title
stringlengths 8
96
| content
stringlengths 54
2.94k
|
|---|---|
'নিম্নআয়ের লোক পেলেই সহায়তা দেওয়া হবে'
|
নরসিংদীর মনোহরদীতে সড়ক, হাট-বাজার এবং মোড়ে জন সমাগম কমাতে কঠোর হয়েছে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনা প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি অপ্রয়োজনে সড়কে ঘোরাফেরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনে তদারকিসহ কার্যকরি ভূমিকা রাখতেই কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। করোনার ঝুঁকি এড়াতে মনোহরদীতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে
|
'নিম্নআয়ের লোক পেলেই সহায়তা দেওয়া হবে'
|
বৃহস্পতিবার সকালে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ দল সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য উপজেলার বিভিন্ন বাজার এবং মোড়ে টহল কার্যক্রম চালায়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, সেনাবাহিনীর লেফট্যানেন্ট মো. মেহেদী, মনোহরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম উপস্থিত ছিলেন।এ ছাড়া যাত্রী পরিবহন করা অটোরিকশা এবং সিএনজি চালক, অপ্রয়োজনে সড়কে চলাফেরা করা মানুষদের ঘর থেকে বের না হওয়ার আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে মানুষের চলাচল সীমিত করায় কর্মসংকটে পড়া দিনমজুরদের নিত্যপণ্য দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে
|
'নিম্নআয়ের লোক পেলেই সহায়তা দেওয়া হবে'
|
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোহরদী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার খেটে খাওয়া দিনমজুর মানুষদের জন্য সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬শ নিম্নআয়ের পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে পাঁচ শ দিনমজুর রিকশা চালক ও হতদরিদ্র লোকদের মধ্যে ১০ কেজি চাল, চার কেজি আলু ও দুই কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি তেল এবং একটি করে সাবান বিতরণ করা হয়েছে।মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র দিনমজুর রিকশাওয়ালা ও নিম্নআয়ের দুই হাজারের অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যেখানেই নিম্ন আয়ের লোক পাওয়া যাবে সেখানেই এ সহায়তা দেওয়া হবে
|
'নিম্নআয়ের লোক পেলেই সহায়তা দেওয়া হবে'
|
আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য শস্য মজুদ আছে। সুতরাং সহায়তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাছাড়া সড়ক এবং হাট-বাজারে যাতে লোকজন জড়ো হতে না পারে সেজন্য আমাদের কঠোর নজরদারী চলছে। সরকারি নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত সীতাকুণ্ডের এক বৃদ্ধাকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসিইউ থেকে জোরপূর্বক নামিয়ে দিয়েছে চট্টগ্রামের মেহেদীবাদস্থ ন্যাশনাল হাসপাতালের পরিচালক। এ সময় বৃদ্ধার স্বজনদের করুণ আকুতিও ডাক্তারদের মন গলাতে পারেনি। এ ঘটনার মাত্র একঘণ্টার মধ্যেই চিকিৎসার অভাবে বৃদ্ধাটির মৃত্যু হয়। আর মৃত্যুর পরদিন বুধবার ঐ বৃদ্ধার লাশ দাফন শেষে বিকালে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল নমুনা পরীক্ষার রিপোর্ট দিয়ে জানায় তিনি করোনা আক্রান্ত নন
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
এ ঘটনার চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে হতভাগ্য পরিবারটিতে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পন্থিছিলা মৃত মাহমুদুর রহমান চেয়ারম্যান বাড়ির রফিক আহমেদের স্ত্রী মমতাজ জাহান (৬৫) এর জ্বর বেড়ে যাওয়ায় গত শনিবার তাকে সীতাকুণ্ডে চিকিৎসা দিতে চেয়েও ক্লিনিকগুলোতে কোনো ডাক্তার পাওয়া যায়নি। বাধ্য হয়ে তার স্বামী ও সন্তান নাঈম আহমেদ তাকে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাদস্থ ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাকে ভর্তি করাতে কর্তৃপক্ষ জেরা শুরু করেন
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
পরিবারের কেউ বিদেশ থেকে এসেছে কিনা, বাড়ির পাশে কেউ এসেছে কিনা? ইত্যাদি জিজ্ঞাসা শেষে তাকে আইসিইউতে নিয়ে ভর্তি করান ডাক্তারা।মঙ্গলবার সকাল পর্যন্ত চিকিৎসা করে ডাক্তারা বেলা ১১টার দিকে জানান, জ্বরের সাথে শ্বাসকষ্টের কারণে সবাই তাকে করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করছেন। এতে তারা ফৌজদারহাট বিআইটিআইডিতে খবর দিলে বিকাল ৩টার দিকে সেখান থেকে এসে মমজাত জাহানের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়।এদিকে বিকাল ৫টার দিকে ন্যাশনাল হাসপাতালের পরিচালক আবু নাসের এসে বৃদ্ধার স্বামী ও ছেলেকে জানান, মমতাজ জাহানের করোনা হয়েছে বলে সকল চিকিৎসকরা সন্দেহ করছেন
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
তাকে আর এখানে রাখলে চিকিৎসকরা আইসিইউতে আসবেন না বলে জানিয়েছে। তাকে আর আইসিইউতে রাখা সম্ভব হবে না। তাকে অন্যত্র নিয়ে যেতে হবে।এক পর্যায়ে বৃদ্ধার স্বজনদের কোনো আকুতি না শুনে সন্ধ্যা সাড়ে ৬টায় পরিচালক বৃদ্ধাকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসেন
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
এখানে আনার পর থেকে মমতাজ জাহানের অবস্থা দ্রুত অবনতি হতে থাকে এবং মাত্র এক ঘণ্টার মধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর পর হাসপাতালের নার্স থেকে শুরু করে কেউই মৃতদেহ স্পর্শ করেনি। এতে অনেক ভোগান্তি পোহাতে হয় তাদের।এরপর ৭৭ হাজার টাকা বিল দাবি করে কর্তৃপক্ষ
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
শেষে ৬৭ হাজার টাকা পরিশোধ করে লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। গতকাল বুধবার সকালে বৃদ্ধার নিজ বাড়িতে তার লাশ দাফন হয়।এদিকে একই দিন বিকাল ৩টার দিকে ফৌজদারহাট বিআইটিআইডি থেকে ফোন করে জানানো হয় বৃদ্ধা মমতাজ জাহানের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এতে তার স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
বৃদ্ধার ছেলে মো. নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, লকডাউনের কারণে কোথাও চিকিৎসা পাওয়া যাচ্ছে না। আমার মা অসুস্থ হবার পর সীতাকুণ্ডে কোনো চিকিৎসক না পেয়ে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে অনেক অনুরোধ করে ভর্তি করাই। সেখানে তারা দুই তিন দিন চিকিৎসা করে হঠাৎ সন্দেহ করতে থাকেন আমার মায়ের করোনা হয়েছে। সন্দেহের কারণে মাকে চিকিৎসা না দিয়ে আইসিইউ থেকে জোর করে নামিয়ে দেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আবু নাসের
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
এদিকে এই অভিযোগের বিষয়ে জানতে ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা, আবু নাসেরের নম্বরে অনেক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, সেদিন ঐ বৃদ্ধার ছেলেরা রিপোর্টটি দ্রুত দেবার জন্য আমার কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু একটি পরীক্ষার রিপোর্ট দিতে তো ৫-৬ ঘণ্টা সময় লাগে। তাই দ্রুত দেওয়া যায়নি
|
করোনা সন্দেহে বৃদ্ধাকে নামিয়ে দেওয়া হলো আইসিইউ থেকে, অতঃপর...
|
তবে এ রিপোর্ট না পাওয়া পর্যন্ত করোনা সন্দেহ করে চিকিৎসা না করাটা উচিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, এ ধরণের কিছু কিছু অভিযোগ পাচ্ছি। আমরা বারবার বলছি যেন এমনটা না হয়, বিএমএও বলছে কাউকে যেন চিকিৎসা বঞ্চিত করা না হয়। তবুও কিছু ঘটনা ঘটেছে। আমি এরজন্য মনিটরিং কমিটি গঠন করেছি। একটা ভীতি থেকে অনেক ডাক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন। আশা করি দ্রুত এটি কেটে যাবে এবং কেউ চিকিৎসা বঞ্চিত হবে না।
|
দোকান খুলে দণ্ডিত ছয় ব্যবসায়ী
|
করোনা সতর্কতার মাঝে সরকারি নির্দেশ লংঘন করায় যশোরের অভয়নগরে ছয় ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছে থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম।সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম। সরকারি নির্দেশ মোতাবেক নিত্যপণ্য ও ওষুধের দোকান বাদে অন্যান্য সব দোকান বন্ধ থাকার কথা
|
দোকান খুলে দণ্ডিত ছয় ব্যবসায়ী
|
সেক্ষেত্রে খোলা পাওয়া যায় বেশ কয়েকটি দোকান। সেখানে ক্রেতাদের সামাজিক দূরত্ব রক্ষার ব্যবস্থাও ছিলনা। এ অবস্থায় নওয়াপাড়া ছিট বিতানকে তিন হাজার টাকা, নন্দী স্টোরে তিন হাজার টাকা, বিশ্বজিৎ দত্ত স্টোরে এক হাজার টাকা, সাজী বস্ত্রালয়ে চার হাজার টাকা, বসুন্দিয়া ট্রেডার্সে দশ হাজার টাকা ও নবারুন মেশিনারীজে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বিশেষ এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, অভয়নগর থানার এসআই মফিজুর রহমান প্রমূখ।
|
লাকসামে পারিবারিক বিরোধের জেরে পিটিয়ে হত্যা
|
কুমিল্লার লাকসামে পারিবারিক বিরোধের জের ধরে জসিম উদ্দিন (৫০) নামে একজনকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরো তিনজন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার আজগরা ইউনিয়নের ঘাঁটার নোয়াগাঁও গ্রামে। নিহত জসিম উদ্দীন ওই গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে
|
লাকসামে পারিবারিক বিরোধের জেরে পিটিয়ে হত্যা
|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জসিম উদ্দীনের ছেলে ইমান হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আলী আশরাফের মেয়ে রেহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই উভয় পরিবারের মধ্যে নানা বিষয়ে নিয়ে বিরোধ হয়। ওইসব বিরোধ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।একটি সূত্র জানায়, ঘটনার দিন সকালে লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় ইমান হোসেনের সঙ্গে তার শ্যালক মনিরের বাকবিতণ্ডা হয়
|
লাকসামে পারিবারিক বিরোধের জেরে পিটিয়ে হত্যা
|
একপর্যায়ে ইমান তার শ্যালকের পিকআপ গাড়িটির গ্লাস ভেঙে ফলেন। ওই ঘটনা মিমাংসার জন্য ঘাটার নোয়াগাঁও গ্রামে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই দুই পক্ষের মধ্যে বাড়ির পাশে রাস্তায় সংঘর্ষ বাঁধে। এ সময় জসিম উদ্দীন পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে
|
লাকসামে পারিবারিক বিরোধের জেরে পিটিয়ে হত্যা
|
ওই সময় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।নিহত জসিম উদ্দীনের ছেলে ইমাম হোসেনের অভিযোগ, ওইদিন দুপুরে তার শ্যালক মনির, চাচা শ্বশুর মামুন হঠাৎ দলবল নিয়ে তাদের বাড়ি এসে অতর্কিত হামলা চালায় এবং লাঠিসোটা দিয়ে এলোপাতাডি পিটিয়ে তার বাবা-মাসহ তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত অস্বস্থায় তার বাবাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লাকসাম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।ইমাম হোসেন জানান, তার স্ত্রী রেহেনা বেগমের সাথে তার বিভিন্ন সময় পারিবারিক নানা বিষয়ে কথা কাটাকাটি হয়
|
লাকসামে পারিবারিক বিরোধের জেরে পিটিয়ে হত্যা
|
এ নিয়ে সে রাগ করে বাবার বাড়ি নাঙ্গলকোটের বালিয়াপুর গ্রামে চলে যায়। বর্তমানে তার স্ত্রী সেখানে রয়েছে।এদিকে ঘটনার সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
ঘূর্ণিঝড় বুলবুলের ধকল যেতে না যেতেই আসে খাগদোন ভাড়ানী খাল উদ্ধারের কাজ। স্থানীয় প্রভাবশালীদের উচ্চ আদালতে মামলার হুমকি উপেক্ষা করেও দিনের পর দিন চলে উচ্ছেদ অভিযান। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে জেলা প্রশাসনের তরুণ কর্মকর্তাদের সফল প্রচেষ্টায় উদ্ধার হয় অর্ধশত বছরের বেদখল হওয়া বরগুনার খাগদন ভাড়ানী খাল।এরপর ইলিশের জেলা বরগুনাকে ব্র্যান্ডিং করতে হাতে নেওয়া হয় দেশের সর্ববৃহৎ ইলিশ উৎসবের আয়োজন
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
এক মাসের মাথায় উদযাপিত হয় উপমহাদেশের সর্ববৃহৎ জোছনা উৎসব। এরই মধ্যে শুরু হয় মুজিব শতবার্ষিকী। সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে আয়োজন করা হয় সর্বোচ্চ সংখ্যক সামাজিক, সাংস্কতিক ও ক্রিড়াঙ্গনের বর্ণাঢ্য আয়োজন। বরগুনার তিনশতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে চালু করা হয় নন্দিনী হাইজিন কর্নার
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে জেলা প্রশাসনের একদল তরুণ কর্মকর্তার সমন্বয়ে স্থানীয় সামাজিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে চলে জেলা প্রশাসনের এসব কর্মযজ্ঞ। দক্ষ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে মন্ত্রমুগ্ধের মতো কাজ করে চলেন বরগুনা জেলা প্রশাসনের একদল তরুণ কর্মকর্তা।এরই মধ্যে বিশ্ব জুড়ে গেড়ে বসে ভয়াল করোনার প্রাদুর্ভাব। আতঙ্কিত হয়ে পড়ে সারা পৃথিবী
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
করোনার প্রাদুর্ভাব ঠ্যাকাতে মরিয়া সারা বিশ্ব। একটু দেরিতে হলেও করোনা থাবা বসায় বাংলাদেশে। সেই থেকে এ অবধি বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও তাঁর প্রশাসনিক দল এক দিনের জন্যেও বসে থাকেননি। নেননি কোনো বিশ্রামও
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
দিন-রাত এক করে চলছে তাদের করোনা মোকাবেলার যুদ্ধ।তপ্ত দাবদাহে কখনও ভর দুপুরে, কখনওবা গভীর রাতে ডিসি পুলের গাড়ি করে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ছুটে চলেন কর্মহীন দরিদ্র পরিবারের কাছে। প্রধান মন্ত্রীর নির্দেশ- ‘একটি বেলাও যেন কোনো কর্মহীন পরিবার না খেয়ে থাকে না’।মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবীত বরগুনা জেলা প্রশাসনের তরুণ কর্মকর্তাবৃন্দ
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। দিন-রাত চব্বিশ ঘণ্টা মোবাইল ফোনে খোঁজ রাখছেন জেলার ছয়টি উপজেলার ইউএনও, এসিল্যান্ডসহ স্থানীয় নেতৃবৃন্দের কাছে। কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। কড়া নজরদারিতে রাখছেন, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত পণ্য বিতরণে যথাযথ দূরত্ব বজায় রাখা হচ্ছে কিনা
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
শহরে কিংবা গ্রামে সামাজিক দূরত্ব বজায় রাখতে নিয়মিত চলছে মোবাইল কোর্ট। বন্ধ করে দেওয়া হয়েছে জেলার বিশাল দুটি নদী পায়রা ও বিষখালীর প্রায় আটটি রুটের খেয়া পারাপার। শকুনের চেয়েও তীক্ষ্ণ চোখ রাখতে হচ্ছে বাজারদরের দিকে। ফাঁক পেলেই চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে ফেলছে কতিপয় অসাধু ব্যবসায়ী
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
নজর রাখতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, কেউ অহেতুক গুজব ছড়াচ্ছে কিনা। নজর রাখছেন হাসপাতাল পরিস্থিতির উপরেও। সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছে কিনা।অন্যদিকে, থেকে থেকেই শঙ্কা এসে হৃদকম্পন বাড়িয়ে তুলছে কোনো করোনা রোগী শনাক্ত হলো কিনা
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
স্থানীয় কমিউনিটি রেডিও, ডিশ চ্যানেলে প্রচার করতে হচ্ছে করোনা মোকাবেলায় করণীয় বিষয়। করোনা মোকাবেলায় করণীয় বিষয়ে বিতরণ করা হয়েছে হাজার হাজার লিফলেট। এই তো দু’দিন আগে করোনা উপস্বর্গ নিয়ে একজন তরুণ চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হলো। কোনোরকম বিলম্ব ছাড়াই তার নমুনা নিয়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি অ্যাম্বুলেন্সযোগে সাথে সাথে তা পাঠানোর ব্যবস্থা করলেন আইইডিসিআরে
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
একদিন পরেই তার ফলাফল পাওয়া গেল নেগেটিভ। এতসব ঝক্কি ঝামেলা মাথায় নিয়ে কখনও কখনও জেলা প্রশাসক নিজেই হাত লাগাচ্ছেন বস্তা টানার কাজে। সরাসরি ত্রাণ পৌঁছে দিচ্ছেন কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে। বিতরণ করছেন মাস্ক, হ্যান্ড সেনিটাইজার
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, অন্য যেকোনো দুর্যোগের তুলনায় এবারের দুর্যোগের বড় চ্যালেঞ্জ হচ্ছে মৌসুমী বেকারের তালিকা তৈরি। দ্রুততম সময়ের মধ্যে এ কাজটি করতে হচ্ছে। কারণ যতই বিলম্ব ততই নারী ও শিশুসহ সেসব পরিবারের ভোগান্তি। খেয়ে না খেয়ে তাদের রাত্রি যাপন
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
এজন্য দ্রুত গতিতে আমরা তৈরি করে ফেলেছি করোনা কালের কর্মহীন বেকারদের তালিকা।জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি অসহায় তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে পরিবারগুলো। তৃতীয় লিঙ্গের মানুষ এবং বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য প্রথম ধাপে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, আধালিটার সয়াবিন তেল, মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেসব পরিবারের জন্য স্থায়ী আবাসন নির্মানের লক্ষ্যে চলছে স্থান নির্বাচনের কাজ।বরগুনা জেলা এনজিও উন্নয়ন ফেরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা বলেন, দেশের এই সংকটকালে বরগুনা জেলা প্রশাসনের যে উদ্যোগ তা সত্যিই একটি অনন্য উদাহরণ। দিন রাত এক করে ২৪টি ঘণ্টাই তারা কাজে লাগাচ্ছেন করোনা মোকাবেলায়। তাছাড়া জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নানাবিধ সৃজনশীলতা ইতোমধ্যেই বরগুনাবাসীর দৃষ্টি কেড়েছে
|
করোনা মোকাবেলায় অনুসরণীয় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ
|
’বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আরো জানান, ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৯ শত জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল এবং ৫৪ হাজার দরিদ্র পরিবারকে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত তালিকার বাইরে কর্মহীন শ্রমজীবী অসহায় পরিবারের তালিকা তৈরি করে তাদের মাঝে এ পর্যন্ত ৬৫০০ পরিবারে চাল, ডাল, আলু, তেল এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সরবরাহ করা হয়েছে। ’ দেশের এই ক্রান্তিকালে কর্মহীন দরিদ্র পরিবারের সহযোগিতায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তিনি।
|
জুড়ীতে তিনজনকে জরিমানা
|
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা, অযথা বাজারে ঘোরাঘুরি না করা ও হোম কোয়ারেন্টিন মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা না মানায় এদিন তিনজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ’সবার উচিত সরকারের নির্দেশনা মেনে চলা
|
জুড়ীতে তিনজনকে জরিমানা
|
সকলের স্বার্থেই এ সতর্কতা। কেউ তা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ’সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী নিপেন্দ্র দেবনাথকে এক হাজার টাকা, জুতা ব্যবসায়ী জুয়েল আহমদ বলাইকে এক হাজার টাকা ও সিএনজি অটোচালক রাজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেন
|
জুড়ীতে তিনজনকে জরিমানা
|
সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মাহাদী হাসান বলেন, ’জরুরী প্রয়োজন ছাড়া সব ধরণের যানবাহন বন্ধ থাকবে। মানুষের যেন ঘর থেকে বের হতে না হয় সে ব্যবস্থা নেয়া হবে। ’উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, ’নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রয়োজনে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে। ’
|
সুন্দরগঞ্জে যুবককে গলাকেটে হত্যা, তিন আসামি রিমান্ডে
|
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাড়াবাসা থেকে হাসানুর রহমান (২৭) নামে এক যুবকের গলাকেটে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পৌর ছাত্রলীগ নেতা মাইদুলসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে গ্রেপ্তার আসামিদের গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত
|
সুন্দরগঞ্জে যুবককে গলাকেটে হত্যা, তিন আসামি রিমান্ডে
|
এ ঘটনায় গ্রেপ্তার আসামিরা হলেন, পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের মহসিন খন্দকারের ছেলে ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইদুল ইসলাম (২৯), তার বড় ভাই আব্দুর রাজ্জাক (৩৫) এবং রংপুরের কাউনিয়া থানার হরিশর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (২৮)। সে একটি ওষুধ কম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি ও ওই যুবকের প্রতিবেশি ছিলেন।নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বফুলমতি গ্রামের নজির হোসেনের ছেলে। এবং তিনি গ্লোব ফার্মাসিটিক্যালসের স্থানীয় বিক্রয় প্রতিনিধি ছিলেন
|
সুন্দরগঞ্জে যুবককে গলাকেটে হত্যা, তিন আসামি রিমান্ডে
|
দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন হাসান।পুলিশ জানায়, গত রবিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্স (গোরস্থানপাড়া) এলাকার খন্দকার ভিলা থেকে হাসানুরের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন ব পর্যন্ত ওই বাড়ির ভাড়াটিয়া যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশির সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ আরো বাড়ে
|
সুন্দরগঞ্জে যুবককে গলাকেটে হত্যা, তিন আসামি রিমান্ডে
|
পরে বিষয়টি থানা পুলিশকে জানায় প্রতিবেশিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের গলাকাটা ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, ওষুধ কম্পানির ওই বিক্রয় প্রতিনিধিকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত।
|
২০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার
|
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের সরকারি ছুটিতে কর্মহীন মানুষদের জন্য ভর্তূকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। দেশের চেম্বার বা বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে এই ধরনের উদ্যোগ প্রথম। বৃহস্পতিবার থেকে নগরীর বিভিন্ন স্থানে ট্রাকে করে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে।দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালীন পর্যায়ক্রমে নগরীর শ্রমঘন এলাকা গোলাম রসুল মার্কেট, আলকরণ, কাজীর দেউড়ি, কালা মিয়া বাজার, দেওয়ান বাজার, ঝাউতলা বাজার, বায়েজিদ (এম আলম সিএনজি) সহ নগরের বিভিন্ন স্থানে গাড়িতে করে চেম্বারের ভ্রাম্যমাণ এ বিক্রি কার্যক্রম চলবে
|
২০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার
|
ট্রাকে চার ধরনের পণ্য বিক্রি হচ্ছে, আতপ বা সেদ্ধ চাল কেজি প্রতি ২০ টাকা, মসুর ডাল ৪০ টাকা, আলু ১০ টাকা এবং লবণ ১০ টাকা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব পণ্য বিক্রি চলবে।উদ্যোগের বিষয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম কালের কণ্ঠকে বলেন, দেশের যেকোন দুর্যোগ কিংবা সংকটকালীন সময়ে শ্রমজীবী-গরীব মানুষদের পাশে দাঁড়ানো চট্টগ্রাম চেম্বারের রীতি। করোনাভাইরাস মোকাবিলায় সরকারি ছুটিতে যে মানুষগুলো কাজ হারিয়েছে আমাদের এই উদ্যোগে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। দেশের অন্য বানিজ্য সংগঠন কিংবা বড় শিল্প প্রতিষ্ঠান চাইলে এভাবে এগিয়ে আসতে পারে।চেম্বার সভাপতি মাহবুবুল আলম নিরাপদ দুরত্ব বজায় রেখে পণ্য বিক্রিতে সহযোগিতা করতে চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম পুলিশ কমিশনার ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
|
'নির্দেশনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা'
|
আজ থেকে আরো কঠোর হয়েছে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন- এই দুই বিষয়ই করোনা সংক্রমণ ঠেকাতে কার্যকরি ভূমিকা রাখতেই কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ফেরার পথে কথা হয় এ প্রতিনিধির সাথে। তিনি জানান, গ্রামের অধিকাংশ মানুষ জন সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন মেনে চলছেন না
|
'নির্দেশনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা'
|
তাই এ বিষয়গুলো নিশ্চিত করতে আমরা আরো কঠোর হয়েছি। নির্দেশনা অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার থেকে আমরা কঠোর অবস্থান নিয়েছি। সরকারের দেওয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্যকারীদের কোনো প্রকার ছাড় নয়। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে।
|
সরকার খোঁজ নিচ্ছে, তাতেই খুশি ..
|
সরকারি কর্মকর্তাদের হাত থেকে ত্রাণের ব্যাগ নিয়ে আনন্দিত গরীব দুস্থরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী বাঘা উপজেলার আড়ানী আবাসন প্রকল্পের গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও সহকারি কমিশনার (ভূমি) আল্পনা ইয়াসমিন। এ সময় এক বৃদ্ধা বলেন,’সরকার খোঁজ নিচ্ছে, তাতেই আমরা খুশি। ’সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন ঘরে ঘরে অবস্থান করেন সেকারণে ত্রাণ সহায়তা নিয়ে বৃহস্পতিবার সকালেই প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হন তাদের কাছে
|
সরকার খোঁজ নিচ্ছে, তাতেই খুশি ..
|
একযোগে সব ত্রাণ দেয়া সম্ভব না হলেও তারা তালিকা ধরে চেষ্টা অব্যাহত রেখেছেন। সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ‘ প্রথম ধাপে ৩৬ টন ও দ্বিতীয় ধাপে ১৬ টন সরকারি চাল বরাদ্দ হয়েছে। এগুলো দুই পৌরসভা ও সাত ইউনিয়নে বিতরণ করেছি। বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতায় এগিয়ে এসেছে। সম্মিলিত চেষ্টায় আমরা দ্রুতই সংকট কাটাতে পারবো। ’
|
বড়লেখায় ৩২ বস্তা সরকারি চাল উদ্ধার
|
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ফকিরের বাজারের এক জ্বালানি কাঠের দোকান থেকে সরকারি গুদামের ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক প্রদীপ দাসকে (৪৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় এই চাল উদ্ধারের ঘটনা ঘটে। তার বাড়ি ইউনিয়নের মিহারী গ্রামে
|
বড়লেখায় ৩২ বস্তা সরকারি চাল উদ্ধার
|
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বর্নি ইউনিয়নের ফকিরের বাজারের প্রদীপ দাসের দোকানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানে ৩০ কেজি ওজনের ৩২ বস্তা চাল পাওয়া গেছে। প্রশাসনের ধারণা এগুলো ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। চালগুলো জব্দ এবং প্রদীপ দাসকে আটক করে থানায় নেওয়া হয়েছে
|
বড়লেখায় ৩২ বস্তা সরকারি চাল উদ্ধার
|
ইউএনও মো. শামীম আল ইমরান চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, সরকারি গুদামের ৩২ বস্তা চাল উদ্ধার করেছি। এগুলো ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ওই ব্যবসায়ী বলেছেন, এগুলো উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন। কিন্তু এটা কেনাও অন্যায়। এইগুলো কেউ বিক্রি করতে পারেন না। তাঁর বিরুদ্ধে মামলা হবে।
|
কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডিসি
|
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের অসহায় ১৫০ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছৈ দিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে কোনো প্রকার র্পূব প্রস্তুতি বা জনসমাগম ছাড়াই তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন।জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, দেশব্যাপী মানুষ আজ আতঙ্কিত। এ রোগের সংক্রমণরোধে সবাইকে ঘরে থাকতে হয়েছে
|
কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ডিসি
|
তাই কর্মহীন এ সব অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছৈ দেওয়া হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার জানান, ওই আবাসন প্রকল্পে থাকা ১৫০ পরিবার খাদ্যাভাবে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন বিষয়টি জেলা প্রশাসক জানলে তিনি কোন প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই দুপুরে তাদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছৈ দেন।উপজলো প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মো. ইস্রাফিল হোসেন জানান, এ সময় সেখানে ১৫০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, তেল, পেঁয়াজ, লবন এবং ৫ কেজি আলু দেওয়া হয়েছে।
|
ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার
|
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় অপর আরেকটি মোটরসাইকেলের আরোহী পালিয়ে যায়। এ সময় পুলিশ ফেন্সিডিল পাঁচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেলই জব্দ করে।দুপুর পৌঁনে ২ টার দিকে জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালায় পুলিশ
|
ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহী গ্রেপ্তার
|
আটককৃত মোটরসাইকেল আরোহীর নাম সবুজ আহমেদ (২৭)। সে চুয়াডাঙ্গার শান্তিগনগরের মো: আলীর ছেলে।অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, করোনা আতঙ্কের মধ্যে এক্সপ্রেসওয়ে হয়ে পৃথক দুটি মোটরসাইকেলে করে ফেন্সিডিল পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টিম এক্সপ্রেসওয়েতে অবস্থান নেয়। এ সময় পুলিশ পৃথক দুটি মোটরসাইকেলকে পথরোধের চেষ্টা করলে একটি মোটর সাইকেল ফেলে আরোহী দৌড়ে পালিয়ে যায়। অপর মোটরসাইকেলের আরোহী সবুজকে পুলিশ ধরতে সক্ষম হয়। পরে মোটর সাইকেল দুটি থেকে পৃথক চারটি ব্যাগভর্তি অবস্থায় ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
|
'আল্লাহ তুমি প্রধানমন্ত্রী ও বসুন্ধরা চেয়ারম্যানের পরিবারকে আরো বরকত দাও'
|
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের এই ক্রান্তিলগ্নে দেশ জাতির কল্যাণে বসুন্ধরা গ্রুপের এই মহতি উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহানসহ তাঁদের পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের এতিমখানা ও মসজিদে প্রার্থনা করা হয়েছে।এই দোয়ায় ১০-১২ বছরের শিশু এতিমরা দুহাত তুলে চোখের পানি ফেলে বসুন্ধরা গ্রুপের কর্ণধার ও তাঁর পরিবারের সদস্যদেরকে যেন আল্লাহ আরো বেশী বেশী জনকল্যাণে কাজ করার তৌফিক দান করেন সেই বরকতের মিনতি করেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের উদ্যোগ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগর এতিমখানা, অক্টোফিস আবু হানিফা এতিমখানা, অক্টোফিস বাইতুস সালাম মসজিদ ও ইসদাইর শাহী জামে মসজিদে নামাজের পর আদায় করা হয়েছে
|
'আল্লাহ তুমি প্রধানমন্ত্রী ও বসুন্ধরা চেয়ারম্যানের পরিবারকে আরো বরকত দাও'
|
প্রসঙ্গত, গত ২৯ মার্চ রবিবার বিকালে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দেন। একই সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় চীনের হুশেনশান এক হাজার শয্যার হাসপাতালের চেয়ে ৫ গুণ বড় ৫ হাজার শয্যার হাসাপাতাল তৈরি করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি লিখিত প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা গ্রুপের এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে ইতমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে রাজধানীর ইন্টারন্যাশন্যাল কনভেনশন সেন্টার বসুন্ধরা ও বসুন্ধরা ট্রেড সেন্টারকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে
|
'আল্লাহ তুমি প্রধানমন্ত্রী ও বসুন্ধরা চেয়ারম্যানের পরিবারকে আরো বরকত দাও'
|
ইন্টারন্যাশন্যাল কনভেনশন সেন্টার বসুন্ধরার চারটি হল রুম আছে। বড় হল রুমটি ৩০ হাজার স্কয়ার ফিট এবং বাকি তিনটি হল রুমের প্রতিটি ২৪ হাজার স্কয়ার ফিট। এছাড়া বসুন্ধরা ট্রেড সেন্টারের আয়তন এক লাখ ৫০ হাজার স্কয়ার ফিট। এসব স্থাপনায় ৫ হাজার বেডের হাসপাতাল তৈরি করা সম্ভব
|
'আল্লাহ তুমি প্রধানমন্ত্রী ও বসুন্ধরা চেয়ারম্যানের পরিবারকে আরো বরকত দাও'
|
পানি, বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সংযোগ, আলাদা রান্নার ব্যবস্থা ছাড়াও আধুনিক পয়নিষ্কাশন ব্যবস্থাপণাসহ করোনাভাইরাস হাসপাতালের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে এখানে।এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, বসুন্ধরা গ্রুপ জন্মলগ্ন থেকেই দেশ জাতির কল্যাণে কাজ করে আসছে। তারা যে কোন পণ্য তৈরি করলে তা আগে জাতির কি উপকারে আসবে তা ভেবে দেখেন। করোনা পরিস্থিতিতে জাতির কল্যানে সেই ধারাবাহিকতা ধরে রেখে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে রাখলেন এই বৃহত্তর শিল্প গোষ্ঠীটি
|
'আল্লাহ তুমি প্রধানমন্ত্রী ও বসুন্ধরা চেয়ারম্যানের পরিবারকে আরো বরকত দাও'
|
যেখানে হাসপাতালগুলো করা হচ্ছে সেখান থেকে ইচ্ছে করলেই বসুন্ধরা শিল্প গোষ্ঠী কোটি কোটি টাকা মুনাফা অর্জণ করতে পারে। কিন্তু গোষ্ঠীটি মুনাফার দিকে তাকায়নি। এটাই হচ্ছে আল্লাহকে রাজী খুশী করতে তাদের সহী নিয়ত। আর আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ তাদেরকে বরকতে পরিপূর্ণ করবেন।ওই দোয়ায় আরো উপস্থিত ছিলেন, এনায়েনত নগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজআজামান, স্থানীয় মেম্বার সালাউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা মান্নান ভেন্ডার, মো. নাসির উদ্দিন, আমীর হামজাসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
|
স্বস্তির বৃষ্টিতে মাধবপুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি
|
হবিগঞ্জে গত কয়েকদিনে চৈত্রের প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠে। বোরো ধান ক্ষেতের পানি শুকিয়ে যায়। অনেক স্থানে নলকূপ থেকে পানি উঠছিল না। সকলের একটিই প্রার্থনা ছিল বৃষ্টির জন্য
|
স্বস্তির বৃষ্টিতে মাধবপুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি
|
অবশেষে বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে সেই স্বস্থির বৃষ্টি আসলেও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার বিকেলে ৩টায় শুরু হয় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি। এ ধরনের শিলা বৃষ্টি সাম্প্রতিককালে হয়নি। ঝড় ও শিলাবৃষ্টিতে মাধবপুর উপজেলার আন্দিউড়া, আদাঐর ও বুল্লা ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে
|
স্বস্তির বৃষ্টিতে মাধবপুরে ব্যাপক ক্ষয়-ক্ষতি
|
শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। হাওরের বোরো ধানের ক্ষতি হয়েছে।মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনুভা নাশতারান জানান, বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য প্রকল্প বাস্তবায়ন অফিস কাজ করছে।এ দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন জানান, এই বৃষ্টি বোরো ধানের জন্য আর্শীবাদ।চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, এই বৃষ্টিতে চা বাগানগুলো খুবই উপকৃত হবে।
|
শত্রুতার জেরে লবন দিয়ে ধান নষ্ট!
|
বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ধান ক্ষেতে লবণ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারইখালী গ্রামের নূর মোহাম্মদ শিকদারের প্রায় দুই বিঘা ধানি জমিতে বুধবার রাতে লবণ দেওয়া হয়। যার ফলে ধানগাছগুলো মরে যেতে শুরু করেছে। অনেক গাছের গোড়ায় এখনও লবন পড়ে আছে
|
শত্রুতার জেরে লবন দিয়ে ধান নষ্ট!
|
এ ঘটনায় নূর মোহাম্মদ শিকদার বাদী হয়ে প্রতিবেশী আবুল বিশ্বাস ও আলতাফ শেখের বিরুদ্ধে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।নূর মোহাম্মদ শেখ বলেন, বর্গা নিয়ে জমিতে ধান চাষ করেছি। মাসখানেক পরেই এই ফসল ঘরে উঠবে। কিন্তু এই সময় আবুল ও আলতাফ শত্রুতার কারণে আমার মুখের খাবার কেড়ে নিলো
|
শত্রুতার জেরে লবন দিয়ে ধান নষ্ট!
|
আবুল সব সময় আমাকে হুমকি দিয়ে বলতো ১০ কাটা জমি আমাকে দিবি আর না হয় দেখে নিবো। আমি আমার কষ্টের টাকায় রাখা জমি না দেওয়াতে আমার এত বড় ক্ষতি করল। দুই বিঘা জমিতে প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হয়েছে। এ জমিতে কোন ধান হবে না
|
শত্রুতার জেরে লবন দিয়ে ধান নষ্ট!
|
আমি পথের ফকির হয়ে গেছি।তিনি আরো বলেন, পরিবার নিয়ে কিভাবে বছর পার করবো জানিনা। বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নেই। আমি দোষীদের সুষ্ঠ বিচার ও ক্ষতিপূরণ চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন হতদরিদ্র এই কৃষক
|
শত্রুতার জেরে লবন দিয়ে ধান নষ্ট!
|
প্রতিবেশি আবেজান বেগম বলেন, নূর ও তার ছেলেদের ডাক চিৎকারে শুনে ছুটে এসে দেখি সারা জমিতে লবণ ছড়ানো।খোকন সর্দার জানান, ধান নষ্ট হয়ে যাওয়ার কষ্ট কৃষক ছাড়া কেও বুঝবে না। কারন এই ধানেই চলে কৃষকের জীবন। আমার বাড়ির পাশেই নূরের জমি
|
শত্রুতার জেরে লবন দিয়ে ধান নষ্ট!
|
বাপ-বেটায় মিলে রাত দিন খেটে ফসল ফলিয়েছে, সেই ফসল যদি একরাতে শেষ করে দেয় তার চেয়ে মেরে ফেলা ভালো।কচুয়া থানার ওসি শফিকুর রহমান জানান, জমিতে লবন দেওয়ার বিষয়ে নূর মোহাম্মাদ শিকদার নামের এক কৃষক একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
|
জীবাণুনাশক স্প্রেতে বদলে যাচ্ছে সেতাবগঞ্জ পৌর শহর
|
করোনভাইরাস সংক্রমণ রোধে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার চিত্রটা অনেকটা পাল্টে গেছে। করোনা সংক্রমণ রোধে সেতাবগঞ্জ পৌর শহরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।উপজেলার প্রতিটি মসজিদে ওজুখানায় রাখা হয়েছে হাত ধোয়ার সাবান। করোনাভাইরাস সংক্রমণ রোধে রাস্তাঘাট প্রায় ফাঁকা
|
জীবাণুনাশক স্প্রেতে বদলে যাচ্ছে সেতাবগঞ্জ পৌর শহর
|
জনগণকে সচেতনতায় সার্বাক্ষণিক মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, সেতাবগঞ্জ পৌরসভা, বোচাগঞ্জ থানা পুলিশ।সরজিমনে দেখা যায়, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র তিনি নিজেই পৌর শহরের রাস্তাঘাট জীবাণুনাশক স্প্রে এর কার্যক্রম তদারিকতা করছেন। প্রতিদিন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছোট স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক পাউডার মিশ্রিত পানি দিয়ে পৌর কর্মীরা স্প্রে করছেন তিনি।সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর জানান, পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে সচেতনতায় কাজ করছে
|
জীবাণুনাশক স্প্রেতে বদলে যাচ্ছে সেতাবগঞ্জ পৌর শহর
|
জীবাণুনাশক স্প্রে কার্যক্রম আমাদের নিয়মিত চলবে। তিনি আরো জানান, আমরা পৌরসভার নিজস্ব তহবিল হতে এবং ব্যবসায়ীদের সহযোগিতায় ৫০০ জনকে অসহায় দরিদ্র মানুষকে খাদ্রসামগ্রী বিতরণ করেছি। আমাদের কাছে সরকার বরাদ্দ এসেছে। সেটাও অসহায় দরিদ্র মানুষের কাছে বিতরণ করা হবে।জীবাণুনাশক স্প্রের কার্যক্রম উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাঙ্গির আলম লিটন।
|
নিজ সংসদীয় এলাকার মানুষের পাশে আইনমন্ত্রী
|
নিজ সংসদীয় এলাকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ব্যক্তিগত অর্থায়নে তার পক্ষ থেকে কসবার ৬০০ ও আখাউড়ার ৪০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।মন্ত্রীর ঘনিষ্টজন ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, দুই-একদিনের মধ্যেই বিতরণ কাজ শুরু হবে। তিনি আরো জানান, এলাকাবাসীকে সচেতন থাকা ও সরকারি নির্দেশনা মানার অনুরোধ জানিয়ে মন্ত্রীর পক্ষ থেকে বৃহস্পতিবার মাইকিং করা হয়
|
নিজ সংসদীয় এলাকার মানুষের পাশে আইনমন্ত্রী
|
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে “সহায়” নামক ফেসবুকভিত্তিক একটি সামাজিক সংগঠন।এদিকে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘সহায়’ এর উদ্যোগে ২২০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির।জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের মাঝে বৃহস্পতিবার সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস
|
নিজ সংসদীয় এলাকার মানুষের পাশে আইনমন্ত্রী
|
এসব সামগ্রীর মধ্যে ছিলো, মুখোশ, গ্লাভস, ক্যাপ, স্যানিটাইজার, অ্যান্টি হিস্টামিন ওষুধ।এদিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদের পক্ষ থেকে পিপিই দেয়া হয়েছে। বুধবার রাতে জেলা পরিষদ সদস্য ও আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান নাজিম ১৭টি পিপিই তুলে দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমানের হাতে।
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
কয়দিন থাকি যেটে যাও সেটে সবাই খালি হাত ধুবার কয়। বোগলত (কাছে) যাবার মানা করে। মুখত কাপড় নাই বলে বাড়িতও ঢুকবার দেয় না। ভিক্ষাও দেয় না
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
ঘরত কোন দানা পানি নাই। আগত ভিক্ষা করি যা পাইছো তা খায়া দিন গেছে। এখন ভিক্ষা চাওয়ার গেলে দূরত থাকবার কয়। এইদন (এমন) চলছে না খায়া মরা ছাড়া মোর উপায় নাই
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
কথাগুলো বলছিলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা মালতী রাণী। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলা পাড়ায়। কান্দির বাজারের সরকারি পরিত্যক্ত জায়গায় একটি ঝুঁপড়ি ঘরে বসবাস করেন।তিনি বাঁচার আকুতি জানিয়ে বলেন, সবাই খালি কয় বাড়িত থাকি বাড়া যাবার নয় বড় অসুখ ধরবে
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
মোর বুঝি এবার মরণ হয়। তিন দিন থাকি (থেকে) ঘরত খাবার নাই। অসুখ শরীর নিয়া বাড়িত থাকি বাড়বার (বাহির) পাম না। ভিক্ষা না করলে কদিন আর না খায়া বাঁচিম
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
কাইও (কেউ) একনা খাবার দেয় না।বৃহস্পতিবার সরেজমিনে জানা যায়, মালতী রাণীর স্বামী সুটকু দাস মারা গেছে ১০ বছর আগে। দুই ছেলে বিয়ে করে পৃথক হয়েছেন। ছেলেদেরও অভাবের সংসার
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
তাই ভিক্ষাবৃত্তি করেই তার সংসার চলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটাও বন্ধ হয়ে গেছে।তাই করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে মানুষ যখন ঘরে থাকছে তখন জীবন বাঁচার তাগিদে মালতী রানী ঘুরছে মানুষের দ্বারে দ্বারে। এক বেলা খাওয়ার আকুতি জানাচ্ছে সবার কাছে
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
তবুও মিলছে না কোন সাড়া। সত্তরোর্ধ্ব বিধবা মালতী রাণীর ভাগ্যে জোটেনি সরকারি কোন সহযোগিতা। এমনকি বিধবা বা বয়স্ক ভাতার কার্ডও মেলেনি।মালতী রাণীর প্রতিবেশী অতুল চন্দ্র বলেন, মালতী রানীর ছেলেরাও হতদরিদ্র
|
সবাই খালি হাত ধুবার কয়, খাবার দেয় না
|
সরকারের জমিতে ঝুঁপড়ি ঘর তুলে থাকে। ভিক্ষা করে জীবন চলে মালতী রাণীর।স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার মিশ্র বলেন, সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও মালতী রাণী কোন কিছুই পায় না।কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খাঁন বলেন, বরাদ্দ পেলে মালতী রানী ও তার পরিবারকে সহযোগিতা করা হবে।
|
করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য, এনজিওকর্মী আটক
|
মহামারি করোনাভাইরাস নিয়ে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিরুদ্ধে নানা কুৎসা রটনার দায়ে কক্সবাজারে এক এনজিওকর্মীকে আটক করা হয়েছে। র্যাব-১৫ এর সদস্যরা রাশিদুল আমিন (৪৩) নামে এনজিওকর্মীকে আটকের পর আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে।আটক রাশিদুল আমিন কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ ২ নম্বর গলির বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়া নিবাসী নুরুল আমিনের পুত্র
|
করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য, এনজিওকর্মী আটক
|
আটক রাশিদুল আমিন রোহিঙ্গা শিবিওে চাকরি বলে জানা গেছে।কক্সবাজার সদর মডেল থানায় র্যাব-১৫ এর নায়েব সুবেদার সুকুমার রায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ‘সিরাজ সিকদার’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি খুলে রাশিদুল আমিন দীর্ঘদিন ধরে নানা ধরণের আপত্তিকর স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করে আসছিলেন।এমনকি করোনাভাইরাসের মতো মহামারি নিয়ে দেশের সংকটময় সময়ে উক্ত ব্যক্তি নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ও আইন শৃংখলা পরিস্থিতির বিঘ্ন সৃষ্টির চেষ্টা চালায় বলে অভিযোগ আনা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানিয়েছেন, আটক এনজিওকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
অসহায়দের বাড়ি বাড়ি যাচ্ছে খাদ্যসমাগ্রী
|
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিক নির্দেশনায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে করোনাভাইরাস বিস্তাররোধে কর্মহীন অসহায় শ্রমজীবী দুস্থ মানুষদের দূরত্ব বজায় রেখে প্রতিদিন খাদ্যসমাগ্রী বিতরণ করচ্ছে।বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সহসভাপতি ও পৌর মেয়র আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার অধিকারী, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল এর নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরসভা বিভিন্ন স্থানে গিয়ে অসহায় দুস্থ কর্মহীন সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী মধ্যে ছিল, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, বল সাবান ১টি ও মাস্ক।করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে দিনমজুর অসহায় খেটে খাওয়া মানুষগুলোর কর্মহীন হয়ে পড়ে। তাদের কথা চিন্তা করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রায় ২ হাজার কর্মহীন শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
|
ভর্তূকি মূল্যে ভোগ্যপণ্যের সাথে ৫ টাকা কেজিতে টমেটো
|
চট্টগ্রামের নিজ সংসদীয় আসনে আগে থেকেই ভ্রাম্যমাণ ট্রাকে করে শ্রমজীবী মানুষদের জন্য ভর্তূকিমূল্যে ভোগপণ্য বিক্রি করতেন এম এ লতিফ এমপি। নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের অধিবাসীদের জন্য গত ১২ বছর ধরেই তিনি এই কাজটি করছেন। চাল, ডাল, তেল ও আলু বিক্রির সাথে এখন যোগ হয়েছে টমেটো। বৃহস্পতিবার থেকে ওই সংসদীয় এলাকার ১২টি স্থানে ঘুরে ঘুরেও ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে
|
ভর্তূকি মূল্যে ভোগ্যপণ্যের সাথে ৫ টাকা কেজিতে টমেটো
|
ভ্রাম্যমাণ ট্রাকে চাল বিক্রি হচ্ছে কেজি ২০ টাকা, মসুর ডাল কেজি ৪০ টাকা, লবণ কেজি ১০ টাকা, আলু কেজি ১০ টাকা এর সাথে বিক্রি হচ্ছে তরতাজা টমেটো কেজি ৫ টাকায়।উদ্যোগের বিষয়ে এম এ লতিফ এমপি কালের কণ্ঠকে বলেন, শ্রমজীবী মানুষদের জন্য আমার এই প্রচেষ্টা ১২ বছর আগে থেকেই শুরু; এটি চলমান থাকে সবসময়। রমজানের সময় নতুন পণ্য যোগ হয় চিনি, তেল, ছোলা। আবার কোরবানি ঈদে যোগ হয় তেল, পেঁয়াজ
|
ভর্তূকি মূল্যে ভোগ্যপণ্যের সাথে ৫ টাকা কেজিতে টমেটো
|
যখন যেই মৌসুম তখন বাড়তি কিছু পণ্য যোগ হয়। নিয়মিত বিক্রিত ভোগ্যপণ্যের সাথে। আমি বাজার থেকে কিনে এই পণ্য ভর্তুকি দিয়ে বিক্রি করি; আর ভর্তুকি টাকার যোগান দিই নিজ তহবিল থেকে সওয়াবের জন্য।টমেটো যোগ করার পর থেকেই ট্রাকে উপচেপড়া ভিড় দেখা গেছে
|
ভর্তূকি মূল্যে ভোগ্যপণ্যের সাথে ৫ টাকা কেজিতে টমেটো
|
কেজি পাঁচ টাকা টমেটো পেয়ে এবং ঘরের দুয়ারে বিক্রি করতে দেখে সবাই লাইন ধরে নেওয়া শুরু করেছেন।টমেটো বিক্রি কারণ জানতে চাইলে এমপি লতিফ কালের কণ্ঠকে বলেন, দেখুন বাজার ঠিকমতো না বসায় কৃষকরা টমেটো বিক্রি করতে না পেরে মার খাচ্ছেন। আর ভোক্তারাও ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছেন না। তাই ট্রাকগুলো বিভিন্ন স্থান ঘুরে ঘুরে যখন বিক্রি করছেন তখন গরিব মানুষগুলো সবজিটা কিনতে পেরে খুশি হচ্ছেন। আর করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ভিটামিন সি খাওয়ার জন্য শ্রমজীবী গরিব মানুষগুলো টমেটো বেছে নিচ্ছেন।
|
সেনাবাহিনীর অভিযানে প্রবাসীর বিয়ে পণ্ড
|
কুমিল্লার নাঙ্গলকোটে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণরোধে উপজেলা প্রশাসন ও কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ানের যৌথ বিশেষ অভিযানে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে এক প্রবাসীর বিবাহ পণ্ড করা হয়েছে। এ সময় কনের পিতার থেকে মুচলেকা নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।বর উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মালয়শিয়া প্রবাসী মো. নাহিদ। এ ছাড়াও উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়
|
সেনাবাহিনীর অভিযানে প্রবাসীর বিয়ে পণ্ড
|
বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা মূলক নানান দিক নিদের্শনা দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পুলিশ সদস্যরা।
|
এক ভাইয়ের মৃত্যু, অরেক ভাই হাসপাতালে
|
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আমেরিকার নিউইর্য়ক প্রবাসী আবু জাফর (৬২)। তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪ টায় মারা যান। জাফর উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা মহল্লার বাসিন্দা। তার বড়ভাই নিউর্য়াক প্রবাসী হযরত আলী (৭০) করোনাভাইরাসে হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন
|
এক ভাইয়ের মৃত্যু, অরেক ভাই হাসপাতালে
|
আবু জাফরের আত্মীয় আব্দুল আলিম জানান, ১৯৯২ সালে জাফর ডিভি লটারী পেয়ে আমেরিকা চলে যান। সেখানে তিনি ব্যবসা করতেন সপ্তাহ খানেক আগে জাফর করোনাভাইরাসে আক্রান্ত হন। বৃহস্পতিবার আমেরিকার নিউর্য়কে তিনি মারা যান। একই সাথে তার ভাই হযরত আলীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
|
সড়কে টাস্কফোর্স, উধাও আড্ডা
|
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। এতে যারা সরকারি নির্দেশনা অমান্য করে ঘরের বাইরে আড্ডা শুরু করেছিলেন তারা উধাও হয়েছেন সড়ক থেকে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘরের বাইরে।সূত্র জানায়,বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও ক্যাপ্টেন গালিবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়
|
সড়কে টাস্কফোর্স, উধাও আড্ডা
|
উপজেলা সদরের বড় বাজার, আদর্শ বাজার,গ্যানিংগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করেন টাস্কফোর্সের সদস্যরা। যারা ঘরের বাইরে অবস্থান করছিলেন তাদের বুঝিয়ে দ্রুত বাড়িতে পাঠানো হয়।অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, ’করোনা পরিস্থিতিতে জনগণকে রক্ষা করতেই পুলিশ কাজ করছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে যেন বের না হন সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে
|
সড়কে টাস্কফোর্স, উধাও আড্ডা
|
’উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার বলেন, ’করোনাভাইরাস থেকে নিজে সুস্থ থাকতে হবে, অন্যকে সুস্থ রাখতে হবে। এজন্য আড্ডা, গনজমায়েত করা যাবে না। সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। ’
|
সামাজিক দূরত্ব শুধু কথার কথা, মানছে না কেউ
|
ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের সামাজিক দূরত্ব রক্ষা করে চলাচলের ঘোষণা কথার কথায় পরিণত হয়েছে। কোথাও কেউ মানছে না। হাট-বাজারগুলোতে শরীর ঘেঁষে চলাচল ও রাস্তার মোড়ের দোকান পাঠে সামাজিক দূরত্ব অমান্য করে চলে রসালো আড্ডা। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে
|
সামাজিক দূরত্ব শুধু কথার কথা, মানছে না কেউ
|
এ ব্যাপারে পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের তৎপরতা থাকলেও উপজেলা প্রশাসনের কোনো টিমকে মাঠে পাওয়া যায় না।জানা যায়, মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের কঠোর ঘোষণা অন্যতম। লোক সমাগম কমাতে সরকার শপিংমল থেকে গ্রাম-গঞ্জের সাপ্তাহিক হাট বাজার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দোকানপাট খোলা রাখার অনুমতি দিলেও করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছেন
|
সামাজিক দূরত্ব শুধু কথার কথা, মানছে না কেউ
|
কিন্তু প্রশাসনিক দুর্বলতার কারণে সেই নির্দেশনা মানছেন না কেউ। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত ভোগ্য পণ্য ও কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব চিহ্ন বা প্রশাসনের কোনো ভলান্টিয়ার না থাকায় শরীর ঘেঁষে লোকজন চলাচল করছে। রাস্তার মোড়ে মোড়ে চা স্টল ও দোকানপাটে চলে অহেতুক আড্ডা।অটো রিকসাগুলোতে গাদাগাদি করে ওঠানো হয় যাত্রী
|
সামাজিক দূরত্ব শুধু কথার কথা, মানছে না কেউ
|
থানা পুলিশ টহল দেওয়ার সময় লোকজন সড়ে গেলেও আবার পরে ফিরে এসে চলে আড্ডা। সরকারের সামাজিক দূরত্ব রক্ষার ঘোষণা অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় সামাজিক দূরত্ব এখন কথার কথায় পরিণত হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক স্কুলশিক্ষক বলেন, বাংলাদেশে যদি করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়ায় তা হলে শুধু সামাজিক দূরত্ব না মানার কারণে ছড়াবে। এই ঘোষণাটি কঠোরভাবে রক্ষা করা উচিত
|
End of preview. Expand
in Data Studio
- Downloads last month
- 6