্থায় নেয়।এ সময় বেশ কয়েকজনকে দেখে চ্যালেঞ্জ করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাব সদস্য শাহিন ও শামিম আহত হন। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে তল্লাশি করে শাকিল ও সবুজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
|
খাগড়াছড়িতে পাঁচ বাঙালি সংগঠনের ঢিলেঢালা হরতাল চলছে
|
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে ঢিলেঢালা হরতাল চলছে। সাপ্তাহিক হাটবার হওয়ায় খাগড়াছড়ি জেলা সদরে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও বন্ধ রয়েছে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এ ছাড়া জেলার অন্য উপজেলাগুলোতেও ঢিলেঢালা হরতাল পালনের খবর পাওয়া গেছে
|
খাগড়াছড়িতে পাঁচ বাঙালি সংগঠনের ঢিলেঢালা হরতাল চলছে
|
এদিকে, হরতালে শহরের কোথাও পিকেটারকে দেখা না গেলেও বাস টার্মিনাল ও উপজেলা পরিষদ এলাকায় তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত ৬ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ২০১৬ জাতীয় সংসদে পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার হরতাল পালন করে বাঙালি সংগঠনগুলো।
|
নরসিংদীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
|
নরসিংদীর শিবপুর উপজেলায় ঘুষ নেওয়ার সময় উপসহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের একটি বিশেষ দল শিবপুরের সাধারচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অভিযান চালিয়ে নূরুজ্জামানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে সন্ধ্যায় শিবপুর থানায় মামলা দায়ের করেছেন।দুদক সূত্রে জানা যায়, সাধারচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামান বিভিন্ন কাজের জন্য স্থানীয়দের কাছ থেকে ঘুষ আদায় করতেন
|
নরসিংদীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
|
ঘুষ না দিলে তিনি কোনো কাজ করতেন না। সাধারচরের কামাল হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির নামজারির জন্য ভূমি কার্যালয়ে গেলে নূরুজ্জামান তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় কামাল হোসেনের নামজারির (এসএ/আরএস বিবিধ মোকদ্দমার প্রতিবেদন দাখিলের) ফাইল চাপা দিয়ে রাখেন। কামাল হোসেন বিরক্ত হয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামানের বিরুদ্ধে দুদকের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন
|
নরসিংদীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
|
এরই মধ্যে ভুক্তভোগী কামাল হোসেন নামজারির কাজ সম্পন্ন করার জন্য ভূমি কর্মকর্তার সঙ্গে ১২ হাজার টাকায় রফাদফা করেন। এরই ধারাবাহিকতায় কামাল হোসেন ভূমি কর্মকর্তা নূরুজ্জামানকে টাকা দেওয়ার সময় দুদক কর্মকর্তারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁকে আটক করে শিবপুর থানায় হস্তান্তর করেন।ভুক্তভোগী কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘সাধারচর ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নূরুজ্জামান একজন ঘুষখোর
|
নরসিংদীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
|
কোনো কাজের জন্য অফিসে গেলেই তাঁকে টাকা দিতে হবে। টাকা ছাড়া কোনো কাজ হয় না। টাকা না দিলে তিনি ফাইল চাপা দিয়ে রাখেন। আমি একা নই
|
নরসিংদীতে ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা গ্রেপ্তার
|
আমার মতো অনেকের কাছ থেকে ফাইল আটকে রেখে তিনি টাকা নিয়েছেন। ’এ ব্যাপারে জানতে চাইলে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, ভুক্তভোগী কামাল হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবপুরের সাধারচর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষ আদান-প্রদানের সময় নূরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেন।
|
টাঙ্গাইলের মির্জাপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
|
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশনের কাছে লালমনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনা অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বগি লাইনচ্যুতের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে ছেড়ে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি আজ রাত পৌনে ৯টার দিকে মির্জাপুরের মহেড়া রেলস্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়
|
টাঙ্গাইলের মির্জাপুরে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
|
এ অবস্থায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনাঞ্চলের ট্রেন চলাচল আপতত বন্ধ রয়েছে।ইসমাইল হোসেন আরো জানান, পেছনের লাইনচ্যুত হওয়া বগিটি রেখে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। তবে বগি আটকে থাকায় মূল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে।
|
দেশে সামুদ্রিক শৈবাল উৎপাদন এবং বাজারজাতকরণের ব্যাপক সম্ভাবনা রয়েছে
|
দেশের বিস্তীর্ণ উপকূলে সামুদ্রিক শৈবাল চাষ করে একদিকে রপ্তানি যেমনি করা সম্ভব তেমনি ক্রমর্ধমান জনসংখ্যার একটি খাদ্য হিসাবেও ‘শৈবালকে’ ব্যবহার করা যায়। এই লক্ষ্য নিয়েই প্রাথমিক ভাবে কক্সবাজার সাগর তীরে শৈবাল চাষের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ বুধবার কক্সবাজারে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ গুরুত্বারোপ করা হয়। ‘উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবাল চাষের উপযোগিতা পরীক্ষার সামর্থ বৃদ্ধিকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, দেশের ৭১০ বর্গ কিলোমিটারের সামুদ্রিক উপকূলীয় এলাকায় শৈবাল চাষ হবে কৃষিজ ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন
|
দেশে সামুদ্রিক শৈবাল উৎপাদন এবং বাজারজাতকরণের ব্যাপক সম্ভাবনা রয়েছে
|
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের (বারি) যৌথ উদ্যোগে সামুদ্রিক শৈবাল চাষের ওপর দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কক্সবাজারের ঝিলংজা নারিকেল বাগান হর্টিকালচার কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডল। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী সভাপতি ড. আবুল কালাম আযাদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরটেক্স ফাউন্ডেশনের ব্যকবস্থাপনা পরিচালক ড. মোঃ আবদুর জলিল ভুঁইয়া, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) নির্বাহী পরিচালক ড. কাজী এম, কমরুদ্দিন এবং ডিএই এর অতিরিক্ত পরিচালক মোঃ বছির উদ্দিন
|
দেশে সামুদ্রিক শৈবাল উৎপাদন এবং বাজারজাতকরণের ব্যাপক সম্ভাবনা রয়েছে
|
বক্তারা আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে সামুদ্রিক শৈবালের চাষ করা হচ্ছে। এমনকি ফিলিপাইন এবং কানাডায় বেশ উন্নত মানের উৎপাদিত শৈবাল ব্যাপক বাজারও পেয়েছে। সেই সব দেশে শৈবালকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভেজিটেবল স্যুপসহ নানা রকমের উপাদেয় স্যুপ হিসাবে খাওয়া হয়। তেমনি বাংলাদেশে এসব দেশের চাইতেও সামুদ্রিক শৈবালের উৎপাদন এবং বাজারজাতকরণেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।কর্মশালায় প্রকল্পের অভিজ্ঞতা উপস্থাপন করেন প্রকল্পের পরামর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবদুল আজিজ, ড. কবির উদ্দিন আহমেদ ও ড. মুস্তাক আহমেদ।
|
ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
|
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।নিহত কাজী মাহফুজুল হক ফরহাদ (৩৫) জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রাম এলাকার মৃত মো. সিরাজুল হকের ছেলে। তিনি বাজিতপুর পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন
|
ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
|
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ বাজিতপুরে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ননস্টপেজ ট্রেনটি বিকেল ৩টার দিকে হোমসিগন্যাল অতিক্রম করে ভৈরব বাজার জংশন স্টেশন এলাকায় প্রবেশের সময় তিনি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ফরহাদের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করে। পরে ফরহাদের পকেটে থাকা মোবাইল ফোন থেকে নম্বর বের করে স্বজনদের খবর দিলে বিকেল ৫টার দিকে তারা এসে লাশটি গ্রহণ করে নিয়ে যায়
|
ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
|
এ ব্যাপারে ফরহাদের স্বজন আবদুল হালিম জানান, ফরহাদ আট বছর আগে বিয়ে করেন। তাঁর স্ত্রীর নাম লিসা। তাঁদের কোনো সন্তান নেই।
|
বরগুনায় জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ বৃহস্পতিবার
|
দস্যুতার মত জঘন্য অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করতে যাচ্ছে সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু দল ‘সাগর বাহিনী’। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল এর কাছে একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গেলাবারুদসহ জলদস্যুদের আত্মসমর্পণের কথা রয়েছে। দস্যুদের আত্মসমর্পণ উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ ও র্যাব-৮ এর উর্ধ্বতন কর্মকর্তাসহ বরগুনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। র্যাব জানায়, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যু দল মাস্টার বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্র ও গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন
|
বরগুনায় জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ বৃহস্পতিবার
|
তখন মন্ত্রী সুন্দরবনের অন্যান্য দস্যু বাহিনীগুলোকেও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সরকার তাদের সহায়তা করবে বলে আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় এবং সুন্দরবনে র্যাবের অব্যাহত অভিযানের ফলে জলদস্যু সাগর বাহিনী আত্মসমর্পণ করতে উদ্যোগী হয়। সূত্র জানায়, জলদস্যু সাগর বাহিনীর ১৩-১৪ জন সদস্য অস্ত্র-গোলাবারুদসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করবেন।এ বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব-৮) অধিনায়ক লে. কর্নেল ইফতেখারুল মাবুদ জানান, জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের হেলিকপ্টারে করে বরগুনায় আসার কথা রয়েছে।
|
১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করে খাচ্ছে : এরশাদ
|
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, গরীবদের বঞ্চিত করে ১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে। সরকার দেশে বর্তমান গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির যে উদ্যোগ নিয়েছে তা গরীব মানুষের কাজে লাগছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা গরীবের চাল লুটপাট করে খাচ্ছে,তা দেখার কেউ নেই। বুধবার রংপুর মহানগরীর কেরানীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এ সব কথা বলেন তিনি
|
১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করে খাচ্ছে : এরশাদ
|
ওই জনসভা থেকে রংপুরে তার নির্বাচনী প্রচারণার ঘোষণাও দেন এরশাদ। জাতীয় পার্টির স্থানীয় নেতা আবদুল হালিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, জাপার জেলা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন, সদস্য সচিব সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাপা আহ্বায়ক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এস এম ইয়াসীর প্রমুখ। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, রংপুর জাতীয় পার্টির ঘাঁটি। এই ঘাঁটিতে ফাটল ধরেছে, তা এখন শক্ত হাতে ঠিক করতে হবে
|
১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করে খাচ্ছে : এরশাদ
|
নেতাকর্মীদের মাঝে কোনও সংশয় ও বিভেদ রাখা যাবে না। আমরা আমাদের রংপুর অঞ্চলের ২২টি আসন আবারও উদ্ধার করতে চাই। সেই লক্ষ্য নিয়ে দলের কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান। দেশের মানুষ চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক
|
১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করে খাচ্ছে : এরশাদ
|
মানুষ জাতীয় পার্টির আমলের সুশাসন দেখতে চায়। দেশের মানুষ ভালভাবে বেঁচে থাকতে চায়। নিরাপত্তা চায়। তাই আজকে জাতীয় পার্টির নেতাকর্মীদের মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে
|
১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করে খাচ্ছে : এরশাদ
|
দলকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গরীব মানুষের উন্নয়ন কতটা হয়েছে তা ঢাকার বস্তির দিকে তাকালে বোঝা যায়। এরশাদ প্রশ্ন করেন, দেশে গরীব মানুষ নাই, তাই যদি হবে তা হলে কেন গরীবের জন্য ১০ টাকার চাল বিক্রি করা হচ্ছে? বিগত বিএনপি সরকার আমলের নানা নির্যাতন ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আমাকে বেগম খালেদা জিয়া জেলে রেখে হত্যা করতে চেয়েছিল। আর সেই আদেশ পালন করেছে বেঈমান শাহাবুদ্দিন আমাকে জেলে নিয়েছে
|
১০ টাকার চাল আওয়ামী লীগের নেতাকর্মীরা লুট করে খাচ্ছে : এরশাদ
|
কিন্তু আমাকে হত্যা করতে পারে নাই। আমি রংপুরের মানুষের দোয়ায় আজও বেঁচে আছি। আমি মরি নাই। আর এখন আমি এ অপেক্ষায় আছি বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে কবে জেলে যাবে। তা দেখে যেতে চাই।
|
ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ব্যবসায়ীর জরিমানা
|
ফরিদপুর শহরের সুপার মার্কেটে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াইয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে কিশোর মেডিক্যাল হলকে এক হাজার টাকা, কণিকা মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার টাকা ও রাজ ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘড়াই জানান, ওই তিন দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।
|
ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
|
ব্রাহ্মণবাড়িয়ায় মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা গ্রাম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সরুফা আক্তার (৩০) ও তার বিমাতা মেয়ে মারুফা আক্তারের (১০) লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে এ ঘটনার পর থেকে সরুফা আক্তারের অভিযুক্ত স্বামী বাচ্চু মিয়া পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি
|
ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
|
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের রিকশাচালক বাচ্চু মিয়া বছর খানেক আগে কুট্টাপাড়া এলাকার সরুফা আক্তারকে বিয়ে করেন। এর আগেও তিনি আরেকটি বিয়ে করেন। মালিহাতার ভাড়া বাড়িতে দুই স্ত্রী ও প্রথম স্ত্রীর কন্যা মারুফাকে নিয়ে তিনি ভাড়া থাকতেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাচ্চু মিয়া তার প্রথম স্ত্রী মোমেনার সঙ্গে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দেন
|
ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
|
পরে বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা এনে দেওয়ার জন্য সরুফাকে চাপ দেন। সরুফা এতে রাজি না হওয়ায় বাচ্চু মিয়া ক্ষুব্ধ হয়ে বেড়িয়ে যান। আজ বুধবার নির্ধারিত সময়ে অটোরাইস মিল শ্রমিক সরুফা কাজে না যাওায়ায় মিলের লোকজন বাসায় এসে খোঁজ করেন। এ সময় তারা ঘরটি তালাবদ্ধ দেখতে পান
|
ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
|
বিষয়টি জানাজানি হলে স্বজনরা এসে স্থানীয় ইউপি মেম্বার ফারুক মিয়ার মাধ্যমে ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে তালাবদ্ধ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দুজনের লাশ উদ্ধার করে।সরুফার মা হোসনা বেগম ও মামা মো. ছানা উল্লাহ অভিযোগ করেন, গভীর রাতে বাচ্চু বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে তাদের দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়
|
ব্রাহ্মণবাড়িয়ায় মা-মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
|
সকালে খবর পেয়ে এসে ঘর তালাবদ্ধ দেখে বাচ্চুর মোবাইল ফোনে করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে বাচ্চু মিয়াকে আটক না করা পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। তিনি আরো জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
|
২০তম সম্মেলন উপলক্ষে মেহেরপুরে আওয়ামী লীগের শোভাযাত্রা
|
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ এক শোভাযাত্রা করেছে।আজ বুধবার বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে শহরে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিনসহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে।
|
নকলায় ভটভটি উল্টে শিশু নিহত
|
শেরপুরের নকলা-চন্দ্রকোনা সড়কে ভটভটি উল্টে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে নকলা উপজেলার কায়দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ভটভটিটি আটক করে থানায় নিয়ে যায়।নিহত শিশুর নাম আনন্দ মিয়া (১২)
|
নকলায় ভটভটি উল্টে শিশু নিহত
|
সে শেরপুর সদরের রৌহা গ্রামের নূরুল ইসলামের ছেলে।এ ব্যাপারে নকলা থানার ওসি মো. গোলাম হায়দার জানান, শিশু আনন্দ কয়েকদিন যাবত নকলার বন্দটেকি এলাকার নানার বাড়িতে অবস্থান করছিল। আজ বুধবার বিকেল ৩টার দিকে নানা কাশেম মিয়ার সাথে সে চিনিভর্তি একটি ভটভটিতে করে চন্দ্রকোনা বাজার থেকে নকলা শহরে যাচ্ছিল। কিন্তু পথে কায়দা এলাকায় ভটভটিটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে শিশু আনন্দ ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
|
কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
|
কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটি এলাকায় এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে সোপর্দ করেছে তার পিতা। মাদকাসক্ত ছেলে নাম উত্তম মন্ডল (১৯)। পরে পুলিশ ওই মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মোঃ বাদশা আলম জানান, আটি এলাকার ভোলা নাথ মণ্ডল আজ বুধবার ক্যাম্পে এসে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন
|
কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
|
পরে তাকে আটক করে বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভুমি) এর আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রিয় কারাগার, কেরানীগঞ্জে পাঠানো হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন বলেন, কেরানীগঞ্জের আটি এলাকায় ভোলা নাথ মন্ডলের ছেলে উত্তম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই তিনি মাদকের টাকার জন্য তার বাবা-মাকে মারধর করেন
|
কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
|
ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার বাবা ভোলা নাথ মন্ডল থানা পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ বাড়ি থেকে উত্তমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় তিনি দোষ স্বীকার করায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
কুমিল্লার নাঙ্গলকোটে ১০ টাকার চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ডিলালের লোকদের সঙ্গে কার্ডধারীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া উপজেলার মৌকরা ইউনিয়নের সুরপুর গ্রামের ডিলার শহীদুল ইসলাম ১০ টাকার চালের কার্ডধারীদের ওজনে কম দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরিফ। পরে ইউএনও শহীদুল ইসলামের ডিলারশিপ বাতিল ও দোকান সিলগালা করে দেন
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার উপজেলার মৌকরা ইউনিয়নের সুরপুর গ্রামের ডিলার শহীদুল ইসলাম ওরফে বাবুল কার্ডধারী হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেন। ওইদিন তিনি ৭৭ জন কার্ডধারীর কাছে ৩০ কেজি করে চাল বিক্রি করেন। এ সময় ৫/৬ জন কার্ডধারীর সন্দেহ হলে তাঁরা চালগুলো পাশের বিভিন্ন দোকানে নিয়ে মাপ দেন। পরে দেখা যায়, ৩০ কেজি চালের মধ্যে প্রতিটি বস্তায় ২৫ থেকে ২৮ কেজি চাল রয়েছে
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
এ সময় উপস্থিত সবাই তাদের চালের মাপ দিয়ে একই অবস্থা দেখতে পান।১০ টাকার চালের কার্ডধারী উপজেলার আলীয়ারা গ্রামের জহিরুল ইসলাম পলাশ বলেন, আমরা সবাই অন্য দোকানে নিয়ে মাপ দিয়ে দেখি প্রতি ৩০ কেজি চালের মধ্যে ৪/৫ কেজি করে চাল কম। পরে আমি গ্রামের কয়েকজন ব্যক্তি ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে ডিলার শহীদুল ইসলামের কাছে গিয়ে চাল কম দেওয়ার কারণ জানতে চান। এ সময় ডিলার শাহীদুল ইসলাম ও তার সহযোগীরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
এক পর্যায়ে ডিলার ও তাদের লোকেরা আমাদের গায়ে হাত তোলা শুরু করেন। এতে আমাদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।তিনি জানান, সংঘর্ষে পলাশ, জয়নাল আবেদিন, আলমাছ মিয়া, বাবুল মিয়া, মুন্না, আনোয়ার হোসেন, সাগরসহ অন্তত ১০ জন ভুক্তভোগী আহত হন।কার্ডধারী জয়নাল আবেদিন বলেন, আমাকে ৩০ কেজির চালের পরিবর্তে ২৬ কেজি চাল দেওয়া হয়েছে
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
শুধু আমি নই সকলের একই অবস্থা। তিনি আরও বলেন, এই এলাকায় চাল বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমবায় অফিসার কেফায়েত উল্লাহর উপস্থিতিতে ডিলার ও ভুক্তভোগীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। তিনি নিজেও পরিদর্শন করে ওজনে চাল কম দেওয়ার সত্যতা পান।এদিকে সংঘর্ষের পর ভুক্তভোগী স্থানীয় পলাশ ও জয়নাল আবেদীন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ সাইদুল আরিফকে মুঠোফোনে জানান
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
পরে আজ দুপুরে ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসব অভিযোগের সত্যতা পেয়ে শহীদুল ইসলামের ডিলারশিপ বাতিল ও তার দোকান সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরিফ।তবে ভুক্তভোগীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে অভিযুক্ত ডিলার শহীদুল ইসলাম বাবুল বলেন, মেশিনে সমস্যার কারণে সম্ভবত মাপে কিছুটা সমস্যা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে ওই এলাকার চাল বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মো.কেফায়েত উল্লাহ জানান, আমাকে না জানিয়ে ওই ডিলার চাল বিক্রি করেছেন। পরে ইউএনও স্যারের নির্দেশে সরেজমিনে গিয়ে চাল মেপে ওজনে কম দেওয়ার সত্যতা পেয়েছি
|
নাঙ্গলকোটে ১০ টাকার চাল নিয়ে সংঘর্ষে আহত ১০
|
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইদুল আরীফ কালের কণ্ঠকে জানান, ১০ টাকার চাল ওজনে কম দেওয়ার সত্যতা পেয়ে অভিযুক্ত শহীদুল ইসলাম বাবুলের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়া তাঁর দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।তিনি আরো জানান, উপজেলার অন্য যেকোন স্থান থেকে এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
|
মান্দায় এক ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে প্রশ্ন
|
নওগাঁর মান্দা উপজেলায় তাছির উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে হাড়িবিলা মাঠের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে মান্দা থানা পুলিশ। এদিকে নিহতের স্ত্রীর দাবি, পারিবারিক বিরোধের জের ধরে তার স্বামী খুন হয়ে থাকতে পারেন।নিহত তাছির মোল্লা উপজেলার এলেঙ্গা গ্রামের মৃত জবের আলী মোল্লার ছেলে
|
মান্দায় এক ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে প্রশ্ন
|
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৭টার দিকে মাঠে কাজ করতে গিয়ে আম বাগানের একটি গাছে তাছির উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।সূত্র আরো জানায়, নিহত তাছির মোল্লার সঙ্গে বড়ভাই লাজির মোল্লার পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে ঈদুল আজহার কয়েকদিন আগে লাজির মোল্লা ও তার ছেলেরা নিহত তাছির মোল্লার স্ত্রী নাসিমা বিবিকে পিটিয়ে জখম করে
|
মান্দায় এক ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে প্রশ্ন
|
এ সময় তার ডান হাতটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে।নিহতের স্ত্রী নাসিমা বিবি জানান, সন্ধ্যার পর স্বামী-স্ত্রী খাওয়া-দাওয়া করে একই ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামীর নাম ধরে কে বা কারা ডেকে বের করে নিয়ে যায়
|
মান্দায় এক ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে প্রশ্ন
|
এরপর রাতে তিনি আর ফিরে আসেননি। তিনি অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়ে থাকতে পারে।এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত তাছির মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
|
রাজৈরে ১০ টাকার চালের কার্ডে অনিয়মের অভিযোগ
|
মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ১০ টাকা মূল্যের চালে কার্ড দেওয়ার ব্যাপারে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের হতদরিদ্রদের বাদ দিয়ে ধনী ও নিজ সমর্থকদের নামে তালিকা করেছেন চেয়ারম্যান ও মেম্বাররা। এতে করে বঞ্চিত হচ্ছে দরিদ্ররা।অভিযোগে জানা গেছে, রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে গরীবদের বাদ দিয়ে চেয়ারম্যান ও মেম্বাররা তাদের নিজস্ব ও ধনী লোকদের নামে তালিকা করেছেন
|
রাজৈরে ১০ টাকার চালের কার্ডে অনিয়মের অভিযোগ
|
এ ছাড়াও এক ব্যক্তি একাধিক কার্ড পেয়েছে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।জানা গেছে, রাজৈর পাইকপাড়া ইউনিয়নের দামেরচর গ্রামের রাজা মিয়া মাতুব্বরের স্ত্রী মালতি বেগমের নামে দুটি কার্ড ইস্যু করা হয়েছে। একটি কার্ডের সিরিয়াল নম্বর ১৯৫ এবং আরেকটি কার্ডের সিরিয়াল নম্বর ২৩৯। তার বাড়িতে পাকা ঘর রয়েছে এবং ছেলে বিদেশ থাকে
|
রাজৈরে ১০ টাকার চালের কার্ডে অনিয়মের অভিযোগ
|
দামেরচর গ্রামের শেফালি বেগম বলেন, আমার স্বামী নেই, আমার কোন জমি-জমাও নেই। অন্যের বাড়িতে কাজ করে আমার সংসার চলে। বড় কোন ছেলে-মেয়েও নেই। আমি কার্ড পাইনি
|
রাজৈরে ১০ টাকার চালের কার্ডে অনিয়মের অভিযোগ
|
একই গ্রামের সুফিয়া বেগম বলেন, আমি গরীব মানুষ আমি কার্ড পাইনি কিন্তু যাদের পাকা ঘর আছে, ছেলেরা বিদেশ থাকে এমন অনেকেই কার্ড পেয়েছে। এভাবেই জেলার বিভিন্ন ইউনিয়নে প্রকৃত হতদরিদ্রদের বঞ্চিত করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর আহম্মদ বলেন, ‘এ ধরনের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ইউনিয়নের কার্ড সংশোধন করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ’
|
জলঢাকায় স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে বখাটের জেল
|
নীলফামারীর জলঢাকা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে সাকিল (২৮) নামের এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান এ সাজা দেন। সাজাপ্রাপ্ত সাকিল উপজেলার বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে।এ বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক(এসআই) হেলার উদ্দীন জানান, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী মন্থেরডাঙ্গা গ্রামের তার নিজ বাড়ি বিদ্যালয়ে যাতায়াত করেন
|
জলঢাকায় স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে বখাটের জেল
|
অন্যান্য দিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বখাটে সাকিল ওই ছাত্রীর পথ রোধ করে অশালীন কথাবার্তা বলতে থাকে। এ সময় আত্মরক্ষায় দ্রুত নিজ বাড়িতে গেলে ওই বখাটে সেখানে গিয়ে ছাত্রীটিকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ করে চলে যায়। এ ঘটনায় আজ বুধবার সকালে ওই ছাত্রী থানায় অভিযোগ করলে বখাটে শাকিলকে তাৎক্ষণিক আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথীদের উপস্থিতিতে বখাটে সাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন
|
জলঢাকায় স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে বখাটের জেল
|
অপরদিকে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে একই আদালত উপজেলা শহরে বাসস্ট্যান্ড এলাকার সুমন (২৫) নামে এক যুবকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সুমন ওই এলাকার অলিয়ার রহমানের ছেলে।সাজাপ্রাপ্তদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই হেলার উদ্দীন।
|
চট্টগ্রামে ছাদ থেকে পড়ে ভবন তত্ত্বাবধায়ক নিহত
|
চট্টগ্রাম নগরীর এক ভবন তত্ত্বাবধায়ক পানির লাইন ঠিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। নিহত মো. হোসেন (৩২) নগরীর ইপিজেড থানার নয়াহাট এলাকার বটতলি মুনশি সড়কের একটি পাঁচতলা ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নতুন বাজার এলাকায়। বুধবার নগরীর ইপিজেড থানার নয়াহাট এলাকার বটতলি মুনশি সড়কের একটি পাঁচ তলা ভবনের এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ
|
চট্টগ্রামে ছাদ থেকে পড়ে ভবন তত্ত্বাবধায়ক নিহত
|
ইপিজেড থানার ওসি বলেন, বুধবার দুপুরে পানির লাইনের সমস্যা দেখতে গিয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যান হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বলেন, হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.