title
stringlengths
9
88
content
stringlengths
70
4.48k
বেনাপোল বন্দর পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল
বেনাপোলের অবকাঠামোগত উন্নয়নসহ আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি ফেরাতে বেনাপোল-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতকরাসহ বাইপাস সড়কের প্রশস্তকরণ, পণ্য লোড আনলোডের সরঞ্জাম এবং জনবল বৃদ্ধির লক্ষে রবিবার বিকেলে সড়ক ও জনপথসহ বিশ্ব ব্যাংকের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল বন্দর ও চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।এর আগে বেনাপোল বন্দর প্যাসেজ্ঞার টার্মিনালের কনফারেন্স রুমে বন্দর, কাস্টম ও সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রতিনিধিদলটি। উন্নয়ন কর্মকাণ্ডের পূর্ব প্রস্ততি হিসেবে প্রতিনিধি দলের বেনাপোল পরিদর্শন বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।বাংলাদেশ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজা আহম্মেদ জাবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মুন্নি জাহান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, স্থলবন্দর বেনাপোল উপপরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল কাস্টমের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা, বন্দরের সহকারী পরিচালক মেহেদী হাসান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজনসহ ভারত, নেপাল, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জনের মৃত্যু
খুলনার রূপসা বাইপাস সড়কে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজনই প্রাইভেটকারের যাত্রী। অন্যজন পথচারী।আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে সড়কের লবণচরা থানার সামনে খাজুর বাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
খুলনায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জনের মৃত্যু
নিহতদের নাম পরিচয় জানা যায়নি।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রাইভেটকার মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল। রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি। দুটি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন পথচারী ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।তিনি জানান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
ঈশ্বরদীতে যুবলীগ নেতা ছুরিকাহত
পাবনার ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরী কাচারীপাড়ায় রেলওয়ে কলোনির একটি কোয়াটার দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত হয়েছেন পৌর যুবলীগের সহ সভাপতি স্বপন ইসলাম। তিনি ওই এলাকার মৃত আহমেদ আলীর ছেলে।রবিবার রাতে শহরের কাচারী পাড়ার আল হেলা জামে মসজিদ সংলগ্ন সূর্য্যের ধান চাতালের সামনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা কালের কণ্ঠকে জানান, যুবদলের কিছু ছেলে কাচারীপাড়ায় রেলওয়ের কলোনির একটি কোয়াটারে আড্ডা দিতো
ঈশ্বরদীতে যুবলীগ নেতা ছুরিকাহত
রবিবার বিকেলে পৌর যুবলীগের সহ-সভাপতি স্বপনসহ যুবলীগের একদল ছেলে গিয়ে কোয়াটার থেকে বিএনপি সমর্থিত ছেলেদের বের করে দিয়ে নিজেদের দখলে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও যুবদলের কর্মীদের মধ্যে রেশারেশির সৃষ্টি হয়। রাত আনুমানিক ৮ টার দিকে যুবদলের কিছু ছেলে সঙ্গবদ্ধ হয়ে ওই কোয়াটারে আসে। তখন তারা যুবলীগ নেতা স্বপনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে আহত করে
ঈশ্বরদীতে যুবলীগ নেতা ছুরিকাহত
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ) ডাক্তার শফিকুল ইসলাম শামিম মুঠোফোনে কালের কণ্ঠকে জানান, আহত স্বপনের এক পায়ের হাঁটুতে ধারালো অস্ত্রের কোপ ও মুখে ছুরিঘাত করা হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী মুঠোফোনে কালের কণ্ঠকে জানান, রেলওয়ের একটি কোয়াটারে বিএনপির যুবদলের ছেলেরা আড্ডা দিচ্ছিলেন। যুবলীগের ছেলেরা সেখানে আড্ডা দিতে গেলে ছুরিকাঘাতে ঘটনা ঘটে
ঈশ্বরদীতে যুবলীগ নেতা ছুরিকাহত
বিশৃঙ্খলা রোধে শহরে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ।এদিকে পৌর যুবলীগের সহ সভাপতি স্বপন ইসলাম ছুরিকাঘাতে আহত হওয়া খবর শহরে ছড়িয়ে পড়লে আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
পাকুন্দিয়া শিম নিয়ে বিপাকে চাষীরা
কিশোগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শিম নিয়ে বিপাকে আছে চাষীরা। বর্তমান পাইকারী বাজারে প্রতি কেজি শিম ৪-৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে বড় ধরনের লোকশানের মুখে পড়েছে শিম চাষীরা।উপজেলার চরফরাদী গ্রামের শিম চাষী সবুজ মিয়া জানান, পাইকারী বাজারে ১ মণ শিমের সর্বোচ্চ মূল্য ২০০ টাকা
পাকুন্দিয়া শিম নিয়ে বিপাকে চাষীরা
অপর দিকে একজন দিনমজুরের দৈনিক মজুরি ৫০০ টাকা। একজন দিনমজুর সারাদিনে শিম তুলতে পারেন ২ মণ। বাজারে ২ মণ শিমের মূল্য ৪০০ টাকা।অপরদিকে দিনমজুরকে দিতে হবে ৫০০ টাকা
পাকুন্দিয়া শিম নিয়ে বিপাকে চাষীরা
শিম গাছ থেকে তুললেও লোকশান। বাজারে নিলেও লোকশান। এই ভয়ে গাছ থেকে শিম তুলছেন না কেউ। গাছের শিম গাছেই নষ্ট হচ্ছে।
ধর্মপাশায় পিআইসি কমিটি গঠনে আনিয়মের অভিযোগ
চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঘুরমার হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামত কাজে পানি উন্নয়ন বোর্ডের অধীনে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত পিআইসি কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।রবিবার দুপুরে ঘুরমার হাওর নামে ফসলরক্ষা বাঁধ মেরামতের দায়িত্বে থাকা ৬৫ নম্বর পিআইসি’র সভাপতি ও সরস্বতীপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের বিরুদ্ধে একই গ্রামের কৃষক আনিছ মিয়া বাদী হয়ে এ লিখিত অভিযোগটি দায়ের করেন।অভিযোগে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৮টি হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের অধীনে স্থানীয় কৃষকদের সমন্বয়ে ৮৭টি পিআইসি কমিটি গঠন করা হয়। এর বিপরীতে পাউবো থেকে ১৬ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়
ধর্মপাশায় পিআইসি কমিটি গঠনে আনিয়মের অভিযোগ
আর ওইসব বাঁধ মেরামতের কাজ গত বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। কিন্তু উক্ত পিআইসি কমিটিগুলো প্রকৃত কৃষকদের সমন্বয়ে গঠন করার কথা থাকলেও সে ক্ষেত্রে সুনামগঞ্জ পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ও ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহমুদুল ইসলামের যোগসাজসে গুরমার হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতের জন্য গঠিত ৬৫ নম্বর পিআইসি কমিটির সভাপতি হাবিবুর রহমানসহ যে পাঁচ জনকে ওই কমিটিতে সদস্য করা হয়েছে তাদের কেউই প্রকৃত কৃষকনা। এমনকি তাদের ওই হাওরে কোনো জমিও নেই। তাই তারা বাঁধ মেরামত কাজেও ব্যাপক অনিয়ম করে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়
ধর্মপাশায় পিআইসি কমিটি গঠনে আনিয়মের অভিযোগ
অভিযুক্ত পিআইসি’র সভাপতি হাবিবুর রহমান বলেন, আমার বাবার রেখে যাওয়া কিছু বোরো জমি রয়েছে পাশের কাইলনী হাওরে। তবে কমিটির অন্য সদস্যদেরও ওই হাওরে কোনো জমি নেই বলে তিনি স্বীকার করেন।তিনি আরো বলেন, আমাকে ওই বাঁধ মেরামতের জন্য ১৭ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আমি বাঁধ মেরামতের জন্য মাটি কাটার মেশিনের মালিককে ১৪ লাখ টাকার মধ্যে চুক্তিতে দিয়ে দিয়েছি এবং এ বিষয়টিও আমি বাঁধ মেরামতের দায়িত্বে থাকা তদারকি কর্মকর্তা মাহমুদুল ইসলামকে মৌখিকভাবে জানিয়েছি
ধর্মপাশায় পিআইসি কমিটি গঠনে আনিয়মের অভিযোগ
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাহমুদুল ইসলাম বলেন, পিআইসি গঠনে আমার কোনো হাত নেই। সেটি সম্পূর্ণভাবে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির দায়িত্ব। আমি শুধু বাঁধের কাজ সঠিকমতো হচ্ছে কিনা তা তদারকি করার দায়িত্বে রয়েছি। তবে অভিযোগের বিষয়টিও আমরা তদন্ত করে দেখব।উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান কালের কণ্ঠকে বলেন, বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এখন কি এ ধরনের অভিযোগ করা ঠিক? তবে বাঁধ মেরামত কাজে কোনো ধরনের গাফিলতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শাজাহানপুরে দলীয় মনোনয়ন পেলেন ছান্নু
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।এর আগে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলামকে একক প্রার্থী হিসেবে কেন্দ্র কমিটিতে তালিকা পাঠায় জেলা আওয়ামী লীগ। তিনজন দলীয় মনোনয়ন প্রত্যাশী থাকার পরও জেলা কমিটি একক প্রার্থীর নাম তালিকায় পাঠানোর কারণে অপর প্রার্থীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।অবশেষে রবিবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে প্রস্তাবিত একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলামের পরিবর্তে নৌকার মাঝি হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু
শাজাহানপুরে দলীয় মনোনয়ন পেলেন ছান্নু
দলীয় নেতা-কর্মীরা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্যানা, ব্যানার, ফেসটুন টানানোসহ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গোটা উপজেলা সরগরম করে রেখেছেন যুবলীগ নেতা প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। যোগ্য ব্যক্তি দলীয় মনোনয়ন পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস দেখা দিয়েছে।দলীয় মনোনয়ন পাওয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়তে চাই।
গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় ও শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টায় উপজেলার পাগলা থানাধীন বিরই ফাজিল মাদরাসায় এ অনুষ্ঠান হয়।বিরই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নিরুপমা দেবনাথ, সাধারণ সম্পাদক রফিকুল বাশার, সদস্য আজিম উদ্দিন মাস্টার, প্রভাষক গোলাম মোহাম্মদ ফারুকী, মাদরাসা অধ্যক্ষ মোছলেহ উদ্দিন, উপাধ্যক্ষ আহসান হাবিব, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এ কে এম তৈয়ব, আলিম শ্রেণির শিক্ষার্থী জিএম জিদেনী প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ উপস্থিত সকলকেই দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
হাকিমপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন হারুনুর রশীদ
আসন্ন দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন পেলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন।উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তালিকা প্রকাশ করেন।এর আগে শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দ্বিতীয় ধাপের মনোনয়ন চূড়ান্ত করা হয়। দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ১৮ই মার্চ।
কচুয়া ও চিতলমারীতে সরস্বতী পূজা উদযাপিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারী ও কচুয়া উপজেলায় রবিবার পালিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজার উৎসব। দিবসটি উদযাপন উপলক্ষে এখানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহসহ মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিনভর নতুন সাজে মেতে ওঠে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষেরা। দেবীর সামনে শিশুদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের 'হাতেখড়ি' দিয়ে বিদ্যাচর্চার সূচনা করা হয়
কচুয়া ও চিতলমারীতে সরস্বতী পূজা উদযাপিত
চিতলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা জানান, এই উপজেলায় ১৫০টি মন্দিরসহ শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ১১১টি প্রাথমিক বিদ্যালয়, চারটি কলেজ ও প্রায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
দিরাই-শাল্লায় চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ ঘরানার ৭ প্রার্থী।রবিবার বিকাল ৪টা পর্যন্ত দিরাই উপজেলা নির্বাচন অফিস থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দলীয় মনোনয় প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।শাল্লা উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুই উপজেলায় দলীয় প্রার্থী ছাড়াও আওয়ামী ঘরানার অপর ৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। রবিবার বেলা ১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রদীপ রায়ের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়, তথ্য ও গবেষণা সম্পাদক ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, উপজেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর সবুজ মিয়া, কাউনিসলর এ বি এম মাসুম প্রদীপ, যুবলীগ নেতা লালন মিয়া, কামরুজ্জামান, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নেতা ছাদিকুর রহমান ছাও মিয়া, পৌর যুবলীগের সভাপতি সারোয়ার আহমেদ, সহ-সভাপতি রাহাত মিয়া রাহাত, ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, রাজীব রায় প্রমুখ।
নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বিকেলে সদর উপলোর ঢাকা-সিলেট মহাসড়কের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন, মাধবদী পৌরসভার টাটাপাড়া এলাকার রক্সি ও পৌলানপুর এলাকার রাব্বী মিয়া
নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মোটরসাইকেল আরোহীরা স্থানীয় সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠছিল। ওই সময় মাধবদী থেকে নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রক্সি ও রাব্বী মারা যায়। স্থানীয় লোকজন কাভার্ডভ্যান চালককে আটককে পুলিশে সোপর্দ করেছে।তিনি বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা বিনাময়না তদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন।
গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে ৬০০ কেজি পলিথিন জব্দ
গোপালগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে র্যাব-৮। এ সময় ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের এ অভিযান চালানো হয়।র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি মো. আব্দুস সবুর শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সরকার নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা স্টোরে অভিযান চালানো হয়
গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে ৬০০ কেজি পলিথিন জব্দ
পরে ওই দোকানের গুদাম থেকে সরকার নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে গুদামজাত করার দায়ে দোকান মালিক মনীন্দ্র বালা ও পলিথিন ট্রাকে করে নিয়ে পালানোর অপরাধে ড্রাইভার অসিত বিশ্বাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোকান মালিক মনিন্দ্র বালাকে ২০ হাজার ও ট্রাক ড্রাইভার অসিত বিশ্বাসকে পলিথিন নিয়ে পালানো চেষ্টার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মৃত্যু
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুরগ্রামে এ ঘটনা ঘটে। মৃত ছোটবড়ু বেগম (৫৬) ওই গ্রামের মৃত সোনাউদ্দিনের স্ত্রী।পুলিশসূত্রে জানা গেছে, ছোটবড়ুর ছেলে নজরুল শেখ (৩৬) এর সাথে আট বছর আগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সমেশপুর এলাকার লিপি বেগমের (৩০) বিয়ে হয়
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মৃত্যু
ওই দম্পতির তিন বছর বয়সের একটি ছেলে ও এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে।গতকাল দুপুরে লিপি বেগমের সাথে তার স্বামী নজরুলের ঝগড়া হয়। এক পর্যায়ে নজরুল ঘরের আসবাবপত্র ভেঙে বাড়ি থেকে বের হয়ে যান। ওই সময় ছোটবড়ু বেগম বাড়ির বাইরে ছিলেন
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মৃত্যু
স্বামী ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ছোটবড়ু বাড়িতে আসেন। এ সময় লিপি বেগম তার শাশুড়িকে ভাঙচুরের দৃশ্য দেখাতে তাকে ঘরে নিয়ে যেতে চান। পুত্র বধূ লিপি বেগম শাশুড়ি ছোটবড়–কে হাত ধরে ঘরের মধ্যে নেওয়ার সময় দরজার গ্রিলের সাথে ছোটবড়ুর মাথা আঘাত লাগলে তিনি আহত হন। আহত ছোটবড়ু বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান
ফরিদপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ির মৃত্যু
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে লিপি বেগমকে আটক করেছে। মৃত ছোটবড়ু বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আব্দুল খালেক তালুকদার অরফে মালেক নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের ছোরা ককটেলের শব্দে নিহত হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক তালুকদার অরফে মালেক (৭২) উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া গ্রামের মৃত. আব্দুল কাদির তালুকদারের ছেলে।পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হালেম তালুকদার (৫০) সঙ্গে তার চাচাতো ভাই আবু তালুকদারের (৬৫) এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
সেই বিরোধের যের ধরে রোববার বেলা ১১টার দিকে আবু তালুকদারের ভাতিজা আরিফুল ইসলাম মুছা ঢাকা যাওয়ার পথে পূর্ব ছাব্বিশ পাড়া এলাকায় গেলে আব্দুল হালেম তালুকদার তার লোকজন বাধা দেয় এবং পরে বাক বিতন্ডা হয় । বাক বিতন্ডার এক পর্যায়ে দু'পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। সংঘর্ষে অলি তালুকদার (৪০), আরিফুল ইসলাম মুছা (১৯), ছায়দুল তালুকদার (৩৫) আহত হয়। আহতদের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
পরে আব্দুল হালেম তালুকদারের লোকজন গিয়ে আবু তালুকদারের বাড়িতে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে আবু তালুকদারের বড় ভাই আব্দুল খালেক তালুকদার মাটিতে লুটিয়ে পরে । তখন স্থানীয়রা খালেক তালুকদারকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে।বিকেলে ইউপি সদস্য আব্দুল খালেক তালুকদারের বাড়িতে তল্লাশি করে জাজিরা থানা পুলিশ
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
তখন বাড়ির পশ্চিম পাশের একটি পরিত্যাক্ত ঘর থেকে ১৪টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথম বিরাজ করছে।নিহত আব্দুল খালেক তালুকদার অরফে মালেকের মেয়ে নান্নু আক্তার বলেন, আমার বাবাকে হত্যা করেছে মেম্বর আব্দুল হালেম তালুকদারের লোকজন। আমার বাবার হত্যাকারীদের বিচার চাই
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
ইউপি সদস্য আব্দুল হালিম তালুকদারের স্ত্রী সেলিনা বেগম (৩৮) বলেন, আবু তালুকদারের লোকজন আমাদের উপর হামলা করে । আমাদের কেহ ককটেল মারতে যায়নি। ওরা মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, ককটেল পাওয়া গেছে হাজী নুরুল হক মাদবরের ঘরে
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
আমাদের ঘরে না। নুরুল হক মাদবর আবু তালুকদারের লোক।জাজিরা থানার তদন্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন শেখ বলেন, পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার পর ইউপি সদস্য আব্দুল হালেম পালিয়েছে
জাজিরায় ককটেলের শব্দে বৃদ্ধের মৃত্যু
হালেমের বাড়ির পশ্চিম পাশে হাজী নুরুল হক মাদবরের পরিত্যাক্ত ঘর তল্লাশি করে ১৪ টি ককটেল উদ্ধার করি। নিহতের ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর কেড়ে নিলেন শিক্ষক
কুলাউড়ায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শনিবার গণিত পরীক্ষার সময় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কোন কারণ ছাড়াই নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন এক পরীক্ষার্থীর পিতা মোঃ হাবিবুর রহমান খাঁন।অভিযোগ থেকে জানা যায়, শনিবার পরীক্ষার সময় কুলাউড়া কেন্দ্র নং-১ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ১২ এবং ১৩নং কক্ষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে কোনো কারণ ছাড়াই নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আমির হোসেন এবং কেন্দ্র সহযোগী বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক আব্দুর রাজ্জাক কক্ষ দুইটির ছাত্রীদের নন-প্রোগ্রামেবুল ক্যালকুলেটর নিয়ে নেন।যাতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ভালো ফলাফল করতে না পারে
কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর কেড়ে নিলেন শিক্ষক
এমনকি ওই দুইটি কক্ষের ছাত্রীদের নৈব্যক্তিক পরীক্ষার ২০ মিনিট পর্যন্ত হলে অবস্থান করে ঘন্টা না বাজার আগে সময় শেষ সময় শেষ বলে চেচাঁমেচি করেন এবং পরীক্ষায় ছাত্রীদের ক্যালকুলেটর হাতে নিয়ে কেন্দ্র সহযোগী আব্দুর রাজ্জাক সাইন্টিফিক ক্যালকুলেটর গ্রহণ যোগ্য নয় বলে ছাত্রীদের সাথে ক্যালকুলেটর নিয়ে টানাটানি করেন যাতে পরীক্ষার সময় নষ্ট হয়। তাতে ছাত্রীরা যথাসময়ের মধ্যে পরীক্ষার উত্তর শেষ করতে পারেনি। প্রায় ৫০ মিনিট পর কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষার হল পরিদর্শন করতে গেলে ছাত্রীদের সকল ক্যালকুলেটর ফেরত দেয়া হয়। এতে পরীক্ষায় ছাত্রীদের অপূরণীয় ক্ষতি হয় এবং ছাত্রীরা বাড়িতে গিয়ে কান্না-কাটি করে মানসিকভাবে ভেঙ্গে পড়ে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়
কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর কেড়ে নিলেন শিক্ষক
পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট পর ১৩ নম্বর কক্ষে ২ জন হল পর্যবেক্ষক থাকা সত্বেও উদ্দেশ্যে প্রণোদিত ভাবে ছাত্রীদের হুয়রানি করার জন্য কেন্দ্র সচিব অতিরিক্ত ভাবে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসি কাওছার চৌধুরীকে অন্য কক্ষ থেকে এনে ওই কক্ষে অহেতুক নিযুক্ত করেন। শিক্ষিকা ফেরদৌসি পরীক্ষার্থীদের সাথে কঠোর আচরণ ও বাজে কথা বলেন এমনকি বহিস্কার করে দিবেন বলে হুমকিও দেন।নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আমির হোসেন রবিবার রাতে কালের কণ্ঠকে বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ক্যালকুলেটর নিয়েছেন সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। গণিত শিক্ষক আব্দুর রাজ্জাক ও আমি নন-প্রোগ্রামেবুল ক্যালকুলেটর তাদের কাছ থেকে নেইনি
কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর কেড়ে নিলেন শিক্ষক
আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আর ১৩ নম্বর কক্ষে হল পরিদর্শক না থাকায় আমাদের বিদ্যালয়ের ফেরদৌসি কাওছার চৌধুরীকে দেয়া হয়েছে।এসএসসি পরীক্ষা কুলাউড়া কেন্দ্র নং-১ এর ভেন্যু কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন রবিবার রাতে কালের কণ্ঠকে বলেন, পরীক্ষা শুরুর পূর্বে বিদ্যালয়ের প্রধান ফটকে সকল পরীক্ষার্থীদের তল্লাশি করে সবাইকে নন-প্রোগ্রামেবুল ক্যালকুলেটর নিয়ে ভিতরে প্রবেশ করতে দেই। আমার বিদ্যালয়ের সকল ছাত্রীরা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে এবং আমার বিদ্যালয়ে ওই স্কুলের সকল শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে
কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর কেড়ে নিলেন শিক্ষক
গণিত পরীক্ষার দিন আমি নিজে ওই স্কুলে গিয়ে কেন্দ্র সচিবকে সাথে নিয়ে পরিদর্শন কালে ১৩ নম্বর কক্ষে তিনজন পরিদর্শককে আমি দেখতে পাই। ৪০ জন পরীক্ষার্থীর জন্য দুজন পরিদর্শক দায়িত্ব পালন করার কথা থাকলেও ফেরদৌসী কাওছারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এই কক্ষে দায়িত্ব পালন করান।মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার রবিবার রাতে কালের কণ্ঠকে বলেন, আমি বিষয়টি শুনেছি। আমার কাছে একটি অনুলিপি পাঠানো হয়েছে
কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর কেড়ে নিলেন শিক্ষক
ইউএনও স্যারের সাথে আলাপ করে একটি সিদ্ধান্ত নেয়া হবে। আর নন-প্রোগ্রামেবুল সকল ক্যালকুলেটর পরীক্ষার্থীরা সাথে নিতে পারবে। এতে কোনো বিধি নিষেধ নেই।কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ রবিবার রাতে কালের কণ্ঠকে বলেন, বিষয়টি আমি দেখতেছি। পরীক্ষার্থীদের কাছ থেকে যে ক্যালকুলেটর নেয়া হয়েছে শুনে আমি হল পরিদর্শন করতে গেলে সেগুলো পুনরায় পরীক্ষার্থীদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
আমতলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত আ'লীগ প্রার্থী
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান। আমতলী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মতিউর রহমানের প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মোঃ মতিয়ার রহমান। এ নিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আমতলী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার চার প্রার্থীর মধ্যে জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, চাঁন মিয়া নামের তিন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোঃ মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়িয়ায় পুলিশের এসআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের সেলিম নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআই-এর বিরুদ্ধে।অভিযুক্ত এসআই মোহাম্মদ আলী জামালপুর সদর থানায় কর্মরত বলে পুলিশ জানিয়েছন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। এ ঘটনায় আজ রবিবার সকালে এসআইয়ের সৎ মা ফিরুজা খাতুনকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ফুলবাড়িয়া থানার পুলিশ
ফুলবাড়িয়ায় পুলিশের এসআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ
তাঁর দেওয়া তথ্যমতে এসআই মোহাম্মদ আলীর গরুর ফার্মের পাশে পুকুর পাড়ের মাটির গর্ত থেকে নিহত যুবকের রক্তমাখা কাপড় চোপড়, রশি, লোহার রড ও শিকল উদ্ধার করে পুলিশ।নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে আন্ধারিয়া পাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র সেলিম মিয়াকে তাঁর স্ত্রীর সামনে থেকে রিয়াদ নামের এক যুবক ডেকে নিয়ে যায় এসআই মোহাম্মদ আলী গরুর ফার্মের ভিতরে। রাতে ফার্মে আটক রেখে শিকল দিয়ে হাত পা বেঁধে যুবককে নির্মমভাবে মারপিট করে এসআই মোহাম্মদ আলী, তাঁর ভাই মোহাব্বত আলী ও তাঁর ভাতিজা রিয়াদ।এ সময় সেলিমের অবস্থা আশংকাজনক দেখে গভীর রাতে সিএনজিযোগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত বলে ভর্তি করে ঘাতকরা পালিয়ে যায়
ফুলবাড়িয়ায় পুলিশের এসআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ
রবিবার সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যুবক সেলিমের মৃত্যু হয়।নিহতের স্ত্রী মুক্তিযোদ্ধার কন্যা ফাতেমা খাতুন বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করে। মুখে কাপড় ঢুকিয়ে লোহার রড দিয়ে মারতে মারতে তাঁর বাম পা ভেঙে ফেলে শরীরে বিভন্ন স্থানে থেতলে দেয় দারোগা মোহাম্মদ আলীসহ তাঁর ভাই ভাতিজারা।এ ঘটনায় স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে দারোগা মোহাম্মদ আলীসহ ৪ জনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন
ফুলবাড়িয়ায় পুলিশের এসআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার বলেন, হত্যকারীরা যতই ক্ষমতাধর ব্যক্তি হউক না কেন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, নিহত যুবককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে সড়ক দুর্ঘটনার কথা বলে হাসপাতালে ভর্তি করে ঘাতকরা পালিয়ে যায়, সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।হত্যার ঘটনার সাথে এক দারোগা জড়িত রয়েছেন জানতে চাইলে তিনি বলেন, নিহত যুবকের পরিবারের অভিযোগে ঘটনার সাথে একজন সাব ইন্সপেক্টর জড়িত রয়েছেন, তাঁর বাড়ি আন্ধারিয়া পাড়া।
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসকের তীব্র সংকট চলছে। উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ (ইউএইচএফপিও) মাত্র তিনজন চিকিৎসক আছেন এখানে। ফলে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না।ইউএইচএফপিও ডা. জাহিদুল ইসলাম জানান, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন চিকিৎসকের পদ রয়েছে কিন্তু দীর্ঘদিন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, চিকিৎসা কর্মকর্তা, মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, এনেসথেসিয়া বিশেষজ্ঞ ও গাইনি বিশেষজ্ঞের পদসহ অনেক পদ শূন্য
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে জেলা সিভিল সার্জন বরাবর লিখিত ভাবে জানিয়েও কাজ হচ্ছে না। অন্যদিকে, পাহাড়ি এলাকায় এসে চিকিৎসক থাকতে চান না, তদবির করে অন্যত্র চলে যান। ফলে ২/৩ জন চিকিৎসক দিয়ে ৫০ শয্যার স্বাস্থ্যকমপ্লেক্স চালাতে তাঁর হিমসিম অবস্থা বলে উল্লেখ করেন ডা. জাহিদুল ইসলাম।এদিকে,গত ১৬, জানুয়ারী রাতে বয়োবৃদ্ধ এক রোগী চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
মৃতের ছেলে মো. ইলিয়াছ জানান,ওই রাতে হৃদরোগে আক্রান্ত মাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একজন চিকিৎসকও পাওয়া যায়নি। এ নিয়ে ভোক্তভোগীসহ স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এ দুরাবস্থার প্রতিকার চান।এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ এই প্রতিনিধিকে বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উত্তেজিতদের শান্ত করেন। জেলা সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
এই অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে খোঁজখবর নেন বলে উল্লেখ করেন প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ। ইতিপূর্বে চিকিৎসক ও স্বাস্থ্যসেবার দাবিতে রামগড় সরকারি কলেজের শিক্ষার্থীরা গত বছর স্বাস্থ্য কমপ্লেক্স ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শন করে। জানতে চাইলে ইউএইচএফপিউ ডা. জাহিদুল ইসলাম বলেন, এটা সত্যি, চিকিৎসক ওই সময় কিছুটা দেরীতে এসেছেন।স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ ফারুকুর রহমান বলেন, হাসপাতালে চিকিৎক ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
এ ছাড়া এখানে রোগ নিরুপণের ভালো ব্যবস্থা নেই, এই সুযোগে বাইরের ডায়গনষ্টিক সেন্টার যেনতেন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। কালাডেবার অধিবাসী নুরুল হুদা বলেন, সেবা পাই না তাই স্বাস্থ্য কমপ্লেক্সে যাই না।বলিপাড়ার মো. ইউনুছ এই প্রতিনিধিকে বলেন, সম্প্রতি হাসপাতালে গিয়ে একজন চিকিৎসকও পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সটির এ বেহাল অবস্থা আগে দেখা যায় নি
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
এখানকার সরবরাহ করা পানির রং লালচে, অতিরিক্ত আয়রণ-মুখে দেওয়া যায় না। একযুগ ধরে এক্সরে যন্ত্র নষ্ট হয়ে পড়ে রয়েছে।স্থানীয়রা জানান, উপ সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তারাই রোগীদের এখন ভরসা। এঁরা না থাকলে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আরোও বড় ধরনের সমস্যা হত
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
এদিকে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের অভাবে ৪৩, বিজিবি ও সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃপক্ষ রামগড়ের দুর্গম এলাকায় চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। পাহাড়ি দুর্গম এলাকায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। অপর দিকে রামগড়ের খাগড়াবিল ও পাতাছড়া দুই ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র দুটির অবস্থাও করুন বলে জানিয়েছেন এলাকাবাসী। সেবা কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তার পদ দীর্ঘ দিন শূন্য
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
ওই এলাকাগুলোর জনসাধারন কষ্টে আছেন। পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা জানান, চিকিৎসা কর্মকর্তার অনুপস্থিতিতে গ্রামাঞ্চলে হাতুড়ে চিকিৎসকেরা অপচিকিৎসা চালিয়ে প্রতারণার সুযোগ পাচ্ছে।রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বলেন, চিকিৎসক ও ওষুধের আভাবে রোগীরা চিকিৎসা না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরে যাওয়ার খবর তাঁর কাছে রয়েছে। নজির টিলার অধিবাসী ব্যবসায়ী মো. রফিক জানান, তাঁর খালা কুসুম (৪০) হাঁপানি রোগী
খাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের পদ শূন্য
ভর্তি হয়েও প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ছাড়তে হয় স্বাস্থ্য কমপ্লেক্স।ইউএইচএফপিও ডা. জাহিদুল ইসলাম বলেন, পাহাড়ি এলাকায় চিকিৎসক এসে থাকতে চান না। শূন্যপদের বিপরীতে চিকিৎসক চেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।
ঝিকরগাছায় ফুল ও সবজি উৎপাদনে বিএডিসির ৭ কোটি টাকার কর্মসূচি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ বিভাগের বাস্তবায়নে যশোরের ঝিকরগাছা উপজেলায় ফুল ও সবজি উৎপাদন সম্প্রসারণে ড্রিপ ইরিগেশন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬ লক্ষ টাকা। কর্মসূচির মধ্যে রয়েছে সৌরচালিত ডাগ ওয়েল, ড্রিপ ইরিগেশন ও ফ্লাওয়ার শেড নির্মাণ। ফলে কর্মসূচি অঞ্চলে কৃষিতে খরচ ও ঝুঁকি কমায় লাভবান হচ্ছেন কৃষক
ঝিকরগাছায় ফুল ও সবজি উৎপাদনে বিএডিসির ৭ কোটি টাকার কর্মসূচি
২০১৭ সালের জুন মাসে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ফুলের রাজধানী খ্যাত উপজেলার গদখালী, পানিসারা, নাভারণ, শিমুলিয়া ও নির্বাসখোলা ইউনিয়নে ১৫ টি সৌরচালিত ডাগ ওয়েল ও ড্রিপ ইরিগেশন এবং ৭ টি পলি শেড (ফ্লাওয়ার শেড) নির্মাণ করা হবে। ইতোমধ্যে কর্মসূচির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচির এক্সক্লুসিভ ইঞ্জিনিয়ার মো. মাহাবুব আলম। ৫টি সৌরচালিত ডাগ ওয়েল , ৪টি ড্রিপ ইরিগেশন এবং একটি পলি শেড (ফ্লাওয়ার শেড) নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের জুন মাসে কর্মসূচির মেয়াদ শেষের আগেই সকল কাজ সম্পন্ন হবে বলেও জানান এই কর্মকর্তা
ঝিকরগাছায় ফুল ও সবজি উৎপাদনে বিএডিসির ৭ কোটি টাকার কর্মসূচি
সরেজমিনে কথা হয় পানিসারা গ্রামের ফুলচাষি ইসমাইল হোসেনের সাথে। তিনি জানান, এই কর্মসূচির আওতায় তাঁকে ১০০৮ বর্গফুটের একটি পলি শেড (ফ্লাওয়ার শেড), সৌরচালিত ডাগ ওয়েল ও ড্রিপ ইরিগেশনের সুবিধা দেওয়া হয়েছে। পলি শেডে (ফ্লাওয়ার শেড) জারবেরা ও গোলাপ ফুল, তরমুজ এবং এসকস চাষ করেছেন। শেডে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকায় ঝুঁকি কম
ঝিকরগাছায় ফুল ও সবজি উৎপাদনে বিএডিসির ৭ কোটি টাকার কর্মসূচি
সৌরচালিত ডাগ ওয়েল ও ড্রিপ ইরিগেশনে রয়েছে ১৪০ ফুট গভীর পাতকুয়া, সৌরচালিত পাম্প, ফসেট ও বৃষ্টির পানি সংরক্ষণাগারের দরুন সেচ খরচ নেই, কিটনাশকের খরচ ৭০ ভাগ কম বলে দাবি করেন দুই যুগেরও বেশি সময় ধরে ফুলচাষ করা কৃষক ইসমাইল। কর্মসূচির আওতায় তিনি ২৬ বিঘা জমিতে পালাক্রমে সারা বছর ফুল ও সবজি চাষ করছেন। আরো কথা হয় একই গ্রামের ফুলচাষি আব্দুল হক ঢালী ও আব্দুল হামিদ গাজীর সাথে। তাঁরা জানান, এই কর্মসূচিতে এলাকার কৃষক লাভবান হচ্ছে
ঝিকরগাছায় ফুল ও সবজি উৎপাদনে বিএডিসির ৭ কোটি টাকার কর্মসূচি
বিশেষ করে সেচ সুবিধাটা বেশি। তাছাড়া, সেচের পানি আর্সেনিক মুক্ত হওয়ায় ফসলের উপকার বেশি হয়।বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানান, এই অঞ্চলে প্রায় ৫ হাজার ফুলচাষি রয়েছে। তাই পলি শেডের (ফ্লাওয়ার শেড) সংখ্যা আরো বেশি হলে ভালো হতো
ঝিকরগাছায় ফুল ও সবজি উৎপাদনে বিএডিসির ৭ কোটি টাকার কর্মসূচি
তবে এই কর্মসূচির সেচ ব্যবস্থায় কৃষক উপকৃত হচ্ছে। কর্মসূচির এক্সক্লুসিভ ইঞ্জিনিয়ার মো. মাহাবুব আলম এসবের ফলে ফুল ও সবজি চাষে খরচ এবং ঝুঁকি কম হচ্ছে বলে জানান। কৃষক এতে লাভবান হওয়ায়ও দাবি করেন তিনি।
ভৈরবে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা আনুমানিক সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকেভৈরব মনমরা ব্রীজের উপরে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত বৃদ্ধা ভিক্ষুক প্রকৃতির মানুষ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়
ভৈরবে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছি। তবে এখনো লাশের পরিচয় সনাক্ত করা যায় নি। এ ব্যাপরে একটি অপমৃত্যু মামলা রজু করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেন্দ্র পরিবর্তনের নামে পরিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়
বগুড়ার শাজাহানপুরে পরিক্ষা কেন্দ্র পরিবর্তনের নামে এসএসসি পরিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে জামুন্না পল্লীবন্ধু স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে।অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি তুলে ধরে রোববার বেশ কয়েকজন পরিক্ষার্থীর অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিবর্গের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করেন।আফজাল হোসেন নামে একজন পরিক্ষার্থীর অভিভাবক জানান, তার ছেলে এবার জামুন্না পল্লীবন্ধু স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরিক্ষা দিচ্ছে। পরিক্ষা কেন্দ্র ছিল নিকটবর্তি আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে
কেন্দ্র পরিবর্তনের নামে পরিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়
কিন্তু প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার নিকটবর্তি কেন্দ্র ছেড়ে দূরবর্তি কেন্দ্র মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পরিক্ষার্থীদের সাথে পরিক্ষা দিলে ভাল রেজাল্ট হবে এই প্রলোভন দেখিয়ে কেন্দ্র পরিবর্তনের নামে ৬৮ জন পরিক্ষার্থীর নিকট থেকে এক হাজার টাকা করে আদায় করেছে। এছাড়াও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের নিকট থেকেও টাকা আদায় করা হয়েছে।দশম শ্রেণির একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, দশম শ্রেণীর ৫৮ জন শিক্ষার্থীদের নিকট থেকে পাঁচ শত টাকা করে নেয়া হয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট চাওয়া হয়েছিল কিন্তু তারা এখনো দেয়নি
কেন্দ্র পরিবর্তনের নামে পরিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে দুইশত টাকা করে নেয়া হয়েছে।স্থানীয়রা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে। তিনি সময়মত ও নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে দূর্ব্যবহার করেন
কেন্দ্র পরিবর্তনের নামে পরিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়
মাঝে মধ্যেই নিয়ম বহির্ভূত ভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরবর্তিতে শিক্ষকদের দ্বারা হাজিরা নিশ্চিত করেন। বিধি বহির্ভূত ভাবে বিশেষ ক্লাসের অজুহাতে শিক্ষার্থী ও শিক্ষকদেরকে চাপ সৃষ্টি করে প্রাইভেট ও কোচিং করাতে বাধ্য করেন। নির্বাচনী পরিক্ষায় অকৃতকার্য্যদের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে এসএসসি পরিক্ষায় অংশ গ্রহনের সুযোগ দিয়েছে
কেন্দ্র পরিবর্তনের নামে পরিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়
শুধু তাইনয় গভর্নিং বডির সভাপতির সাথে লিয়াজো করে ষড়যন্ত্রমূলক ভাবে সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামকে বরখাস্ত করে নিজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের আসনে বসেছেন। ষড়যন্ত্রমূলক ভাবে বরখাস্ত করায় সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম রোগে, শোকে এখন জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই দূর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারন না করলে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠানটি একদিন ধ্বংশ হয়ে যাবে।ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার জানান, প্রতিষ্ঠানের তহবিল থেকেই কেন্দ্র পরিবর্তনের আর্থিক যোগান দেয়া হয়েছে
কেন্দ্র পরিবর্তনের নামে পরিক্ষার্থীদের নিকট থেকে অর্থ আদায়
কোন পরিক্ষার্থীর নিকট থেকে টাকা নেয়া হয়নি। এর কোন প্রমান নেই।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন জানান, কেন্দ্র পরিবর্তনের নামে কোন শিক্ষার্থীর নিকট থেকে টাকা নেয়ার এখতিয়ার নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বান্দরবানের বলিপাড়া থেকে দু’ব্যক্তিকে অপহরণ
বান্দরবানের থানচি উপজেলার বলি পাড়া এলাকা থেকে রবিবার সকালে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে দু’ব্যক্তিকে অপহরণ করেছে।বলিপাড়া বাজার ও বিজিবি’র ব্যাটেলিয়ন সদর দফতর হতে ৫০০ গজ দূরে শংখ নদীর পারে রেমাক্রী প্রাংসা রেজ্ঞের পরিত্যক্ত সেগুন বাগান এলাকায় এ ঘটনা ঘটে।থানচি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।অপহৃতরা হচ্ছেন- মোহাম্মদ আবু তাহের (৫৫) এবং স্থানীয় বাসিন্দা সুমন মারমা (৪০)
বান্দরবানের বলিপাড়া থেকে দু’ব্যক্তিকে অপহরণ
অপহরণের পর থেকে তাদের আর কোন খবর পাওয়া যায়নি। কোন পক্ষই অপহরণের দায় স্বীকার বা মুক্তিপণ দাবি করেনি। তবে স্থানীয়দের ধারণা- স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ‘মগ পার্টি’র সদস্যরা চাঁদা আদায়ের জন্যেই এই অপহরন করতে পারে।স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া এলাকার বাসিন্দা আবু তাহের একজন ধনাঢ্য তামাক চাষী
বান্দরবানের বলিপাড়া থেকে দু’ব্যক্তিকে অপহরণ
স্থানীয় বাসিন্দা সুমন মারমা তার তামাক ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করেন।প্রত্যক্ষদর্শী ও তামাক ক্ষেতের শ্রমিক আবদুর কাদের (৩০) জানান, সকাল সাড়ে ৭টায় বলিবাজারে নাস্তা খেয়ে খামারের দিকে আসার সময় তামাক ক্ষেতে লুকিয়ে থাকা ৫জনের একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্র প্রদর্শন করে আবু তাহেরকে অপহরন করে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা আবু তাহেরের কর্মচারি সুমন মারমাসহ তাকে অপহরন করে গহীণ অরন্যের দিকে নিয়ে যায়।তামাক ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহেরের তামাক চাষের জমি ও চুল্লিতে ২২জন দিন শ্রমিক কাজ করে
বান্দরবানের বলিপাড়া থেকে দু’ব্যক্তিকে অপহরণ
এদের মধ্যে পাহাড়ি শ্রমিকের সংখ্যা ১৩জন এবং অপর ৯জন বাঙালি। তাদের সবার সম্মুখেই অপহরনের এ ঘটনা ঘটে।পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বলিপাড়াস্থ বিজিবি’র ব্যাটালিয়ান কমাল্ডিং অফিসারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ
'চলো যাই যুদ্ধে, মাদক ও জঙ্গির বিরুদ্ধে'- এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের প্রধান বাসটার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি, মোচিক সমবায় সমিতি ও পৌর মহিলা সমবায় সমিতি এ সমাবেশের আয়োজন করে।ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার
কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আজিজুল হক, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, কালীগঞ্জ পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ।সমাবেশে প্রধান অতিথি বলেন, প্রশাসনের একার পক্ষে মাদক ও জঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয়। তাই প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তিনি আরো বলেন, কালীগঞ্জে কেউ মাদকের ব্যবসা করতে পারবে না
কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ
কালীগঞ্জকে মাদকের রুট হিসেবেও ব্যবহার করতে দেয়া হবে না। আমরা কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। যেকোনো মূল্যে মাদক উচ্ছেদ করা হবে। আর মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে
কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ
তিনি মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।এ সময় তিনি কালীগঞ্জ উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে একটি বড় মসজিদ ও কালীগঞ্জের ওপর দিয়ে ডবল রেল লাইনের টেন্ডার হওয়ার কথা উল্লেখসহ কালীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, মাদকের সাথে কোনো আঁতাত নেই। মাদকের প্রতি তারা জিরো টলারেন্স দেখাবেন
কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশ
তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আপনাদের ১৫ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আপনারা আত্মসমর্পন করেন। মাদকের পেছনে যারা অর্থলগ্নি করছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর পুলিশের কেউ যদি মাদকের সাথে যুক্ত থাকে তাহলে তাকে আর চাকরি করতে হবে না, জেলে যেতে হবে।সমাবেশে শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বর, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সমাবেশটি সার্বিকভাবে পরিচালনা করেন শহীদ নুর আলী কলেজের সহকারি অধ্যাপক সুব্রত নন্দী।
বড় ভাইয়ের সঙ্গে অভিমান, ব্লেড দিয়ে শরীর রক্তাক্ত করলো যুবক
সুনামগঞ্জের জগন্নাথপুরে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে ব্লেড দিয়ে কেটে নিজের শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত করেছে এ যুবক। আজ রবিবার দুপুরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আহত যুবকের স্বজনরা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামের মোবারক মিয়া ছোট ছেলে ফারুক আলী (২৩) তাঁর আপন বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে সকাল ১০টার দিকে ব্লেড দিয়ে নিজের শরীর কেটে রক্তাক্ত করে। ক্ষতবিক্ষত অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান
বড় ভাইয়ের সঙ্গে অভিমান, ব্লেড দিয়ে শরীর রক্তাক্ত করলো যুবক
আহত যুবক ফারুক আলী বলেন, বড় ভাইয়ের নিকট আমার বিরুদ্ধে অন্যায়ভাবে নালিশ করা হয়। এতে ভাই আমার ওপর রেগে বকা-বকি করেন। এ কষ্টে নিজের শরীরে নির্যাতন করেছি।জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরক চিকিৎসক রুবেল আহমদ বলেন, যুবকের শরীরের একাধিকস্থানে ধারালো ব্লেডের আঘাত করেছে
বড় ভাইয়ের সঙ্গে অভিমান, ব্লেড দিয়ে শরীর রক্তাক্ত করলো যুবক
আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগ করেনি থানায়।
কমলনগরে অজ্ঞাতসহ দুই ব্যক্তির লাশ
লক্ষ্মীপুরের কমলনগরের পৃথকস্থান থেকে অজ্ঞাতসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চর কাদিরা ও পাটোয়ারী হাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।থানা পুলিশ জানায়, নিহতরা হলেন উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর থিকা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা কবির হোসেন (৩৫) ও অজ্ঞাত ব্যক্তি (২৭)। তার নাম-পরিচয় জানা যায়নি
কমলনগরে অজ্ঞাতসহ দুই ব্যক্তির লাশ
মেঘনা নদীতে জোয়ারে পানিতে ভেসে আসা মরদেহটি অর্ধগলিত ছিল।স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে কবির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এছাড়াও পাটোয়ারীহাট এলাকার মেঘনা নদীর জোয়ারে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে আসে
কমলনগরে অজ্ঞাতসহ দুই ব্যক্তির লাশ
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তা উদ্ধার করে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানায়, পৃথকস্থান থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য তা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। অজ্ঞাত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
গুরুদাসপুরে ২৬ বছর পর ১২ বিঘা জমি ফিরে পেল আদিবাসীরা
অবশেষে ২৬ বছর পর আদালতের নির্দেশে ১২ বিঘা জমি ফিরে পেল নাটোরের গুরুদাসপুর উপজেলার আদিবাসীরা। নাটোরের যুগ্ম জেলা জজ ২য় আদালতের নির্দেশে রবিবার এই জমিতে অবৈধভাবে নির্মিত বাড়ি ঘর এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এসময় আদিবাসী নেতৃবৃন্দ সহ পুলিশ ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে
গুরুদাসপুরে ২৬ বছর পর ১২ বিঘা জমি ফিরে পেল আদিবাসীরা
পুলিশ ও পত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, গোপিনাথপুর গ্রামের আদিবাসী নগেন সরদার, নিতাই সরদার ও নিমাই সরদারের ১২ বিঘা জমি ২৬ বছর পূর্বে জোর পূর্বক দখল করে নেয় একই গ্রামের শাহজাহান মোল্লা। এরপর এই জমি দখল রাখতে তিনি লিজ দেন বিভিন্ন ব্যক্তিদের। তারা এই জমিতে জোর পূর্বক বাড়িঘর নির্মাণ ও চাষাবাদ করে আসছিল। অপরদিকে ক্ষতিগ্রস্থ নগেন সরদার, নিতাই সরদার ও নিমাই সরদার নিজের জমি ফিরে পাওয়ার আসায় আদালতে মামলা দায়ের করেন
গুরুদাসপুরে ২৬ বছর পর ১২ বিঘা জমি ফিরে পেল আদিবাসীরা
এরপর বছরের পর বছর চলতে থাকে মামলা।অপরদিকে আদিবাসীদের পক্ষ থেকে এই জমি উদ্ধারের দাবিতে মানব বন্ধন সহ নানা আন্দোলন করে আসছিলেন। অবশেষে সম্প্রতি আদালত বাদী পক্ষের অনুকুলে রায় প্রদান করেন। রায় বাস্তবায়নের জন্য গত ৬ ফেব্রুয়ারি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন আদালত
গুরুদাসপুরে ২৬ বছর পর ১২ বিঘা জমি ফিরে পেল আদিবাসীরা
অবশেষে আজ রবিবার সকালে আদালতের একজন কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অবৈধ দখলদার উচ্ছেদ করেন। এরপর প্রকৃত জমির মালিক নগেন, নিতাই ও নিমাই সরদারদের কাছে দখল বুঝিয়ে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিরেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আহবায়ক প্রদিপ লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি যাদু কুমার দাস সহ আদিবাসী নেতা শ্যামল লোহার, কাজল বাগদী, সন্তোষ পাহাড়ি প্রমুখ।
লালমনিরহাটে আওয়ামী লীগের দুই দলে সংঘর্ষ, ছাত্রলীগ সভাপতিসহ আহত ১৫
লালমনিরহাটের আদিতমারীতে আওয়ামী লীগের দুই দলের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। উপজেলা নির্বাচনের মনোনয়ন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছে দলীয় সূত্র ও পুলিশ।জানা গেছে, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল আলমকে প্রথম দফা নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেয় আওয়ালীগ
লালমনিরহাটে আওয়ামী লীগের দুই দলে সংঘর্ষ, ছাত্রলীগ সভাপতিসহ আহত ১৫
তবে বিষয়টি নিয়ে শনিবার থেকেই বিক্ষুদ্ধ ছিল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ইমরুল কায়েস ফারুকের পক্ষের নেতাকর্মীরা।এই অবস্থায় রবিবার, ১০ ফেব্রুয়ারি রফিকুল আলমকে স্বাগত জানাতে বেলা সাড়ে ১১টার দিকে তার সমর্থকরা বেশ কিছু মোটরসাইকেল নিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিল। এ সময় আদিতমারী আওয়ামী লীগ অফিসের সামনে ওই বহরকে বাধা দেয় বিক্ষুদ্ধরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়
লালমনিরহাটে আওয়ামী লীগের দুই দলে সংঘর্ষ, ছাত্রলীগ সভাপতিসহ আহত ১৫
মনোনয়ন নিয়ে রফিকুল আলম ঢাকা থেকে ফিরছিলেন।সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় অন্তত ১২টি মোটরসাইকেল ভাংচুর করেছে মনোনয়নবঞ্চিতদের লোকজন। আহত তিনজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে
লালমনিরহাটে আওয়ামী লীগের দুই দলে সংঘর্ষ, ছাত্রলীগ সভাপতিসহ আহত ১৫
এদিকে, এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাইদুল বাবুও আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাতের কোনো এক সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। সকালে রেলওয়ে জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া হলে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট তাঁতিকান্দি এলাকার মোঃ হাবিবুর রহমান মাতুব্বর নামের এক ব্যক্তির ৩৭ বছর ধরে ভোগ দখলে থাকা নিজের রাইস মিল (চাতাল), মিল ব্যারাক, ছাউনি, গুদাম এবং অন্যান্য স্থাপনাসহ প্রায় সাড়ে ৮ কোটি টাকা মূল্যের ২ একর ১৫ শতাংশ সম্পত্তি দখলের অপচেষ্টা করছে স্থানীয় কতিপয় ব্যক্তি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও থেমে নেই তারা। ঘাঁটি গেড়ে বসে আছে হাবিবুর রহমানের তৈরি করা ঘরে। রবিবার সকাল ১০টায় রাজৈর উপজেলার টেকেরহাট নজরুল ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা গেছে, মোঃ হাবিবুর রহমান মাতুব্বর ১৯৮২ সালে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে বার্ষিক নবায়নের শর্তে টেকেরহাটের তাঁতিকান্দির ২৮ নং নাগরদী মৌজার বি.এস ৪৪০৬ নং দাগের মধ্য হতে ৬ শতাংশ জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ও ১০৯ শতাংশ, বি.এস ৪৩৬১ দাগের মধ্য হতে ৫৩ শতাংশ এবং বি.এস ৪৪০৪ নং দাগের মধ্য হতে ৪৭ শতাংশসহ মোট ২১৫ শতাংশ জমি পশুপালন ও কুটির শিল্প (চাতাল) কাজে ব্যবহারের জন্য লীজ গ্রহণ করেন। লীজ গ্রহণের সময় ঐ সম্পত্তি ছিলো ব্যবহারের অনুপযোগী খানা-খন্দ ও ডোবা-নালা। লিজ গ্রহীতা হাবিবুর রহমান মাতুব্বর লিজ গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ডের মেমো নং অ ১৪/৮৬২ (১) তারিখ ১৩.০২.৮২ পত্রে অনুমতি নিয়ে প্রচুর টাকা ব্যয় করে অনেক দূর থেকে মাটি এনে খানা-খন্দ ও ডোবা-নালা ভরাট করে ব্যবহারোপযোগী করে তোলেন। পরে সেখানে মেসার্স রহমান মেজর রাইস মিল (চাতাল), পশু পালন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করে দীর্ঘ ৩৭ বছর ধরে সম্পত্তি ভোগদখল ও ব্যবসা করে আসছেন
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
বর্তমানে সেখান বেশকিছু অসহায় নারী-পুরুষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন এবং তারা মিল ব্যারাকে বসবাস করছেন। ১৯৮২ সাল থেকে চলতি বছর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত রাজস্ব (লিজ মানি) প্রদান করেন। এরই মধ্যে স্থানীয় আউয়াল শেখ নামের এক ব্যক্তি হাবিবুর রহমানের তৈরি দুটি টিনের ঘরে সপরিবারে বসবাস করে চাতালের কুটিয়ালী করতো। পরবর্তীতে আউয়াল শেখ ঐ দুটি টিনের ঘর নিজের দাবী করে বসে এবং ঘর দখল করে বসবাস করছে
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
তাকে উচ্ছেদ করতে না পেরে হাবিবুর রহমান তার স্ত্রী বিলকিস রহমানকে দিয়ে ২০১১ সালে আউয়াল শেখকে বিবাদী করে মাদারীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য রাজৈর উপজেলা সমাজসেবা অফিসার বিএম আসাদুজ্জামানের কাছে প্রেরণ করেন।রাজৈর উপজেলা সমাজসেবা অফিসার বি.এম আসাদুজ্জামান ২০১১ সালের ১১ ডিসেম্বর সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, ‘মামলার বাদী, বিবাদী, স্বাক্ষীগণ, স্থানীয় কতিপয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা এবং নিন্মস্বাক্ষরকারী সরজমিনে তদন্তে প্রাথমিকভাবে জানা যায় যে, বাদী নালিশী সম্পত্তি পানি উন্নয়ন বোর্ড মাদারীপুর হতে বছরভিত্তিক ১৯৮২ সাল হতে লিজ গ্রহণ করে ২০১১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভোগ দখল করে আসছে
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
গত ২০০৮ সালে ১ নং বিবাদী আউয়াল শেখ ১ বছরের জন্য ০.০২৫ শতাংশ জমি পানি উন্নয়ন বোর্ড হতে লীজ নিয়েছিলো যাহা পরবর্তীতে নবায়ণ করতে পারেনি। উক্ত লীজকৃত সম্পত্তিতে বাদী একটি চালের মিল স্থাপন করেছিলো এবং শ্রমিকদের থাকার জন্য কয়েকটি কক্ষ তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করেছিলো। বর্তমানে ১নং বিবাদী বাদীর তৈরি ঘরে বসবাস করছে মর্মে জানা যায়। ’সংবাদ সম্মেলনে মোঃ হাবিবুর রহমান মাতুব্বর আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমি কিছুদিন আগে আউয়াল শেখ গংয়ের বিরুদ্ধে একটি ফৈজদারী মামলা করি
রাজৈরে রাইস মিলসহ সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা
মামলা নং ১০১/১৬ ধারা ৪৪৭/৩২৩/৩০৭/৫০৬/১১৪ বর্তমানে বিচারাধীন। মামলা করার কারণে আসামীগণ আমার ও মামলার স্বাক্ষীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি যাতে মামলা না চালাই সে জন্য আসামীরা নানা ভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। গত বছর ৮ ডিসেম্বর সন্ধা পৌনে ৬টার দিকে আমি যখন আমার প্রতিষ্ঠানে মেসার্স রহমান মেজর রাইস মিলের শ্রমিকদের কাজের তদারকি ও মজুরী প্রদান করছিলাম তখন আউয়াল শেখ, ওমর আলী শেখ, নূর মোহাম্মদ শেখ, নূর ইসলাম শেখ ও তাদের দলীয় লোকজন নিয়ে আউয়াল শেখের নেতৃত্বে আমার উপর হামলা করে এবং মামলা প্রত্যাহার করা না হলে আমার ও আমার পরিবারেকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হবে এবং আমার মিলঘর জ্বালিয়ে দিবে